ETV Bharat / state

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পুলিশ বলছে যুবতিকে গণধর্ষণ করে খুন - বালুরঘাট

প্রেমের প্রস্তাবে সাড়া না মেলায় গণধর্ষণ করে কুপিয়ে খুন করা হল যুবতিকে ৷

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, যুবতিকে গণধর্ষণ করে খুন
author img

By

Published : Sep 10, 2019, 3:42 PM IST

গঙ্গারামপুর, 10 সেপ্টেম্বর : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যুবতি ৷ অভিযোগ, তাই সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে গণধর্ষণ করা হল যুবতিকে ৷ খুনও করা হল ৷ গত শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর পতিরাম এলাকায় আত্মীয়ের বাড়ি যাবেন বলে রওনা দেন যুবতি । তারপর বাড়ি ফেরেননি । পরদিন অর্থাৎ শনিবার সকালে জাহাঙ্গির এলাকার পুনর্ভবা নদীর পাশে গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে পিন্টু সরকার নামে যুবক ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে তাঁর দেহ ৷

শনিবার গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় যুবতির ৷ পোশাক ছিল ছেড়া ৷ গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গিরপুরে এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে যুবতিকে ৷

পারিবারিক সূত্রে খবর, বছরখানেক আগে গঙ্গারামপুর কালদিঘি এলাকার যুবক পিন্টু সরকারের সঙ্গে আলাপ হয় এই যুবতির ৷ পিন্টু সরকার এলাকার একটি ক্লিনিকে কাজ করে৷ যুবতি ক্লিনিকে যেতেন চিকিৎসার জন্য় ৷ ছেলেটির সঙ্গে আলাপ ওষুধ আনতে যাওয়ার সূত্রেই ৷ কয়েকমাস আগে পিন্টু যুবতিকে প্রেমের প্রস্তাব দেয় । তবে যুবতি সম্মত হননি ৷

এই বিষয়ে মৃত যুবতির বাবা বলরাম রায় বলেন, '' আমার মেয়ে যে সময় মামাবাড়ি যাবে বলে বের হয়েছিল, সেই সময় পিন্টুর ফোন এসেছিল ওর মোবাইলে । বাড়িতে পিন্টু ফোন করে ওষুধ লাগবে কি না জিজ্ঞাসাও করত ৷ আমার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য মালদা নিয়ে যাবে বলেছিল পিন্টু । টাকাপয়সা জোগাড়ও করছিলাম । ও আমার মেয়েকে খুন করেছে আমি জানি ৷ কারণ গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ ওর খোঁজ করতে গেলে বাড়িতে পায়নি, ও ফেরার । '' পিন্টুর কঠোরতম শাস্তির দাবি জানান মৃতার বাবা ৷ যুবতির বোনের দাবি, ''আমার দিদিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ,আমার দিদি সেই প্রস্তাব অস্বীকার করে, তাই মনে হয় আমার দিদিকে খুন করেছে পিন্টু ।''

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু বলেন, ''মৃতদেহ শনাক্ত করা হয়েছে ৷ লিখিতভাবে পিন্টুর নামে অভিযোগ করেছে মৃতের পরিবার । সন্দেহ করা হচ্ছে সেই যুবক-সহ আরও অনেকে মিলে যুবতিকে ধর্ষণ করে খুন করেছে । অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে ৷ "

গঙ্গারামপুর, 10 সেপ্টেম্বর : প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন যুবতি ৷ অভিযোগ, তাই সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে গণধর্ষণ করা হল যুবতিকে ৷ খুনও করা হল ৷ গত শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর পতিরাম এলাকায় আত্মীয়ের বাড়ি যাবেন বলে রওনা দেন যুবতি । তারপর বাড়ি ফেরেননি । পরদিন অর্থাৎ শনিবার সকালে জাহাঙ্গির এলাকার পুনর্ভবা নদীর পাশে গলা কাটা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর সাগরেদদের সঙ্গে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে পিন্টু সরকার নামে যুবক ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ । ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে তাঁর দেহ ৷

