ETV Bharat / state

Panchayat Elections 2023: মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে

মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে বচসা ও হাতাহাতি বিজেপি-তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ৷ ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৷ তৃণমূলের বিরুদ্ধে জোর করে এক প্রার্থীর মনোনয়ন তোলানোর অভিযোগ বিজেপির ৷

nomination withdrawal
মনোনয়ন প্রত্যাহার
author img

By

Published : Jun 20, 2023, 1:40 PM IST

মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে

গঙ্গারামপুর, 20 জুন: মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুর ৷ বিডিও অফিসে বিজেপির এক প্রার্থীর মনোনয়ন তোলাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় । বিজেপির অভিযোগ, তাদের দলের নন্দনপুর এলাকার এক প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জোর করে নিয়ে এসে তাঁর মনোনয়ন প্রত্যাহার করাতে যান ৷ সেসয়মই বিজেপির কর্মী-সমর্থকরা ওই প্রার্থীকে মনোনয়ন তুলতে বাঁধা দেন এবং এর জেরেই উত্তেজনা ছড়ায় ৷ এমনকী হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকেরা । এই ঘটনার পরই গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে পুলিশ মোতায়ন করা হয় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা ও প্রত্যাহার নিয়ে সন্ত্রাসের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর পঞ্চায়েত এলাকায় । অভিযোগ, শাসকদল তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে মনোনয়ন তুলে নিতে বাধ্য করছে বিজেপি প্রার্থীদের । এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার খবর পেতেই এলাকায় আসেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বুধরাই টুডু-সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা ।

জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে তাঁর মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে ওই এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকার প্রার্থীরা । অবিলম্বে পুলিশ প্রশাসনকে এমন ঘটনা বন্ধ করতে সদর্থক ভূমিকা পালন করুক ৷ এমনটাই দাবি জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি ।

আরও পড়ুন: মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং, আক্রান্ত এসডিপিও

যদিও, বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল জেলা সহ-সভাপতি সুভাষ চাকি ৷ তিনি বলেন, "এই ঘটনায় তৃণমূল জড়িত নয় । মনোনয়ন তুলে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ৷ ওই প্রার্থী বিরোধী দলের সঙ্গে যোগ দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন । এখন নিজের ভুল বুঝতে পেরে মনোনয়ন তুলতে যান । স্ব‌ইচ্ছায় মনোনয়ন তুলতে গেলে বিজেপির কর্মীরাই বাঁধা দেন ।"

মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুরে

গঙ্গারামপুর, 20 জুন: মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুর ৷ বিডিও অফিসে বিজেপির এক প্রার্থীর মনোনয়ন তোলাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় । বিজেপির অভিযোগ, তাদের দলের নন্দনপুর এলাকার এক প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জোর করে নিয়ে এসে তাঁর মনোনয়ন প্রত্যাহার করাতে যান ৷ সেসয়মই বিজেপির কর্মী-সমর্থকরা ওই প্রার্থীকে মনোনয়ন তুলতে বাঁধা দেন এবং এর জেরেই উত্তেজনা ছড়ায় ৷ এমনকী হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকেরা । এই ঘটনার পরই গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে পুলিশ মোতায়ন করা হয় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা ও প্রত্যাহার নিয়ে সন্ত্রাসের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর পঞ্চায়েত এলাকায় । অভিযোগ, শাসকদল তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে মনোনয়ন তুলে নিতে বাধ্য করছে বিজেপি প্রার্থীদের । এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার খবর পেতেই এলাকায় আসেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক বুধরাই টুডু-সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা ।

জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে তাঁর মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে ওই এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা । এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত জেলার অন্যান্য পঞ্চায়েত এলাকার প্রার্থীরা । অবিলম্বে পুলিশ প্রশাসনকে এমন ঘটনা বন্ধ করতে সদর্থক ভূমিকা পালন করুক ৷ এমনটাই দাবি জানিয়েছেন জেলা বিজেপি সভাপতি ।

আরও পড়ুন: মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার রণক্ষেত্র ক্যানিং, আক্রান্ত এসডিপিও

যদিও, বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল জেলা সহ-সভাপতি সুভাষ চাকি ৷ তিনি বলেন, "এই ঘটনায় তৃণমূল জড়িত নয় । মনোনয়ন তুলে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ৷ ওই প্রার্থী বিরোধী দলের সঙ্গে যোগ দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন । এখন নিজের ভুল বুঝতে পেরে মনোনয়ন তুলতে যান । স্ব‌ইচ্ছায় মনোনয়ন তুলতে গেলে বিজেপির কর্মীরাই বাঁধা দেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.