ETV Bharat / state

বুনিয়াদপুরে চড়া দামে বিক্রি মাস্ক, হেলদোল নেই পুলিশ প্রশাসনের - Masks are being sold at high prices

কোরোনা ভাইরাসের জন্য অন্যান্য জায়গার মতো বুনিয়াদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক । দূর-দূরান্ত থেকে গ্রামের সাধারণ মানুষ কোরোনা ভাইরাস থেকে বাঁচতে বুনিয়াদপুরে আসছে এই মাস্ক কেনার জন্য । কিন্তু বুনিয়াদপুর এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কম দামের মাস্ক বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ ।

buniadpur
বুনিয়াদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক
author img

By

Published : Mar 16, 2020, 8:37 PM IST

Updated : Mar 16, 2020, 11:30 PM IST

বংশীহারী , 16 মার্চ : গঙ্গারামপুর মহাকুমার বুনিয়াদপুর এলাকায় কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বিক্রি হচ্ছে মাস্ক । তার সুযোগ নিয়ে বিভিন্ন ওষুধের দোকানদাররা কম দামের মাস্ক বেশি দামে বিক্রি করছে ।

কোরোনা ভাইরাসের জন্য অন্যান্য জায়গার মতো বুনিয়াদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক । বিভিন্ন দূর-দূরান্ত থেকে গ্রামের সাধারণ মানুষ কোরোনা ভাইরাস থেকে বাঁচতে এই মাস্ক কেনার জন্য বুনিয়াদপুরে আসছে । কিন্তু বুনিয়াদপুর এলাকার কিছু অসাধু ব্যবসায়ী তারা কম দামের এই মাস্ক বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ । কালিয়াগঞ্জ এলাকার সঞ্জয় মজুমদার মালদা থেকে আসার সময় মাস্ক কিনবে বলে বুনিয়াদপুরের একটি ওষুধের দোকানে মাস্ক কিনতে যায় । দাম নেওয়া হয় দেড়শো টাকা । কিন্তু তার কোনও বিল দেওয়া হয়নি । বরং কালিয়াগঞ্জের বাসিন্দা সঞ্জয় মজুমদারকে বলা হয় , আগামী 7 দিন পরে তিনি যেন বিল নিয়ে যান । কোরোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য দপ্তর তরফে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিচ্ছে । ফলে কোরোনা থেকে বাঁচতে মাস্ক কিনছে প্রচুর মানুষ । তাই বাজারে বিভিন্ন ওষুধের দোকানে চাহিদা প্রচুর । কিন্তু অভিযোগ, এরই সুযোগ নিচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা । চড়া দামে বিক্রি করা হচ্ছে এই মাস্ক । কবে এই চড়া দামে বিক্রি বন্ধ হবে তা নিয়ে চিন্তিত বুনিয়াদপুরবাসী ।

এই বিষয়ে কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় গাড়ি চালক সঞ্জয় মজুমদার জানান , "আমি মালদা থেকে আসার সময় বুনিয়াদপুরের একটি ওষুধের দোকানে এই মাস্ক কিনতে যাই । কিন্তু সেই দোকানদার কম দামের মাস্ক আমাকে দিচ্ছে বেশি দামে । আমি সেই মাস্কের দাম জিজ্ঞাসা করলে দোকানদার বলেন , তার দাম দেড়শো টাকা । আমি অবাক হয়ে যাই এবং দোকানদারকে বিলের কথা বললে দোকানদার বলে আগামী সাত দিন পর আসতে । আমি চাই আমার মতো কোনও সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এবং আমি দোকানদারের শাস্তি চাই । অন্যদিকে, গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, আমার কাছে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি । অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

শুনে নিন বাসিন্দাদের বক্তব্য

বংশীহারী , 16 মার্চ : গঙ্গারামপুর মহাকুমার বুনিয়াদপুর এলাকায় কোরোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বিক্রি হচ্ছে মাস্ক । তার সুযোগ নিয়ে বিভিন্ন ওষুধের দোকানদাররা কম দামের মাস্ক বেশি দামে বিক্রি করছে ।

কোরোনা ভাইরাসের জন্য অন্যান্য জায়গার মতো বুনিয়াদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে মাস্ক । বিভিন্ন দূর-দূরান্ত থেকে গ্রামের সাধারণ মানুষ কোরোনা ভাইরাস থেকে বাঁচতে এই মাস্ক কেনার জন্য বুনিয়াদপুরে আসছে । কিন্তু বুনিয়াদপুর এলাকার কিছু অসাধু ব্যবসায়ী তারা কম দামের এই মাস্ক বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ । কালিয়াগঞ্জ এলাকার সঞ্জয় মজুমদার মালদা থেকে আসার সময় মাস্ক কিনবে বলে বুনিয়াদপুরের একটি ওষুধের দোকানে মাস্ক কিনতে যায় । দাম নেওয়া হয় দেড়শো টাকা । কিন্তু তার কোনও বিল দেওয়া হয়নি । বরং কালিয়াগঞ্জের বাসিন্দা সঞ্জয় মজুমদারকে বলা হয় , আগামী 7 দিন পরে তিনি যেন বিল নিয়ে যান । কোরোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্য দপ্তর তরফে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করার পরামর্শ দিচ্ছে । ফলে কোরোনা থেকে বাঁচতে মাস্ক কিনছে প্রচুর মানুষ । তাই বাজারে বিভিন্ন ওষুধের দোকানে চাহিদা প্রচুর । কিন্তু অভিযোগ, এরই সুযোগ নিচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা । চড়া দামে বিক্রি করা হচ্ছে এই মাস্ক । কবে এই চড়া দামে বিক্রি বন্ধ হবে তা নিয়ে চিন্তিত বুনিয়াদপুরবাসী ।

এই বিষয়ে কালিয়াগঞ্জের বাসিন্দা পেশায় গাড়ি চালক সঞ্জয় মজুমদার জানান , "আমি মালদা থেকে আসার সময় বুনিয়াদপুরের একটি ওষুধের দোকানে এই মাস্ক কিনতে যাই । কিন্তু সেই দোকানদার কম দামের মাস্ক আমাকে দিচ্ছে বেশি দামে । আমি সেই মাস্কের দাম জিজ্ঞাসা করলে দোকানদার বলেন , তার দাম দেড়শো টাকা । আমি অবাক হয়ে যাই এবং দোকানদারকে বিলের কথা বললে দোকানদার বলে আগামী সাত দিন পর আসতে । আমি চাই আমার মতো কোনও সাধারণ মানুষ যেন প্রতারিত না হয় এবং আমি দোকানদারের শাস্তি চাই । অন্যদিকে, গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানান, আমার কাছে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি । অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

শুনে নিন বাসিন্দাদের বক্তব্য
Last Updated : Mar 16, 2020, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.