বংশীহারী, 19 নভেম্বর : বুনিয়াদপুরে এক স্বনির্ভর গোষ্ঠীর 1 কোটি টাকা নিয়ে উধাও হল সুপারভাইজ়ার । বুনিয়াদপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জয়দেবপুর এলাকা সহ আশপাশের গ্রামের বেশ কিছু মহিলা ওই গোষ্ঠীতে টাকা রাখতেন । গোষ্ঠীর সুপারভাইজ়ার ও তাঁর স্বামী মিলে বিভিন্ন কারণ দেখিয়ে ৩৫ টি দলের নামে সই জাল করে ঋণ নেয় । কেউ জানার আগে উধাও হয়ে যায় । আজ বিষয়টি জানাজানি হতে নিজেদের টাকা চাইতে মহিলারা পৌঁছায় গোষ্ঠীর অফিসে । তারপর পৌঁছায় ওই সুপারভাইজ়ার শেফালি বিশ্বাসের বাড়িতে । সেখানে গিয়ে দেখা যায় ছড়িয়েছিটিয়ে রয়েছে কাগজপত্র ।
এই বিষয়ে সুরজিৎ ঘোষ নামে একজন বলেন, "শেফালি বিশ্বাস আমাদের জয়দেবপুর গ্রামের স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত ছিল । আমার মা এই দলে টাকা রাখত । কী কারণে শেফালি টাকা নিয়ে পালাল, তার জবাব কে দেবে জানা নেই । প্রশাসনের কাছে একটাই দাবি, বিভিন্ন ব্যাঙ্ক থেকে সে কত ঋণ নিয়েছে তা বিবেচনার দায়িত্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষের । এর সঙ্গে ব্যাঙ্কেরও কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা উচিত ।"
জয়দেবপুর এলাকার বাসিন্দা মঞ্জু হালদার বলেন, "শেফালি, তার স্বামী ও দুই ছেলে বিভিন্ন পর্যায়ের মহিলাদের সই জাল করে আমাদের নামে ঋণ তুলেছে । শুনতে পাচ্ছি গতকাল সন্ধেবেলায় বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে ।"
বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল বর্মণকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আজ সকালে কয়েকজন মহিলা এসে আমার কাছে অভিযোগ জানান, আমি এই স্বনির্ভর দলের বিষয়ে খোঁজখবর নেব । আমি ওই এলাকার কাউন্সিলরকে খোঁজ নিতে বলছি কীভাবে এমন ঘটল । "