বালুরঘাট, 26 জানুয়ারি: সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরেও পালিত হল ৭২তম সাধারণতন্ত্র দিবস। মঙ্গলবার সকাল 9টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিখিল নির্মল। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশসুপার দেবর্ষি দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।
সাধারণতন্ত্র দিবসে মঙ্গলবার সকাল ন'টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নিখিল নির্মল। পতাকা উত্তোলনের পর ভাষণ দেন জেলাশাসক। এরপরই জাতীয় পতাকাকে সম্মান জানাতে হর্স ফায়ার করে পুলিশ। এ দিনের হর্স ফায়ারে ৩০জন পুলিশ কর্মী অংশগ্রহণ করেন।
রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স-সহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করে। এর পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্প ট্যাবলো আকারে প্রদর্শন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন নৃত্য দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয়।
আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবস নেতাজিকে উৎসর্গ মমতার
অন্যদিকে, সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্ত-সহ সারা জেলা জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নাশকতা রুখতে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, বালুরঘাটে আসা ও বালুরঘাট থেকে যাওয়া সব ধরনের গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।