ETV Bharat / state

মন্ত্রী হয়ে ফিরলেন জেলায়, বৃষ্টিতেই শুভেচ্ছার জোয়ারে বিপ্লব মিত্র - বিপ্লব মিত্র

মন্ত্রী হয়ে জেলায় ফিরতেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন বিপ্লব মিত্র ৷ বৃষ্টি উপেক্ষা করে তাঁকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান অনুগামীরা ৷

public celebrates minister biplab mitra's home coming
মন্ত্রী হয়ে ফিরলেন জেলায়, বৃষ্টিতেই শুভেচ্ছার জোয়ারে বিপ্লব মিত্র
author img

By

Published : May 13, 2021, 6:36 AM IST

বংশিহারী, 13 মে: মন্ত্রী হয়ে জেলায় ফিরতেই শুভেচ্ছায় ভাসলেন বিপ্লব মিত্র। বৃষ্টি উপেক্ষা করেই গতকাল তাঁর অনুগামীরা শুভেচ্ছা জানাতে ভিড় জমান । কেউ তাঁর গলায় মালা পরিয়ে দেন, তো কেউ আবার হাতে তুলে দেন পুষ্প স্তবক । মন্ত্রী হয়ে জেলায় ফিরতেই বিপ্লব মিত্রকে নিয়ে হইচই পড়ে যায় এলাকাজুড়ে ।

এর আগে তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন । প্রথমবার বিধায়ক হয়েও মন্ত্রীত্ব পাননি । দ্বিতীয়বার পরাজিত হয়েছিলেন । মাঝে এক বছর বিজেপিতে ছিলেন । এরপর ফের ফিরে আসেন তৃণমূলে । একুশের বিভানসভা নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়াই করেন বিপ্লব মিত্র । জয় পান । তাঁকে কৃষি ও বিপণন দফতরের পূর্ণ মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতেই জেলায় ফিরেছেন বিপ্লব মিত্র । এ দিন সকাল থেকেই বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঞ্চ বাঁধার কাজ চলছিল জোরকদমে । যদিও বৃষ্টির জেরে তা বানচাল হয় । শেষ পর্যন্ত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় দলের কর্মী-সমর্থকদের তরফে ।

আরও পড়ুন: সেন্ট্রাল ভিস্তা বন্ধ করে অক্সিজেন-টিকা কিনুন, মোদিকে চিঠি বিরোধীদের

শুভেচ্ছার জোয়ারে ভেসে উচ্ছ্বসিত মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "করোনা পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় কাজ কোভিডের সঙ্গে লড়াই করা । সকলকে একজোট হয়ে কোভিডের সঙ্গে লড়াই করে মানুষকে বাঁচাতে হবে ।"

বংশিহারী, 13 মে: মন্ত্রী হয়ে জেলায় ফিরতেই শুভেচ্ছায় ভাসলেন বিপ্লব মিত্র। বৃষ্টি উপেক্ষা করেই গতকাল তাঁর অনুগামীরা শুভেচ্ছা জানাতে ভিড় জমান । কেউ তাঁর গলায় মালা পরিয়ে দেন, তো কেউ আবার হাতে তুলে দেন পুষ্প স্তবক । মন্ত্রী হয়ে জেলায় ফিরতেই বিপ্লব মিত্রকে নিয়ে হইচই পড়ে যায় এলাকাজুড়ে ।

এর আগে তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন । প্রথমবার বিধায়ক হয়েও মন্ত্রীত্ব পাননি । দ্বিতীয়বার পরাজিত হয়েছিলেন । মাঝে এক বছর বিজেপিতে ছিলেন । এরপর ফের ফিরে আসেন তৃণমূলে । একুশের বিভানসভা নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়াই করেন বিপ্লব মিত্র । জয় পান । তাঁকে কৃষি ও বিপণন দফতরের পূর্ণ মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতেই জেলায় ফিরেছেন বিপ্লব মিত্র । এ দিন সকাল থেকেই বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঞ্চ বাঁধার কাজ চলছিল জোরকদমে । যদিও বৃষ্টির জেরে তা বানচাল হয় । শেষ পর্যন্ত জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয় দলের কর্মী-সমর্থকদের তরফে ।

আরও পড়ুন: সেন্ট্রাল ভিস্তা বন্ধ করে অক্সিজেন-টিকা কিনুন, মোদিকে চিঠি বিরোধীদের

শুভেচ্ছার জোয়ারে ভেসে উচ্ছ্বসিত মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, "করোনা পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় কাজ কোভিডের সঙ্গে লড়াই করা । সকলকে একজোট হয়ে কোভিডের সঙ্গে লড়াই করে মানুষকে বাঁচাতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.