ETV Bharat / state

বালুরঘাটে বাজেয়াপ্ত ২৪ লাখ টাকা - loksabha

বালুরঘাটে নাকা চেকিংয়ের সময় দুই ব্যক্তির কাছে থাকা একটি লটারির টিকিটের ব্যাগ থেকে পুলিশ বাজেয়াপ্ত করে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

বাজেয়াপ্ত ২৪ লাখ টাকা
author img

By

Published : Mar 19, 2019, 4:06 AM IST

বালুরঘাট, ১৯ মার্চ : আবারও বাজেয়াপ্ত নগদ প্রায় ২৪ লাখ টাকা। এবার বালুরঘাটের কুমারগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বরাহার মোড়ের কাছে পুলিশের নাকা চেকিংয়ের সময় বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। দু'জনকে আটক করা হয়। যদিও উদ্ধার হওয়া ওই টাকা লটারির প্রাইজ় মানি বলে দাবি ওই দুই ব্যক্তির।

গতকাল বিকেলে কুমারগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং করছিল। চেকিংয়ের সময় ওই দুই ব্যক্তির কাছে থাকা একটি লটারির টিকিটের ব্যাগ থেকে বাজেয়াপ্ত করে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

কুমারগঞ্জের গোপালগঞ্জ বালুপাড়া এলাকার বাসিন্দা সুকুমার সরকার। সুকুমার পেশায় লটারির টিকিট বিক্রেতা। রবিবার বিকেলে তাঁর বাড়িতে যান স্থানীয় দুই লটারি বিক্রেতা জীবন সাহা ও প্রতীক সাহা। সুকুমারের কাছ থেকে যে সমস্ত লটারির টিকিটগুলি বিক্রি হয়নি সেগুলিই ৬০০ টাকা দিয়ে কিনে নেন ওই দুই ব্যক্তি। উল্লেখ্য, ইন্টারনেটে আগেই ওই দুই ব্যক্তি নাকি জানতে পেরেছিলেন যে ওই সিরিজ়ের একটি লটারির টিকিটে প্রায় ৩০ লাখ টাকা প্রাইজ় মানি লেগেছে। বিষয়টা বুঝতে পেরেছিলেন সুকুমারও। তিনি ওই দু'জনের কাছে প্রাইজ় মানির একাংশ দাবিও করেছিলেন। বিষয়টা এলাকায় জানাজানিও হয়ে যায়। কিন্তু অভিযুক্ত ওই দুই ব্যক্তি গোপনে এক স্থানীয় চোরাকারবারীর কাছে ওই লটারির টিকিটটি প্রায় ২৩ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। সেই টাকাই ব্যাগের ভিতরে রেখে উপরে লটারির টিকিট দিয়ে সাজিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ওই ব্যাগটি নিয়েই বাইকে করে তাঁরা বালুরঘাটের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই কুমারগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বরাহার মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। ওই নাকা চেকিংয়ে ব্যাগটি তল্লাশি করে পুলিশ ওই টাকা উদ্ধার করে।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, "নির্বাচনী ক্যাশ স্ক্রিনিং কমিটির মাধ্যমে বাজেয়াপ্ত করা টাকা জেলা ট্রেজ়ারি দপ্তরে জমা দেওয়া হবে। তবে ওই টাকার উৎস কী জানতে তদন্ত শুরু হয়েছে।" ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার এত পরিমাণ নগদ কপালে ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের।

বালুরঘাট, ১৯ মার্চ : আবারও বাজেয়াপ্ত নগদ প্রায় ২৪ লাখ টাকা। এবার বালুরঘাটের কুমারগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বরাহার মোড়ের কাছে পুলিশের নাকা চেকিংয়ের সময় বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। দু'জনকে আটক করা হয়। যদিও উদ্ধার হওয়া ওই টাকা লটারির প্রাইজ় মানি বলে দাবি ওই দুই ব্যক্তির।

গতকাল বিকেলে কুমারগঞ্জ থানার পুলিশ নাকা চেকিং করছিল। চেকিংয়ের সময় ওই দুই ব্যক্তির কাছে থাকা একটি লটারির টিকিটের ব্যাগ থেকে বাজেয়াপ্ত করে ২৩ লাখ ৮০ হাজার টাকা।

কুমারগঞ্জের গোপালগঞ্জ বালুপাড়া এলাকার বাসিন্দা সুকুমার সরকার। সুকুমার পেশায় লটারির টিকিট বিক্রেতা। রবিবার বিকেলে তাঁর বাড়িতে যান স্থানীয় দুই লটারি বিক্রেতা জীবন সাহা ও প্রতীক সাহা। সুকুমারের কাছ থেকে যে সমস্ত লটারির টিকিটগুলি বিক্রি হয়নি সেগুলিই ৬০০ টাকা দিয়ে কিনে নেন ওই দুই ব্যক্তি। উল্লেখ্য, ইন্টারনেটে আগেই ওই দুই ব্যক্তি নাকি জানতে পেরেছিলেন যে ওই সিরিজ়ের একটি লটারির টিকিটে প্রায় ৩০ লাখ টাকা প্রাইজ় মানি লেগেছে। বিষয়টা বুঝতে পেরেছিলেন সুকুমারও। তিনি ওই দু'জনের কাছে প্রাইজ় মানির একাংশ দাবিও করেছিলেন। বিষয়টা এলাকায় জানাজানিও হয়ে যায়। কিন্তু অভিযুক্ত ওই দুই ব্যক্তি গোপনে এক স্থানীয় চোরাকারবারীর কাছে ওই লটারির টিকিটটি প্রায় ২৩ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। সেই টাকাই ব্যাগের ভিতরে রেখে উপরে লটারির টিকিট দিয়ে সাজিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ওই ব্যাগটি নিয়েই বাইকে করে তাঁরা বালুরঘাটের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই কুমারগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কে বরাহার মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। ওই নাকা চেকিংয়ে ব্যাগটি তল্লাশি করে পুলিশ ওই টাকা উদ্ধার করে।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, "নির্বাচনী ক্যাশ স্ক্রিনিং কমিটির মাধ্যমে বাজেয়াপ্ত করা টাকা জেলা ট্রেজ়ারি দপ্তরে জমা দেওয়া হবে। তবে ওই টাকার উৎস কী জানতে তদন্ত শুরু হয়েছে।" ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্ধার এত পরিমাণ নগদ কপালে ভাঁজ ফেলেছে পুলিশ প্রশাসনের।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.