শনিবার গলা কাটা অবস্থায় দেহ উদ্ধার হয় যুবতির ৷ পোশাক ছিল ছেড়া ৷ গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গিরপুরে এই ঘটনায় ছড়ায় চাঞ্চল্য ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গণধর্ষণ করে খুন করা হয়েছে যুবতিকে ৷

পারিবারিক সূত্রে খবর, বছরখানেক আগে গঙ্গারামপুর কালদিঘি এলাকার যুবক পিন্টু সরকারের সঙ্গে আলাপ হয় এই যুবতির ৷ পিন্টু সরকার এলাকার একটি ক্লিনিকে কাজ করে৷ যুবতি ক্লিনিকে যেতেন চিকিৎসার জন্য় ৷ ছেলেটির সঙ্গে আলাপ ওষুধ আনতে যাওয়ার সূত্রেই ৷ কয়েকমাস আগে পিন্টু যুবতিকে প্রেমের প্রস্তাব দেয় । তবে যুবতি সম্মত হননি ৷

এই বিষয়ে মৃত যুবতির বাবা বলরাম রায় বলেন, '' আমার মেয়ে যে সময় মামাবাড়ি যাবে বলে বের হয়েছিল, সেই সময় পিন্টুর ফোন এসেছিল ওর মোবাইলে । বাড়িতে পিন্টু ফোন করে ওষুধ লাগবে কি না জিজ্ঞাসাও করত ৷ আমার মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য মালদা নিয়ে যাবে বলেছিল পিন্টু । টাকাপয়সা জোগাড়ও করছিলাম । ও আমার মেয়েকে খুন করেছে আমি জানি ৷ কারণ গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ ওর খোঁজ করতে গেলে বাড়িতে পায়নি, ও ফেরার । '' পিন্টুর কঠোরতম শাস্তির দাবি জানান মৃতার বাবা ৷ যুবতির বোনের দাবি, ''আমার দিদিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল ,আমার দিদি সেই প্রস্তাব অস্বীকার করে, তাই মনে হয় আমার দিদিকে খুন করেছে পিন্টু ।''

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডু বলেন, ''মৃতদেহ শনাক্ত করা হয়েছে ৷ লিখিতভাবে পিন্টুর নামে অভিযোগ করেছে মৃতের পরিবার । সন্দেহ করা হচ্ছে সেই যুবক-সহ আরও অনেকে মিলে যুবতিকে ধর্ষণ করে খুন করেছে । অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে ৷ "

