বুনিয়াদপুর, 6 সেপ্টেম্বর: সদ্যজাত ও প্রসূতি মৃত্যুর (Neonatal and Mother Death) ঘটনায় বুনিয়াদপুরের একটি নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এ দিন সকালে ভাঙচুর (Vandalism in Nursing Home) করে মৃতের পরিবার ও এলাকার লোকজন ৷ বংশীহারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ নার্সিংহোম কর্তৃপক্ষ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতের পরিবার ৷
পুলিশ সূত্রে খবর, বংশীহারী থানার জোর দিঘির বাসিন্দা রামপ্রসাদ ঘোষের স্ত্রী ঝুমা ঘোষ, তাঁর বয়স 26 বছর ৷ কয়েকদিন আগে বুনিয়াদপুরে একটি নার্সিংহোমে প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন তিনি ৷ শিশুটির জন্মের পরেই নানা সমস্যা দেখা দেয় ৷ দু’দিন আগেই মৃত্যু হয় শিশুটির ৷ এমনকী প্রসূতির শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় ৷ কিন্তু, গতকাল রাতে তাঁরও মৃত্যু হয়েছে ৷
এই ঘটনায় বুনিয়াদপুরের ওই নার্সিংহোমে বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন ৷ অভিযোগ পরিবার এবং প্রতিবেশীরা মিলে ভাঙচুর করেছে নার্সিংহোমে ৷ খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ মূলত নার্সিংহোম এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সন্দীপ লাহিড়ীর বিরুদ্ধে গাফিলতির (Medical negligence) অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা ৷ তাঁদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন মৃত ঝুমা ঘোষের পরিবার ৷
আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা রায়গঞ্জে
এই বিষয়ে মৃতের এক আত্মীয় রবি দাস জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেলে ঝুমা ঘোষকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ৷ সিজার করে সন্তানের জন্ম হয় ৷ কিন্তু, কয়েকঘণ্টার মধ্যেই সদ্যোজাতের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার কথা বলে অন্যত্র স্থানান্তর করা হয় ৷ কিন্তু, মাঝ রাস্তায় শিশুটির মৃত্যু হয় ৷ অন্যদিকে, সিজারের পর থেকে ঝুমা ঘোষের শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে ৷ তাঁর কিডনির সমস্যা দেখা দেয় ৷ ফলে তাঁকে রায়গঞ্জে স্থানান্তর করা হয় ৷ সেখানেও ডায়ালিসিসের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পারায় ঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই সোমবার সকালে মৃত্যু হয় ঝুমা ঘোষের ৷ তার পরেই বেসরকারি ওই নার্সিংহোমে মৃতের পরিবার চড়াও হয় বলে অভিযোগ ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