ETV Bharat / state

ডাক্তারদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর, উচিত জয়শ্রীরাম বলাও : অজয়

author img

By

Published : Jun 14, 2019, 8:46 PM IST

Updated : Jun 14, 2019, 9:26 PM IST

"ভগবান ওনাকে সুবুদ্ধি দিক, জয় শ্রী রাম বলে ডাক্তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিক মুখ্যমন্ত্রী" বললেন বিজেপির অসংগঠিত ট্রেড ইউনিয়নের PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী।

বিজেপি

বালুরঘাট, ১৪ জুন : জয়শ্রীরাম বলে ডাক্তারদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর । বললেন BJP-র অসংগঠিত ট্রেড ইউনিয়ন PATUC-র রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী । আজ বালুরঘাটে PATUC-র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ভিডিয়োয় শুনুন অজয় অগ্নিহোত্রীর বক্তব্য

আজকের সম্মেলনে বিভিন্ন দল থেকে ৫০০-র বেশি সাধু ও লোকশিল্পী BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী, BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন : আন্দোলনকারীদের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

গত সোমবার রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হাতাহাতি হয় । গুরুতর আহত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় । রণক্ষেত্রের আকার নেয় NRS চত্বর । ঘটনার পর থেকেই নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামে জুনিয়র ডাক্তাররা । হাসপাতালে হাসপাতালে শুরু হয় কর্মবিরতি । গতকাল SSKM-এ গিয়ে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দেন । পরিস্থিতি আরও জটিল হয় । বেশ কয়েকটি হাসপাতালের তিন শতাধিক ডাক্তার ইতিমধ্যে ইস্তফাও দিয়েছেন ।

আরও পড়ুন : অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজপাল, ফোনে পেলেন না মমতাকে

এই ইশুতে অজয় বলেন, "যারা মুখ্যমন্ত্রীর আচরণের বিরোধিতা করছেন, তাঁদের সাধুবাদ জানাই । এখনও প্রতিবাদী মানুষ আছে । বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর উচিত ডাক্তারদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া ।"

বালুরঘাট, ১৪ জুন : জয়শ্রীরাম বলে ডাক্তারদের কাছে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর । বললেন BJP-র অসংগঠিত ট্রেড ইউনিয়ন PATUC-র রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী । আজ বালুরঘাটে PATUC-র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় ।

ভিডিয়োয় শুনুন অজয় অগ্নিহোত্রীর বক্তব্য

আজকের সম্মেলনে বিভিন্ন দল থেকে ৫০০-র বেশি সাধু ও লোকশিল্পী BJP-তে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহোত্রী, BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন : আন্দোলনকারীদের নবান্নে ডাকলেন মুখ্যমন্ত্রী

গত সোমবার রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর পরিবারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের হাতাহাতি হয় । গুরুতর আহত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় । রণক্ষেত্রের আকার নেয় NRS চত্বর । ঘটনার পর থেকেই নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামে জুনিয়র ডাক্তাররা । হাসপাতালে হাসপাতালে শুরু হয় কর্মবিরতি । গতকাল SSKM-এ গিয়ে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দেন । পরিস্থিতি আরও জটিল হয় । বেশ কয়েকটি হাসপাতালের তিন শতাধিক ডাক্তার ইতিমধ্যে ইস্তফাও দিয়েছেন ।

আরও পড়ুন : অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজপাল, ফোনে পেলেন না মমতাকে

এই ইশুতে অজয় বলেন, "যারা মুখ্যমন্ত্রীর আচরণের বিরোধিতা করছেন, তাঁদের সাধুবাদ জানাই । এখনও প্রতিবাদী মানুষ আছে । বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে । সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর উচিত ডাক্তারদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া ।"

Intro:ভগবান ওনাকে সুবুদ্ধি দিক, জয় শ্রী রাম বলে ডাক্তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিক মুখ্যমন্ত্রী; বলেন বিজেপির অসংগঠিত ট্রেড ইউনিয়নের PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহত্রি।।

বালুরঘাট, ১৪ জুন: ভগবান ওনাকে সুবুদ্ধি দিক। উনি জয় শ্রী রাম বলুন। জয় শ্রী রাম বলে জুনিয়ার ডাক্তারদের কাছে ক্ষমা চেয়ে নেন। শুক্রবার দুপুর বালুরঘাটের একটি বে সরকারি অনুষ্ঠান ভবনে বিজেপির অসংগঠিত ট্রেড ইউনিয়ন PATUC অন্তর্গত সাধু ও লোক শিল্পী ইউনিয়নের প্রথম জেলা সম্মেলনে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে এমনই ভাষায় কটাক্ষ করলেন PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহত্রি। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ৫০০ বেশি সাধু ও লোকশিল্পীরা তৃণমূল ও বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দেন। সদ্য বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা। তুলে দেন PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহত্রি, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন PATUC জেলা সভাপতি শ্যামসুন্দর সাহা, রাজ্য সম্পাদক সৌমেন চ্যাটার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

প্রসঙ্গত, গত সোমবার রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি হয়। এর জেরে এক চিকিৎসকের মাথা ফাটে। রণক্ষেত্রের আকার নেয় এনআরএস চত্বর। ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে চলছে হাসপাতাল গুলোতে কর্মবিরতি। গতকাল এসএসকেএমে মুখ্যমন্ত্রী গিয়ে জুনিয়র ডাক্তারদের হুশিয়ারি দেন। এরপর গতকাল থেকে বেশ কয়েকটি হাসপাতালে ডাক্তাররা গণ ইস্তফা দেয়।

এদিনের সম্মেলন থেকে PATUC রাজ্য সভাপতি অজয় অগ্নিহত্রি আরও বলেন, আমি সাধুবাদ জানায় তাদের। যারা মুখ্যমন্ত্রীর ঘটনায় বিরোধিতা করেছেন। সদবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদের বলব প্রতিবাদ করার দরকার আছে। তা না ছাড়া তাদের পরিবারের লোকজন যখন অসুস্থ হবে তখন তারা ডাক্তার খুঁজে পাবেন না। তাই সাধারণ মানুষ ও পরিবারের কথা ভেবে যে সব ডাক্তাররা আন্দোলন করছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jun 14, 2019, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.