ETV Bharat / state

অপহরণের তদন্তে নেমে খুনের কিনারা পুলিশের, গ্রেফতার অপহরণকারী ও অপহৃত

author img

By

Published : May 29, 2021, 10:03 PM IST

ধৃতদের নাম সুজন বিশ্বাস এবং মদন শর্মা । দু’জনকেই শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বাসিন্দা পেশায় লরিচালক মদন শর্মা ও তার সঙ্গী সুজন বিশ্বাস লরি নিয়ে আলিপুরদুয়ারের কালচিনি যায় । পথে হরিয়ানার এক আফিম পাচারকারীকে গাড়িতে তোলে । এরপর সুজন ও মদন দু’জনে মিলে হরিয়ানার বাসিন্দা ওই আফিম পাচারকারীকে খুন করে ।

গ্রেফতার অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দু’জনেই
গ্রেফতার অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দু’জনেই

রায়গঞ্জ, 29 মে : এ যেন ছিল রুমাল হল বিড়ালের মতো ঘটনা ৷ অপহরণের ঘটনার তদন্তে নেমে অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দু‘জনকেই খুনের অভিযোগে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷ কালচিনির আফিম পাচারকারী খুনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয় ৷

ধৃতদের নাম সুজন বিশ্বাস এবং মদন শর্মা । দু’জনকেই শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বাসিন্দা পেশায় লরিচালক মদন শর্মা ও তার সঙ্গী সুজন বিশ্বাস লরি নিয়ে আলিপুরদুয়ারের কালচিনি যায় । পথে হরিয়ানার এক আফিম পাচারকারীকে গাড়িতে তোলে । এরপর সুজন ও মদন দু’জনে মিলে হরিয়ানার বাসিন্দা ওই আফিম পাচারকারীকে খুন করে ।

ঘটনার তদন্তে নেমে সুজনকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ । তার তিন মাস জেলও হয় । এদিকে অপর অভিযুক্ত গা ঢাকা দিয়ে রায়গঞ্জে এসে বসবাস শুরু করে । তিনমাস জেল খাটার পর সুজন বিশ্বাস করনদিঘিতে ফিরে আসে । গত 26 মে সুজন মদনের সঙ্গে যোগাযোগ করে তাকে রায়গঞ্জ থানার ভাঙাবাড়িতে এক চায়ের দোকানে ডেকে নেয় ৷ তারপর থেকে আর খোঁজ মেলেনি মদনের । এই ঘটনা নিয়ে মদন শর্মার পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় সুজনের বিরুদ্ধে মদনকে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন : বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

অপহরণের ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ । শুক্রবার রাতে করনদিঘি থানার রসাখোয়া এলাকার ভোপালহাট থেকে অপহৃত মদন শর্মাকে উদ্ধার এবং অপহরণকারী সুজন বিশ্বাসকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ । তাদের দু‘জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদ উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ আলিপুরদুয়ারের কালচিনির আফিম পাচারকারী খুনের ঘটনার রহস্যের গিঁট খুলতে থাকে । জানা যায় কালচিনির খুনের ঘটনায় সুজন ও মদন দু’জনেই যুক্ত ছিল । তারপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷

রায়গঞ্জ, 29 মে : এ যেন ছিল রুমাল হল বিড়ালের মতো ঘটনা ৷ অপহরণের ঘটনার তদন্তে নেমে অপহরণকারী ও অপহৃত ব্যক্তি দু‘জনকেই খুনের অভিযোগে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷ কালচিনির আফিম পাচারকারী খুনের ঘটনায় তাদের গ্রেফতার করা হয় ৷

ধৃতদের নাম সুজন বিশ্বাস এবং মদন শর্মা । দু’জনকেই শনিবার রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বাসিন্দা পেশায় লরিচালক মদন শর্মা ও তার সঙ্গী সুজন বিশ্বাস লরি নিয়ে আলিপুরদুয়ারের কালচিনি যায় । পথে হরিয়ানার এক আফিম পাচারকারীকে গাড়িতে তোলে । এরপর সুজন ও মদন দু’জনে মিলে হরিয়ানার বাসিন্দা ওই আফিম পাচারকারীকে খুন করে ।

ঘটনার তদন্তে নেমে সুজনকে গ্রেফতার করে কালচিনি থানার পুলিশ । তার তিন মাস জেলও হয় । এদিকে অপর অভিযুক্ত গা ঢাকা দিয়ে রায়গঞ্জে এসে বসবাস শুরু করে । তিনমাস জেল খাটার পর সুজন বিশ্বাস করনদিঘিতে ফিরে আসে । গত 26 মে সুজন মদনের সঙ্গে যোগাযোগ করে তাকে রায়গঞ্জ থানার ভাঙাবাড়িতে এক চায়ের দোকানে ডেকে নেয় ৷ তারপর থেকে আর খোঁজ মেলেনি মদনের । এই ঘটনা নিয়ে মদন শর্মার পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় সুজনের বিরুদ্ধে মদনকে অপহরণ ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

আরও পড়ুন : বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

অপহরণের ঘটনার তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ । শুক্রবার রাতে করনদিঘি থানার রসাখোয়া এলাকার ভোপালহাট থেকে অপহৃত মদন শর্মাকে উদ্ধার এবং অপহরণকারী সুজন বিশ্বাসকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ । তাদের দু‘জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদ উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ আলিপুরদুয়ারের কালচিনির আফিম পাচারকারী খুনের ঘটনার রহস্যের গিঁট খুলতে থাকে । জানা যায় কালচিনির খুনের ঘটনায় সুজন ও মদন দু’জনেই যুক্ত ছিল । তারপরই দু’জনকে গ্রেফতার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.