বংশীহারি, 29 জুন : গতকাল রাত থেকে বারংবার বৃষ্টিতে বুনিয়াদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু করেছে । নিকাশি ব্যবস্থা পদস্থ না হওয়ার জন্য রাস্তার উপরই জল দাঁড়িয়ে গিয়েছে এর মধ্যেই ৷ পাঁচ বছর আগে 2017 সালে গঠিত হয়েছে পৌরসভা ৷ তারপরও সমস্যার সমাধান হয়নি ৷ এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় জল দাঁড়ানোর সমস্যা থাকলেও গত পাঁচ বছরে এখানে কোনও হাইড্রেন তৈরি হয়নি ৷
পাঁচ বছরে পুরসভা গঠিত হলেও এখনও পর্যন্ত সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা নেই বুনিয়াদপুর পৌরসভায় ৷ ফলে প্রতি বছর বর্ষাতেই জমা জলে দুর্ভোগে পোহাতে হয় নাগরিকদের । এবছরও ছবি আলাদা কিছু নয় ৷ বৃষ্টির জলে রাস্তার কোনও কোনও জায়গায় গোড়ালি পর্যন্ত জল জমেছে ৷ নোংরা জল পেরিয়েই চলাচল করতে হচ্ছে মানুষজনকে ৷ 2017 সালে 14টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় বুনিয়াদপুর পৌরসভা । তারপর পাঁচ বছর পেরিয়ে গিয়েছে ৷ আগামী বছরের মার্চে বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ ফের পুরভোট হবে 2022-এ ৷ এখনও পর্যন্ত নিকাশির ব্যবস্থা করতে না পারেনি পৌরসভা ৷ শহরে তৈরি হয়নি কোনও হাইড্রেন ৷ অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে বিভিন্ন এলাকায় ৷ স্বাভাভিক ভাবেই তাই পৌর-আধিকারিকদের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।
প্রতি বছর বর্ষাকালে সমস্যায় পড়তে মানুষকে ৷ এ বছরও তার অন্যথা হচ্ছে না ৷ গত দু'দিনের বৃষ্টিতে ইতিমধ্যেই জল জমে গিয়েছে শহরের 2, 3, 5, 8, 9 নম্বর ওয়ার্ড-সহ বিভিন্ন জায়গায় ৷ ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে । তাঁদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে ৷ জল ভেঙে যাতায়াত করতে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তা দেখেও নির্বিকার পৌর কর্তৃপক্ষ । নর্দমা তৈরি না হওয়ায় দীর্ঘদিন ধরে বর্ষাকালে এই নরক যন্ত্রণা চলছে তাঁদের ৷ অবিলম্বে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা ।
যদিও কবে নর্দমা তৈরি হবে তা নিয়ে ঠিক মতো কিছু জানাতে পারেনি পৌরসভা কর্তৃপক্ষ । তাঁদের বক্তব্য, পৌর এলাকায় নর্দমা তৈরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বালুরঘাট-মালদা 512 নম্বর রাজ্য সড়ক ৷ এই সড়কের কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷ তার ফলে বোঝা যাচ্ছে না সড়কের জায়গা কতটা লাগবে ৷ রাস্তার পাশে কতটা জায়গা পড়ে থাকবে নর্দমা তৈরি করার জন্য তা বুঝতে না পারার জন্য পৌরসভা এনিয়ে এগোতে পারছে না ৷ রাজ্য সড়ক তৈরির পরই এনিয়ে কাজ এগোনো সম্ভব হবে ৷
3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেখা দাস বলেন, "অল্প বৃষ্টিতেই আমাদের ওয়ার্ডে জল জমে যায় । বহুবার এলাকার লোকজন এক হয়ে পৌরসভাকে জানানো হয়েছে ৷ কোনও কাজ হয়নি ৷ যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় । তার মধ্যেই বাজারঘাট থেকে শুরু করে সব কাজকর্ম করতে হয় । কবে জল থেকে রেহাই পাব তা বলা মুশকিল ।"
পৌরসভার বিরুদ্ধে ঠিক মতো কাজ না করার অভিযোগ আনলেন স্থানীয় বামনেতা সকিরুদ্দিন আহমেদ ৷ তাঁর অভিযোগ, স্বচ্ছভাবে পৌরসভা গঠিত হয়নি ৷ তা এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে ৷ তারা সঠিক ভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে না ৷ স্কিম বানিয়ে কোনও মতে নমো নমো করে কাজ সারছে ৷
পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু বলেন, "আমাদের এই বুনিয়াদপুর পৌরসভা এলাকায় হাইড্রেনের কাজ বন্ধ রয়েছে তার একটাই কারণ, বালুরঘাট-মালদা রাজ্য সড়কের কাজ ৷ এই রাস্তার কাজ না হওয়ার জন্য আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে হাইড্রেন করতে পারছি না ৷ এই সমস্যা মিটে গেলেই আমরা খুব তাড়াতাড়ি বিভিন্ন ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা করে দিতে পারব ।"
আরও পড়ুন : বাঁধ সংস্কার নিয়ে এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী