গঙ্গারামপুর, 26 ফেব্রুয়ারি :পাড়ায় ছোটো ছেলেদের ঝগড়া রূপ পেল রাজনৈতিক সংঘর্ষে । পৌরসভা নির্বাচন সামনে । তাই এলাকায় প্রভাব বজায় রাখতে ও ক্ষমতা প্রদর্শনের জন্য তৃণমূল -BJP সংঘর্ষ বলে অভিযোগ । এই সংঘর্ষে দুই পক্ষের আহত চারজন । উভয় পক্ষই অভিযোগ দায়ের করে পুলিশে । সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাধঁরোড এলাকায় তৃণমূল কর্মী ও BJP কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও তারপর দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরে ।
অভিযোগ, তৃণমূল ও BJP করা নিয়ে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে মারামারি করে । একে অপরকে মারধর করায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন । ঘটনার খবর জানতে পেরে গঙ্গারামপুর থানার পুলিশ এলাকায় যায় । পুলিশ আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে । তৃণমূল ও BJP একে অপরের দিকে অভিযোগ আনে । 14 ওয়ার্ডের তৃণমূল কর্মীদের অভিযোগ BJP-র কয়েকজন কর্মী এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করায় তা প্রতিবাদ করলে BJP-র কর্মীরা সমাজ বিরোধীদের সঙ্গে নিয়ে হামলা চালায় । অপরদিকে ১৪ নম্বর ওয়ার্ডের BJP কর্মীদের অভিযোগ, সামনে পুরসভা নির্বাচন থাকায় এলাকা দখল করার জন্য এখন থেকে সন্ত্রাস শুরু করে দিয়েছে । এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা রিনা দাস জানান, "প্রথমে বাচ্চা নিয়ে মারামারি হয় তারপর তা রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয় । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ ।"