ETV Bharat / state

বালুরঘাট হাসপাতালে রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষণ

হাসপাতালে গেলে শয্যা নিয়ে সমস্যায় পড়তে হয় রূপান্তরকামীদের ৷ দীর্ঘদিন ধরে শয্যা সংরক্ষণের দাবি জানাচ্ছিলেন বালুরঘাটের রূপান্তরকামীরা ৷ তাঁদের কথা মাথায় রেখে বালুরঘাট সদর হাসপাতালে দু’টি শয্যা সংরক্ষণ করা হল ৷

Transgender got bed in balurghat hospital
বালুরঘাট হাসপাতাল
author img

By

Published : Feb 12, 2020, 4:46 AM IST

বালুরঘাট, 11 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল । বালুরঘাট হাসপাতালে রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করল জেলা স্বাস্থ্য বিভাগ । এখন থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের জন্য দু’টি শয্যা সংরক্ষিত করা থাকবে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের নিচের তলায় মেডিসিন ব্লকে রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষিত থাকবে । আগামীদিনে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করার চিন্তাভাবনা করা হচ্ছে ।

দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকে 400-র বেশি রূপান্তরকামী রয়েছে । সমাজে চলার পথে তারা বিভিন্ন সময় নানা ধরনের সমস্যায় পড়ে । এদিকে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে সাধারণ মানুষের সঙ্গে থাকতে গিয়েও সমস্যা হয় । তাদের কে কোন ওয়ার্ডে ভর্তি হবে তা নিয়েও সমস্যা দেখা দেয় । যার ফলে রূপান্তরকামীরা হাসপাতালে আলাদা শয্যার দাবি জানিয়েছিল । গত সপ্তাহে একটি অনুষ্ঠানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কুসুমিকা দে মিত্রের কাছে রূপান্তরকামীরা শয্যার বিষয়টি জানান । এরপর কুসুমিকাদেবী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পুরো বিষয়টি জানান । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা করা হয় । বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের চিকিৎসার জন্য দু’টি শয্যা সংরক্ষিত রাখা হচ্ছে । শয্যার পাশাপাশি পৃথক শৌচালয় ও আইনি পরিষেবার দাবি জানিয়েছেন রূপান্তরকামীরা । স্বাস্থ্য দপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ রূপান্তরকামীদের অন্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ।

এই বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র জানান, "গত সপ্তাহে বুনিয়াদপুরের একটি অনুষ্ঠানে রূপান্তরকামীরা বেশ কিছু দাবি জানিয়েছিল । সেই দাবিগুলির মধ্যে হাসপাতালের শয্যার বিষয়টিও ছিল । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা প্রস্তাব রাখি । তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করেছেন ৷ তাদের বাকি দাবিগুলিও খুব দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ।"

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর "নতুন আলো সোসাইটি"-র কর্ণধার জয়িতা মণ্ডল বলেন, "রূপান্তরকামীদের অনেক মৌলিক অধিকার রয়েছে । যেগুলি এখনও আদায় করে উঠতে পারেনি তারা । হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে শয্যা নিয়ে সমস্যা হত । বাধ্য হয়ে আমাদের ওষুধ দিয়ে ছেড়ে দিত হত । তবে আজ জেলা স্বাস্থ্য দপ্তর যে পদক্ষেপ করেছে তাতে খুব খুশি হয়েছি । উত্তরবঙ্গে সম্ভবত এই প্রথম বালুরঘাট হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এখন থেকে আমাদের আর সমস্যা হবে না । স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগের ফলে নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছি । আশা করছি আগামী দিনে বাকি সব দাবি পূরণ হবে।"

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, রূপান্তরকামীদের জন্য দু’টি শয্যা চিহ্নিত করা হয়েছে । একতলার মেডিসিন ব্লকেই পুরুষদের ওয়ার্ডে করা হয়েছে । পরবর্তীকালে রোগীর সংখ্যা অনুযায়ী শয্যা বাড়ানো হবে। সেটা ব্লক হাসপাতালে সম্ভব নয় । তবে আগামী দিনে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও করা যায় কি না তা তারা চিন্তাভাবনা করে দেখবেন বলে জানান স্বাস্থ্য আধিকারিক ।

রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষণ করল বালুরঘাট হাসপাতাল

বালুরঘাট, 11 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল । বালুরঘাট হাসপাতালে রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করল জেলা স্বাস্থ্য বিভাগ । এখন থেকে বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের জন্য দু’টি শয্যা সংরক্ষিত করা থাকবে । বালুরঘাট জেলা সদর হাসপাতালের নিচের তলায় মেডিসিন ব্লকে রূপান্তরকামীদের জন্য আসন সংরক্ষিত থাকবে । আগামীদিনে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষিত করার চিন্তাভাবনা করা হচ্ছে ।

দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকে 400-র বেশি রূপান্তরকামী রয়েছে । সমাজে চলার পথে তারা বিভিন্ন সময় নানা ধরনের সমস্যায় পড়ে । এদিকে অসুস্থ হয়ে গেলে হাসপাতালে সাধারণ মানুষের সঙ্গে থাকতে গিয়েও সমস্যা হয় । তাদের কে কোন ওয়ার্ডে ভর্তি হবে তা নিয়েও সমস্যা দেখা দেয় । যার ফলে রূপান্তরকামীরা হাসপাতালে আলাদা শয্যার দাবি জানিয়েছিল । গত সপ্তাহে একটি অনুষ্ঠানে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদিকা কুসুমিকা দে মিত্রের কাছে রূপান্তরকামীরা শয্যার বিষয়টি জানান । এরপর কুসুমিকাদেবী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পুরো বিষয়টি জানান । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতালে আলাদা শয্যার ব্যবস্থা করা হয় । বালুরঘাট জেলা হাসপাতালে রূপান্তরকামীদের চিকিৎসার জন্য দু’টি শয্যা সংরক্ষিত রাখা হচ্ছে । শয্যার পাশাপাশি পৃথক শৌচালয় ও আইনি পরিষেবার দাবি জানিয়েছেন রূপান্তরকামীরা । স্বাস্থ্য দপ্তর ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ রূপান্তরকামীদের অন্য দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ।

এই বিষয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কুসুমিকা দে মিত্র জানান, "গত সপ্তাহে বুনিয়াদপুরের একটি অনুষ্ঠানে রূপান্তরকামীরা বেশ কিছু দাবি জানিয়েছিল । সেই দাবিগুলির মধ্যে হাসপাতালের শয্যার বিষয়টিও ছিল । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আমরা প্রস্তাব রাখি । তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করেছেন ৷ তাদের বাকি দাবিগুলিও খুব দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ।"

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর "নতুন আলো সোসাইটি"-র কর্ণধার জয়িতা মণ্ডল বলেন, "রূপান্তরকামীদের অনেক মৌলিক অধিকার রয়েছে । যেগুলি এখনও আদায় করে উঠতে পারেনি তারা । হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে শয্যা নিয়ে সমস্যা হত । বাধ্য হয়ে আমাদের ওষুধ দিয়ে ছেড়ে দিত হত । তবে আজ জেলা স্বাস্থ্য দপ্তর যে পদক্ষেপ করেছে তাতে খুব খুশি হয়েছি । উত্তরবঙ্গে সম্ভবত এই প্রথম বালুরঘাট হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এখন থেকে আমাদের আর সমস্যা হবে না । স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগের ফলে নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছি । আশা করছি আগামী দিনে বাকি সব দাবি পূরণ হবে।"

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, রূপান্তরকামীদের জন্য দু’টি শয্যা চিহ্নিত করা হয়েছে । একতলার মেডিসিন ব্লকেই পুরুষদের ওয়ার্ডে করা হয়েছে । পরবর্তীকালে রোগীর সংখ্যা অনুযায়ী শয্যা বাড়ানো হবে। সেটা ব্লক হাসপাতালে সম্ভব নয় । তবে আগামী দিনে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালেও করা যায় কি না তা তারা চিন্তাভাবনা করে দেখবেন বলে জানান স্বাস্থ্য আধিকারিক ।

রূপান্তরকামীদের জন্য শয্যা সংরক্ষণ করল বালুরঘাট হাসপাতাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.