বালুরঘাট, 28 এপ্রিল : লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ । দিন আনা দিন খাওয়া মানুষের কাজ নেই । বন্ধ রোজগার । ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদেরও একই অবস্থা । কোনওমতে কিছুদিন চলে গেলেও লকডাউনের একমাস পেরিয়ে যাওয়ায় কার্যত অনাহারে দিন কাটছে তাঁদের । অনেকেই এমন মানুষদের সাহায্য করছেন । ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । কেউ কেউ ছবির নিচে সেসব মানুষের গল্পও লিখে দিচ্ছেন । যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে । তাঁরাও আবার সেসব মানুষকে সাহায্য়ের জন্য এগিয়ে আসছেন । এভাবেই সোশাল মিডিয়ার মাধ্যমে কার্যত একটা চেইন তৈরি করে রোজই দুস্থদের সাহায্য করছেন দক্ষিণ দিনাজপুর জেলার মানুষজন ।
লকডাউনে যাতে সকলে খাবার পান তার জন্য জেলা প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে শুরু থেকেই । মানুষকে বিনামূল্যে রেশনও দেওয়া হয়েছে । কিন্তু সেই রেশন ফুরাতে সময় লাগেনি । ফলে ফের অর্ধাহারে দিন কাটাচ্ছে বহু পরিবার । তাদের সাহায্যে এগিয়ে এসেছে বেশ কিছু সেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি সংগঠন । তাদের পোস্ট করা ত্রাণের ছবি দেখে আবার এগিয়ে এসেছেন বালুরঘাটের মানুষজন । নিজের নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন তাঁরা ।
বালুরঘাট বিশ্বাসপাড়া এলাকায় অমলেন্দু বিশ্বাসের পরিবার গতকাল 20 টি দুস্থ পরিবারের হাতে চাল, গম, সবজিসহ অন্যান্য সামগ্রী তুলে দেয় । গতকাল সকালে বালুরঘাটের একটি ক্লাবের তরফে থেকে প্রায় 250 জন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করা হয় । বালুরঘাট পৌরসভার বিদায়ী চেয়ারম্যান রাজেন শীল 11 নম্বর ওয়ার্ডের প্রায় 4০০ টি পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দেন । অন্য়দিকে, পতিরাম নাগরিক ও যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে লকডাউনের শুরু থেকেই দুস্থ মানুষজনকে সাহায্য় করা হচ্ছে । কখনও তাঁদের মধ্যে রেশন সামগ্রী, কখনও হ্যান্ড স্যানিটাইজ়ার তো কখনও মাস্ক দেওয়া হচ্ছে তাঁদের ।
হিলিতে একটি সংগঠনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে দুস্থদের রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে । বিগত 15 দিন ধরে বালুরঘাটের শ্যামলী ব্রড ব্যান্ড ও তার টিম প্রত্যন্ত গ্রামে গিয়ে দুস্থদের সাহায্য় করছে । তারা ত্রাণ বিলির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করায় তা দেখে অনুপ্রাণিত হয়ে আবার অনেকে এগিয়ে এসেছেন । বালুরঘাট আর্য্য সমিতি এলাকায় একটি মন্দির কমিটির পক্ষ থেকে দুস্থদের বিনামূল্যে সবজি বিতরণ করা হচ্ছে ।
শুধুমাত্র বালুরঘাট নয়, হিলি, কুমারগঞ্জ বংশীহারী, তপনসহ দক্ষিণ দিনাজপুরের অন্যান্য ব্লকগুলিতেও সাধারণ মানুষ নানাভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন । এবিষয়ে শ্যামলী ব্রড ব্যান্ডের কর্ণধার সার্বিক চক্রবর্তী জানান, বেশকিছুদিন ধরেই তাঁরা গ্রামে গিয়ে গিয়ে অসহায় মানুষজনের মধ্যে রেশন সামগ্রী তুলে দিচ্ছেন এবং সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করছেন । যাতে সেই ছবি দেখে অন্যরাও উদ্বুদ্ধ হন ।
অন্য দিকে বালুরঘাট কলেজের অধ্যাপক দুলাল বর্মণ জানান, তিনি ব্যক্তিগতভাবে বেশ কয়েকদিন রেশন সামগ্রী দিয়ে সাহায্য করেছেন স্থানীয় অনেককে । সেই ছবি তিনিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন । যাতে অন্যরাও এই প্যানডেমিক পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় ।