ETV Bharat / state

চোখ দেখালে বাংলার মানুষ তার জবাব দিতে জানে : সিদ্দিকুল্লা - NRC

গতকাল বালুরঘাটের জেলার 24 তম বইমেলার উদ্বোধনে গেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ৷ সেখান থেকেও CAA ও NRC -র বিরুদ্ধে মুখ খুললেন এই তৃণমূল নেতা ৷

Siddikulla
গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি
author img

By

Published : Jan 23, 2020, 9:02 AM IST

Updated : Jan 23, 2020, 3:09 PM IST

বালুরঘাট, 23 জানুয়ারি : "অসমের মানুষ পারেনি ৷ তবে বাংলার মানুষকে চোখ দেখালে কী করতে হয় তা ভালোই জানে এই রাজ্যের মানুষ ৷" গতকাল বালুরঘাটে বইমেলার উদ্বোধনে এসে CAA প্রসঙ্গে এই কথাই বললেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরি ৷

গতকালই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে জমা পড়া 144 টি পিটিশনের শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে নিজেদের মত জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ গঠন করা হয় চার সদস্যের সাংবিধানিক বেঞ্চও ৷ এ-বিষয়ে গতকাল সিদিক্কুলা চৌধুরিকে প্রশ্ন করলে তিনি বলেন, "সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন করে সাধারণ মানুষকে উচ্ছেদ করবেন, এমনটা হতে পারে না ।" পাশাপাশি CAA-র প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি ৷

প্রসঙ্গত, বালুরঘাট হাই স্কুল মাঠে গতকাল থেকেই শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা 24 তম বইমেলা । বই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । বইমেলা উদ্বোধনের পর গতকাল বিকেলে কুমারগঞ্জের সুন্দরপুরে যান NRC ও CAA-র প্রতিবাদে সমাবেশ করতে । আগামী দিনে এই প্রতিবাদ যে আরও বৃহত্তর হতে চলছে গতকাল তৃণমূলের তরফে সেই বার্তাই দিলেন তিনি । তিনি বলেন, " NRC ও CAA-র প্রতিবাদে 27 জানুয়ারি বিধানসভায় সর্বদলীয় বৈঠক হবে । সেখানে এই আইনের বিরোধিতায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে । পশ্চিমবঙ্গ সরকারের এই প্রস্তাবে দেশের 16-17 টি রাজ্য শামিল হতে চলেছে । "

বালুরঘাট, 23 জানুয়ারি : "অসমের মানুষ পারেনি ৷ তবে বাংলার মানুষকে চোখ দেখালে কী করতে হয় তা ভালোই জানে এই রাজ্যের মানুষ ৷" গতকাল বালুরঘাটে বইমেলার উদ্বোধনে এসে CAA প্রসঙ্গে এই কথাই বললেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরি ৷

গতকালই নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে জমা পড়া 144 টি পিটিশনের শুনানি হয় সুপ্রিম কোর্টে ৷ কেন্দ্রকে চার সপ্তাহের মধ্যে নিজেদের মত জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ গঠন করা হয় চার সদস্যের সাংবিধানিক বেঞ্চও ৷ এ-বিষয়ে গতকাল সিদিক্কুলা চৌধুরিকে প্রশ্ন করলে তিনি বলেন, "সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন করে সাধারণ মানুষকে উচ্ছেদ করবেন, এমনটা হতে পারে না ।" পাশাপাশি CAA-র প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি ৷

প্রসঙ্গত, বালুরঘাট হাই স্কুল মাঠে গতকাল থেকেই শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা 24 তম বইমেলা । বই মেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । বইমেলা উদ্বোধনের পর গতকাল বিকেলে কুমারগঞ্জের সুন্দরপুরে যান NRC ও CAA-র প্রতিবাদে সমাবেশ করতে । আগামী দিনে এই প্রতিবাদ যে আরও বৃহত্তর হতে চলছে গতকাল তৃণমূলের তরফে সেই বার্তাই দিলেন তিনি । তিনি বলেন, " NRC ও CAA-র প্রতিবাদে 27 জানুয়ারি বিধানসভায় সর্বদলীয় বৈঠক হবে । সেখানে এই আইনের বিরোধিতায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে । পশ্চিমবঙ্গ সরকারের এই প্রস্তাবে দেশের 16-17 টি রাজ্য শামিল হতে চলেছে । "

Intro:আসামের মানুষ পারেনি, বাংলার মানুষকে চোখ দেখালে কি করতে হয় তা ভালো জানে; বালুরঘাটে বললেন সিদ্দিকুল্লা চৌধুরী।।

বালুরঘাট, ২২ জানুয়ারি: আসামের মানুষ পারেনি। বাংলার মানুষকে চোখ দেখালে কি করতে হয় তা ভালো করেই জানে। সংবিধানের মৌলিক অধিকার ক্ষুন্ন করে সাধারণ মানুষকে উচ্ছেদ করবেন, এমনটা হতে পারে না। বুধবার বিকেলে বালুরঘাটের বইমেলার উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে এমন ভাষায় কটাক্ষ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি আরো বলেন এনআরসি ও সিএএ-র প্রতিবাদে তারা লাগাতার আন্দোলন করবেন। এছাড়াও এনআরসি ও সিএএ-র প্রতিবাদে সংগঠিত আন্দোলনে ডাক দেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

প্রসঙ্গত, বালুরঘাট হাই স্কুল মাঠে আজ থেকে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ২৪ তম বইমেলা। বই মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বইমেলার উদ্বোধন করে তিনি এদিন বিকেলে কুমারগঞ্জের সুন্দরপুরে যান এনআরসি ও সিএএ-র প্রতিবাদে সমাবেশ করতে। মূলত এনআরসি ও সিএএ-র প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন চলছে। দক্ষিণ দিনাজপুরের এর প্রতিবাদে মিছিল সমাবেশ করছে তৃণমূল। আগামী দিনেও এনআরসি ও সিএএ-র প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামতে চলছে তৃণমূল।

এদিন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আরো জানান, এনআরসি ও সিএএ-র প্রতিবাদে আগামী ২৭ জানুয়ারি বিধানসভায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এর বিরোধিতায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব আনা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রস্তাবে দেশের ১৬ - ১৭ টি রাজ্য শামিল হতে চলেছে। আইন আইনের মতো জায়গায় রয়েছে এবং প্রস্তাব প্রস্তাবের মত। সবটাই বিজেপির বিরুদ্ধে। এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের ডাক দেন মন্ত্রী। পাশাপাশি মানুষ সচেতন হয়ে উঠুক। এনআরসি ও সিএএ নিয়ে মানুষ ভয় ও আতঙ্কিত না হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ যেন ভয় না পায় তার জন্য সাধারণ মানুষকে বোঝাতে হবে।


Body:Balurghat


Conclusion:Balurghat
Last Updated : Jan 23, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.