ETV Bharat / state

স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ - স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ

গঙ্গারামপুরে একটি স্কুল থেকে এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল । তাঁর নাম মল্লিকা কুণ্ডু মজুমদার । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই শিক্ষিকা ।

স্কুল থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ
author img

By

Published : Nov 11, 2019, 11:30 PM IST

গঙ্গারামপুর, 11 নভেম্বর : স্কুলের অফিসঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক স্কুল শিক্ষিকার দেহ ৷ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এস এস কে স্কুলের ঘটনা ৷ মৃত শিক্ষিকার নাম মল্লিকা কুণ্ডু মজুমদার (55) ৷ বাড়ি গঙ্গারামপুর থানার দত্তপুর এলাকায় ৷ পুলিশের সন্দেহ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

জানা গেছে, মল্লিকা প্রতিদিন স্কুলে আসতেন, কিন্তু কারও সঙ্গে ঠিক মতো কথা বলতেন না । প্রায় 20 বছর ধরে ওই স্কুলে চাকরি করতেন তিনি । তাঁর স্বামীর নাম তপন মজুমদার ৷ গঙ্গারামপুর পৌরসভার দত্তপুর এলাকায় স্বামী ও ছেলের সঙ্গে থাকতেন তিনি ৷ ঘটনার দিন বিকাল সাড়ে 4 টে নাগাদ স্কুল থেকে সবাই বেরিয়ে গেলেও মল্লিকা যাননি । 5টা নাগাদ স্থানীয় কয়েকজন স্কুলের অফিসঘরে মল্লিকার দেহ ঝুলতে দেখেন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

গঙ্গারামপুর, 11 নভেম্বর : স্কুলের অফিসঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক স্কুল শিক্ষিকার দেহ ৷ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর এস এস কে স্কুলের ঘটনা ৷ মৃত শিক্ষিকার নাম মল্লিকা কুণ্ডু মজুমদার (55) ৷ বাড়ি গঙ্গারামপুর থানার দত্তপুর এলাকায় ৷ পুলিশের সন্দেহ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

জানা গেছে, মল্লিকা প্রতিদিন স্কুলে আসতেন, কিন্তু কারও সঙ্গে ঠিক মতো কথা বলতেন না । প্রায় 20 বছর ধরে ওই স্কুলে চাকরি করতেন তিনি । তাঁর স্বামীর নাম তপন মজুমদার ৷ গঙ্গারামপুর পৌরসভার দত্তপুর এলাকায় স্বামী ও ছেলের সঙ্গে থাকতেন তিনি ৷ ঘটনার দিন বিকাল সাড়ে 4 টে নাগাদ স্কুল থেকে সবাই বেরিয়ে গেলেও মল্লিকা যাননি । 5টা নাগাদ স্থানীয় কয়েকজন স্কুলের অফিসঘরে মল্লিকার দেহ ঝুলতে দেখেন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ৷ মৃতদেহ গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষিকা ৷

Intro:স্কুলের অফিস ঘরে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী এক স্কুল শিক্ষিকা ।।
গঙ্গারামপুর ;- সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রামচন্দ্রপুর SSK স্কুলে । পুলিস সূত্রে জানাগিয়েছে মৃত শিক্ষিকার নাম মল্লিকা কুন্ডু মজুমদার ৫৫ , বাড়ি গঙ্গারামপুর থানার দত্তপারা এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানাগিয়েছে সোমবার দুপুরে স্কুলে আসত ,কিন্তু কারও সঙ্গে কথা ঠিক মত বলত না । প্রায় ১৫-২০ বছর ধরে রামচন্দ্রপুর SSK স্কুলে চাকরি করে মল্লিকা কুন্ডূ মজুমদার । স্বামি তপন মজুমদার গঙ্গারামপুর পুরসভার দত্ত পারা এলাকায় স্বামি ছেলে সহ সবার সঙ্গে থাকতো । বিকাল ৪.৩০ নাগাদ স্কুলের সবাই বেরিয়ে যায় ,কিন্তু দিদিমনি স্কুলে প্রায় অনেক্ষন ধরে বসে থাকতো । বিকাল পাঁচটা নাগাদ ঐ এলাকার লোকজন দেখতে পায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দিদিমনি । কিন্তু কি কারনে করলো তা নিয়ে এলাকার লোকজন সবাই অবাক ।খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ । মৃতদেহ স্কুলের অফিস ঘর থেকে বের করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায় ,আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে বালুরঘাট হাসপাতালে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে প্রায় ১৫-২০ বছর ধরে রামচন্দ্রপুর SSK স্কুলে চাকরি করে মল্লিকা কুন্ডূ মজুমদার । স্বামি তপন মজুমদার গঙ্গারামপুর পুরসভার দত্ত পারা এলাকায় বাড়ি । প্রতিদিনের মত সোমবার ও স্কুলে এশেছিল ।স্কুলে ছুটি হবার পরে অফিস ঘরের দরজা বন্ধ করে গলায় ফাস দিয়ে আত্মঘাতী হয় এই শিক্ষিকা । ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ,মঙ্গলবার ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিস।



Body:স্কুলের অফিস ঘরে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী এক স্কুল শিক্ষিকা ।।Conclusion:স্কুলের অফিস ঘরে গলায় ফাস লাগিয়ে আত্মঘাতী এক স্কুল শিক্ষিকা ।।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.