ETV Bharat / sports

ইউটিটি’তে সফল বঙ্গের প্যাডলাররা, অঙ্কুরে ভবিষ্যতের জাতীয় চ্যাম্পিয়ন দেখছেন মিহির ঘোষ - WB Table Tennis - WB TABLE TENNIS

West Bengal Paddlers in UTT: আল্টিমেট টেবিল টেনিসের মঞ্চে উজ্জ্বল বাংলার প্যাডলাররা ৷ দাম্মামে দুরন্ত খেলল দেশের অন্যান্য প্যাডলাররাও ৷

West Bengal Paddlers in UTT
ইউটিটি’তে নজর কাড়লেন বাংলার প্যাডলাররা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 9:35 AM IST

Updated : Sep 30, 2024, 12:12 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: অঙ্কুর ভট্টাচার্যের মধ্যে ভবিষ্যতের জাতীয় চ্যাম্পিয়নকে দেখছেন মিহির ঘোষ । বাংলার টেবিল টেনিসের কিংবদন্তি কোচ বলছেন, একঝাঁক নতুন প্রতিভা উঠে আসছে । যা বাংলার টেবিল টেনিসের জন্য ভালো দিক ।

গত সপ্তাহে দাম্মামে ইউটিটি-র আসরে বাংলার চার প্যাডলার পদক জিতেছে । তাঁদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স অঙ্কুর ভট্টাচার্যের । তাঁর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কথা মাথায় রেখে মিহির ঘোষ বলছেন, “লক্ষ্যে স্থির থাকলে, মাথা না-ঘুরে গেলে অঙ্কুর আগামীতে জাতীয় চ্যাম্পিয়ন হতে পারবে । ওর মধ্যে সেই সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে অঙ্কুর প্রতিষ্ঠিত খেলোয়াড় । এছাড়াও একাধিক ভালো প্যাডলারকে বোর্ডে দাপট দেখাতে দেখা যাচ্ছে । সিন্ড্রেলা দাসকে সৌম্যজিত ঘোষ তৈরি করেছেন । সিন্ড্রেলা সম্ভাবনাময় প্রতিভা । বাংলার টেনিসে এখন ভালো ভালো প্যাডলাররা উঠে আসছে ।”

অঙ্কুরে ভবিষ্যতের জাতীয় চ্যাম্পিয়ন দেখছেন মিহির ঘোষ (নিজস্ব চিত্র)

ডব্লিউটিটি ইউথে দাপট ভারতের । পদক তালিকায় বাংলার চার প্যাডলার । সবমিলিয়ে 26টি পদক পেয়েছেন তাঁরা । এরমধ্যে হাফডজন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্স হয়েছে সাতটি বিভাগে । সঙ্গে মোট 14টি ব্রোঞ্জও এসেছে দেশের ঝুলিতে ।

দাম্মামে অনূর্ধ্ব 19 মহিলা বিভাগে সেমিফাইনাল খেলেছেন ভারতেরই চারজন । ফাইনালে তানিশা কোটেচাকে 12-10, 5-11, 11-1, 5-11, 11-5 গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সুহানা সাইনি । পৃথা ভার্তিকর ও সায়ালি ওয়ানি শেষ চারে হেরে ব্রোঞ্জ পেয়েছেন । একই ছবি দেখা গিয়েছে মিক্সড ডাবলসেও । সেখানে ফাইনালে যশ মোদী ও তানিশাকে 11-6, 11-3, 11-7 গেমে হারিয়েছেন বালমুরগন রাজশেখরন ও জেনিফার ভার্গিস ।

শরথ মিশ্রা-সায়ালি এবং সুহানা-দিব্যাংশ শ্রীবাস্তব জুটির দৌড় সেমিফাইনালে থেমে যায় । পুরুষ বিভাগে রানার্স হয়েছেন অঙ্কুর ভট্টাচার্য । এই বিভাগে সেমিফাইনালে থামেন যশ ও অভিনন্দ প্রাধিভাধি । অনূর্ধ্ব 17 মহিলা বিভাগেও সেমিফাইনাল খেলেছেন চার ভারতীয় । ফাইনালে হানসিনি মাথান 11-4, 8-11, 11-7, 2-11, 11-8 গেমে হারান সিন্ড্রেলা দাসকে । তাঁরা যথাক্রমে দিব্যাংশী ভৌমিক ও জেনিফারকে হারিয়েছেন সেমিফাইনালে । পুরুষ বিভাগে রানার্স হয়েছেন প্রিয়ানুজ ভট্টাচার্য । সেমিফাইনালে তিনি হারান অভিনন্দকে । দাম্মামের এই প্রতিযোগিতায় বাংলা থেকে সুযোগ পাওয়া অঙ্কুর, সোহম ও রূপম একটি করে পদক পেয়েছেন । অন্যদিকে, সিন্ড্রেলা পেয়েছেন মোট তিন পদক ।

