ETV Bharat / state

হকের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্র, বিক্ষোভ তৃণমূলের - বালুরঘাটে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

বালুরঘাটে অবস্থান বিক্ষোভ তৃণমূলের । মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেই প্রতিবাদ বিক্ষোভ করেন তাঁরা ।

TMC
TMC
author img

By

Published : Sep 9, 2020, 3:20 PM IST

বালুরঘাট, 9 সেপ্টেম্বর : পাওনা টাকা থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে কেন্দ্র । অভিযোগ দক্ষিণ দিনাজপুর তৃণমূলের । কেন্দ্রের জন বিরোধী নীতির বিরোধিতা করেন তৃণমূল কর্মীরা । গত দুপুরে বালুরঘাট ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাঁসদা ।

অবস্থান বিক্ষোভে ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, তৃণমূল নেতা অরূপ কুমার সরকার এবং বিপ্লব খাঁ সহ অন্যান্য নেতৃত্ব । রাজ্যের হকের টাকা দেওয়া না হলে আগামীতে নেত্রীর নির্দেশে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা ।



বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে নিজেদের পাওনা টাকার দাবি জানিয়ে এসেছেন । কেন্দ্রের বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে তৃণমূল । পেট্রোল সহ বিভিন্ন জ্বালানির দাম বেড়েই চলছে । প্যানডেমিকে অনেক মানুষ কাজ হারিয়েছেন । চরম অর্থ সংকট দেখা দিয়েছে । সেই জায়গা থেকেও দাম কমানো হয়নি জ্বালানির । তারও প্রতিবাদে সরব হয় তৃণমূল রাজ্য নেতৃত্ব ।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লক অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেও তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয় । দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত চলে বালুরঘাট ব্লক উন্নয়ন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ।



জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, “ কেন্দ্র সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করে চলছে । পশ্চিমবঙ্গকে তার পাওনা টাকা দেওয়া হচ্ছে না। এদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং সরকারি বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে। দিন দিন দেশে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে । তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা রাজ্যের প্রতিটি ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে তৃণমূল নেতৃত্ব । আগামী কয়েক দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি । আজ বালুরঘাটের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে । এরপরও দাবি মানা না হলে আগামী দিনে নেত্রীর নির্দেশে আরও বড় আন্দোলনে শামিল হব ।“

এদিকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট BDO অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ ।

বালুরঘাট, 9 সেপ্টেম্বর : পাওনা টাকা থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছে কেন্দ্র । অভিযোগ দক্ষিণ দিনাজপুর তৃণমূলের । কেন্দ্রের জন বিরোধী নীতির বিরোধিতা করেন তৃণমূল কর্মীরা । গত দুপুরে বালুরঘাট ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা । বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তথা তপন বিধানসভার বিধায়ক বাচ্চু হাঁসদা ।

অবস্থান বিক্ষোভে ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, তৃণমূল নেতা অরূপ কুমার সরকার এবং বিপ্লব খাঁ সহ অন্যান্য নেতৃত্ব । রাজ্যের হকের টাকা দেওয়া না হলে আগামীতে নেত্রীর নির্দেশে আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা ।



বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে নিজেদের পাওনা টাকার দাবি জানিয়ে এসেছেন । কেন্দ্রের বিভিন্ন সরকারি সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্তেরও বিরোধিতা করেছে তৃণমূল । পেট্রোল সহ বিভিন্ন জ্বালানির দাম বেড়েই চলছে । প্যানডেমিকে অনেক মানুষ কাজ হারিয়েছেন । চরম অর্থ সংকট দেখা দিয়েছে । সেই জায়গা থেকেও দাম কমানো হয়নি জ্বালানির । তারও প্রতিবাদে সরব হয় তৃণমূল রাজ্য নেতৃত্ব ।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লক অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকেও তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয় । দুপুর দেড়টা থেকে বিকেল পর্যন্ত চলে বালুরঘাট ব্লক উন্নয়ন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ।



জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, “ কেন্দ্র সরকার বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করে চলছে । পশ্চিমবঙ্গকে তার পাওনা টাকা দেওয়া হচ্ছে না। এদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং সরকারি বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে। দিন দিন দেশে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে । তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা রাজ্যের প্রতিটি ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে তৃণমূল নেতৃত্ব । আগামী কয়েক দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি । আজ বালুরঘাটের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকেই এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে । এরপরও দাবি মানা না হলে আগামী দিনে নেত্রীর নির্দেশে আরও বড় আন্দোলনে শামিল হব ।“

এদিকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট BDO অফিস চত্বরে মোতায়েন ছিল পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.