বালুরঘাট, 23 জানুয়ারি : "অসমের মানুষ পারেনি ৷ তবে বাংলার মানুষকে চোখ দেখালে কী করতে হয় তা ভালোই জানে এই রাজ্যের মানুষ ৷" গতকাল বালুরঘাটে বইমেলার উদ্বোধনে এসে CAA প্রসঙ্গে এই কথাই বললেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরি ৷
গতকালই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে জমা পড়া 144 টি পিটিশনের শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে নিজেদের মত জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ গঠন করা হয় চার সদস্যের সাংবিধানিক বেঞ্চও ৷ এ-বিষয়ে গতকাল সিদিক্কুলা চৌধুরিকে প্রশ্ন করলে তিনি বলেন, "সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন করে সাধারণ মানুষকে উচ্ছেদ করবেন, এমনটা হতে পারে না ।" পাশাপাশি CAA-র প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি ৷
প্রসঙ্গত, বালুরঘাট হাই স্কুল মাঠে গতকাল থেকেই শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা 24 তম বইমেলা । বই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । বইমেলা উদ্বোধনের পর গতকাল বিকেলে কুমারগঞ্জের সুন্দরপুরে যান NRC ও CAA-র প্রতিবাদে সমাবেশ করতে । আগামী দিনে এই প্রতিবাদ যে আরও বৃহত্তর হতে চলছে গতকাল তৃণমূলের তরফে সেই বার্তাই দিলেন তিনি । তিনি বলেন, " NRC ও CAA-র প্রতিবাদে 27 জানুয়ারি বিধানসভায় সর্বদলীয় বৈঠক হবে । সেখানে এই আইনের বিরোধিতায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে । পশ্চিমবঙ্গ সরকারের এই প্রস্তাবে দেশের 16-17 টি রাজ্য শামিল হতে চলেছে । "