আরও পড়ুন:

কলকাতা, 30 সেপ্টেম্বর: অঙ্কুর ভট্টাচার্যের মধ্যে ভবিষ্যতের জাতীয় চ্যাম্পিয়নকে দেখছেন মিহির ঘোষ । বাংলার টেবিল টেনিসের কিংবদন্তি কোচ বলছেন, একঝাঁক নতুন প্রতিভা উঠে আসছে । যা বাংলার টেবিল টেনিসের জন্য ভালো দিক ।

গত সপ্তাহে দাম্মামে ইউটিটি-র আসরে বাংলার চার প্যাডলার পদক জিতেছে । তাঁদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স অঙ্কুর ভট্টাচার্যের । তাঁর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কথা মাথায় রেখে মিহির ঘোষ বলছেন, “লক্ষ্যে স্থির থাকলে, মাথা না-ঘুরে গেলে অঙ্কুর আগামীতে জাতীয় চ্যাম্পিয়ন হতে পারবে । ওর মধ্যে সেই সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যে অঙ্কুর প্রতিষ্ঠিত খেলোয়াড় । এছাড়াও একাধিক ভালো প্যাডলারকে বোর্ডে দাপট দেখাতে দেখা যাচ্ছে । সিন্ড্রেলা দাসকে সৌম্যজিত ঘোষ তৈরি করেছেন । সিন্ড্রেলা সম্ভাবনাময় প্রতিভা । বাংলার টেনিসে এখন ভালো ভালো প্যাডলাররা উঠে আসছে ।”

অঙ্কুরে ভবিষ্যতের জাতীয় চ্যাম্পিয়ন দেখছেন মিহির ঘোষ (নিজস্ব চিত্র)

ডব্লিউটিটি ইউথে দাপট ভারতের । পদক তালিকায় বাংলার চার প্যাডলার । সবমিলিয়ে 26টি পদক পেয়েছেন তাঁরা । এরমধ্যে হাফডজন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্স হয়েছে সাতটি বিভাগে । সঙ্গে মোট 14টি ব্রোঞ্জও এসেছে দেশের ঝুলিতে ।

দাম্মামে অনূর্ধ্ব 19 মহিলা বিভাগে সেমিফাইনাল খেলেছেন ভারতেরই চারজন । ফাইনালে তানিশা কোটেচাকে 12-10, 5-11, 11-1, 5-11, 11-5 গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সুহানা সাইনি । পৃথা ভার্তিকর ও সায়ালি ওয়ানি শেষ চারে হেরে ব্রোঞ্জ পেয়েছেন । একই ছবি দেখা গিয়েছে মিক্সড ডাবলসেও । সেখানে ফাইনালে যশ মোদী ও তানিশাকে 11-6, 11-3, 11-7 গেমে হারিয়েছেন বালমুরগন রাজশেখরন ও জেনিফার ভার্গিস ।

শরথ মিশ্রা-সায়ালি এবং সুহানা-দিব্যাংশ শ্রীবাস্তব জুটির দৌড় সেমিফাইনালে থেমে যায় । পুরুষ বিভাগে রানার্স হয়েছেন অঙ্কুর ভট্টাচার্য । এই বিভাগে সেমিফাইনালে থামেন যশ ও অভিনন্দ প্রাধিভাধি । অনূর্ধ্ব 17 মহিলা বিভাগেও সেমিফাইনাল খেলেছেন চার ভারতীয় । ফাইনালে হানসিনি মাথান 11-4, 8-11, 11-7, 2-11, 11-8 গেমে হারান সিন্ড্রেলা দাসকে । তাঁরা যথাক্রমে দিব্যাংশী ভৌমিক ও জেনিফারকে হারিয়েছেন সেমিফাইনালে । পুরুষ বিভাগে রানার্স হয়েছেন প্রিয়ানুজ ভট্টাচার্য । সেমিফাইনালে তিনি হারান অভিনন্দকে । দাম্মামের এই প্রতিযোগিতায় বাংলা থেকে সুযোগ পাওয়া অঙ্কুর, সোহম ও রূপম একটি করে পদক পেয়েছেন । অন্যদিকে, সিন্ড্রেলা পেয়েছেন মোট তিন পদক ।

আরও পড়ুন:

Last Updated : Sep 30, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.