Intro:প্রেম প্রত্যাখ্যান করায় যুবতিকে ধর্ষণ করে খুন গঙ্গারামপুরে ।।
গঙ্গারামপুর ;১০ সেপ্টেম্বর ;-৭২ ঘন্টা পর অবশেষে নাম পরিচয় মিললও জাহাঙ্গিরপুরে খুন হওয়া যুবতির ।পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম জবা রায় ২৩ ।তার বাড়ি গঙ্গারামপুর থানার কাটা বাড়ি এলাকার সিং-ফরকাতে । আরও জানা গেছে গত শুক্রবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয় মামার বাড়ি পতিরাম এলাকায় যাবার জন্য ।কিন্তু তার পর আর ঐ জুবতি বাড়ি ফেরেনি ।পরদিন শনিবার সকালে জাহাঙ্গির এলাকার পুনরভবা নদীর পাশে গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় ,স্থানিওদের অনুমান ছিল ধর্ষণ করে ঐ যুবতিকে খুন করা হয়েছে ।ঐ যুবতির অর্ধ নগ্ন দেহ দেখেই সেই বিষয়টি অনুমান হয় ।পুলিশ তদন্তে নেমে জানতে পারে প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পরেইএই ঘটনা ঘটিয়েছে পিন্টু সরকার নামে যুবক ,সমস্ত ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ ।এদিকে ধর্ষণ করে খুন হওয়া যুবতির দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট যাচ্ছে মৃতের পরিবার ।
পুলিশ সূত্রে খবর গত শনিবার গলাকাটা ও জামাকাপড় ছেড়া অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গঙ্গারামপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুনর্ভবা নদীর তীরে গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীর পুরের ঘটনা। স্থানীয় পুনরভবা নদীর কাছে যুবতীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দেয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নদীর ধারে ধর্ষণ ও খুনের পর মৃতদেহ সেখানে ফেলে দিয়ে গিয়েছে। মৃতদেহের গলা কাটা ও পড়নের জামাকাপড় অসংলগ্ন অবস্থায় ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পারিবারিক সূত্রে জানা যায় মৃত জবা রায় অনেকদিন ধরে অসুস্থ থাকার সুবাদে বছরখানেক আগে গঙ্গারামপুর কালদিঘি এলাকার যুবক পিন্টু সরকারের সঙ্গে আলাপ হয় এই যুবতির ,পিন্টূ সরকার গঙ্গারামপুর কালদিঘি এলাকার একটি ক্লিনিকে কাজ করে ।অনেকবার ঐ যুবতি একায় যেত ওষুধ আনার জন্য । কিন্তু কয়েকমাস আগে ক্লিনিকে থাকা পিন্টূ সরকার ঐ যুবতীকে প্রেমের জন্য প্রস্তাব দেয় ।যুবতি সেই প্রস্তাব অস্বীকার করে দেয় ।
এই বিষয়ে মৃত যুবতির বাবা বলরাম রায় জানান আমার চার মেয়ে ।মৃত জবা রায় আমার মেজো মেয়ে । বাড়ির মোবাইলে নেট না থাকার জন্য টাকা ভরানোর পরে ফেসবুকে তার ছোট মেয়ে দেখে তার দিদির ছবি দেখে চিনতে পারে ।মৃত জবা রায় গত শুক্রবার মামার বাড়ি যাবার উদ্দেশ্যে বের হলেও মামার বাড়ি ঐ সময়ের মধ্যে যায় নি ।আমার মেয়ে যে সময় মামার বাড়ি যাবে বলে বের হয় সেই সময় পিন্টু সরকারের ফোন এসেছিল আমার মেয়ের মোবাইলে ।বাড়িতে পিন্টু ফোন করে ওষুধ লাগবে নাকি মাঝে মধ্যে ফোন করত ,এই পিন্টু গঙ্গারামপুর কালদিঘি এলাকার একটি ক্লিনিকে কাজ করে ।এই পিন্টু সরকার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে চিকিতসার জন্য মালদা নিয়ে যাবে বলে বলেছিল ,সেই মত টাকা পয়সা জোগাড়ও করছিলাম ।পিন্টু সরকার আমার মেয়েকে খুন করেছে আমি জানি ,কারন গতকাল রাতে গঙ্গারামপুর থানার পুলিশ তার খোঁজ করতে গেলে তাকে বাড়িতে পায় নি ,সে পলাতক ।আমাই পিন্টূ সরকারের শাস্তি চাই কঠোরতম ।
মৃত জবা রায়ের ছোট বোন হিমানি রায় জানান আমার দিদিকে এই পিন্টু সরকার খুন করেছে ,কারন পিন্টু সরকার আমার দিদিকে প্রেমের প্রতাব দেয় ,আমার দিদি সেই প্রস্তাব অস্বীকার করে ,সেই কারনেই হয়তো আমার দিদিকে খুন করেছে ।
গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুন্ডূ জানান গত শনিবার গলাকাটা ও জামাকাপড় ছেড়া অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গঙ্গারামপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুনর্ভবা নদীর তীরে গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীর পুরের ঘটনা। মৃতদেহ সনাক্ত করা গেছে এবং সন্দেহ করা যাচ্ছে একজনের সঙ্গে মেয়েটির ভালবাসা ছিল ,লিখিতভাবে অভিযোগ করেছে মৃতের পরিবার। সন্দেহ করা হচ্ছে সেই যুবক সহ আরও অনেকে মিলে যুবতিকে ধর্ষণ করে খুন করেছে বলে অনুমান ।আসামির খোঁজে তল্লাশি চলছে ।আসা করছি খুব তাড়াতাড়ি আসামী সহ তার সাগরেদ রা ধরা পড়বে ।

Body:প্রেম প্রত্যাখ্যান করায় যুবতিকে ধর্ষণ করে খুন গঙ্গারামপুরে Conclusion:প্রেম প্রত্যাখ্যান করায় যুবতিকে ধর্ষণ করে খুন গঙ্গারামপুরে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.