ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 150 জনের - supriya dutta

তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত 100 জন টোটো চালক আজ তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন । এছাড়াও গতরাতে গঙ্গারামপুর থানা এলাকার নন্দনপুরের 10 টি পরিবারের প্রায় 50 জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ।

BJP-তে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন টাউন মণ্ডল সভাপতি সুপ্রিয় দত্ত
author img

By

Published : Jun 2, 2019, 7:43 PM IST

Updated : Jun 2, 2019, 10:05 PM IST

বংশীহারী, 2 জুন : BJP-তে যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত 100 জন টোটো চালক । আজ দুপুরে বুনিয়াদপুর পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র বুনিয়াদপুর টাউন মণ্ডল সভাপতি সুপ্রিয় দত্ত । এছাড়াও গতরাতে গঙ্গারামপুর থানা এলাকার নন্দনপুরের 10টি পরিবারের প্রায় 50 জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ।

লোকসভা নির্বাচনের পরই চার পৌরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের । গতকাল কাউগাছি পঞ্চায়েতের 23 জন সদস্য BJP-তে যোগ দেওয়ায় হাতছাড়া হয়েছে সেটিও । বাদ যায়নি দক্ষিণ দিনাজপুরও । কয়েকদিন আগে বালুরঘাট ব্লকের একজন তৃণমূল প্রধান ও CPI(M)-র একজন প্রাক্তন প্রধান BJP-তে যোগ দেন । আর এবার বুনিয়াদপুর শহরের 100 জন টোটো চালক যোগ দিলেন BJP-তে । মূলত তৃণমূলের জুলুমের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে সুপ্রিয়বাবু বলেন, "তৃণমূলের দ্বারা অত্যাচারিত ও চাঁদার জুলুম থেকে মুক্তি পেতে আজ বুনিয়াদপুর শহর এলাকার প্রায় 100 জন টোটো চালক তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । এরা আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল । এতদিন বিকল্প কিছু না পাওয়ায় শাসকদলে ছিল । জোর করে যাত্রীদের নামিয়ে তাদের মিটিং-মিছিলে নিয়ে যাওয়া হত । তবে এখন BJP রাজ্যে ভালো ফল করেছে, তাই তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন । সুকান্ত মজুমদার এখান থেকে জয়ী হয়েছেন । বুনিয়াদপুরের সবাই BJP-কে সমর্থন করছে ।"

বংশীহারী, 2 জুন : BJP-তে যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত 100 জন টোটো চালক । আজ দুপুরে বুনিয়াদপুর পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র বুনিয়াদপুর টাউন মণ্ডল সভাপতি সুপ্রিয় দত্ত । এছাড়াও গতরাতে গঙ্গারামপুর থানা এলাকার নন্দনপুরের 10টি পরিবারের প্রায় 50 জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ।

লোকসভা নির্বাচনের পরই চার পৌরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের । গতকাল কাউগাছি পঞ্চায়েতের 23 জন সদস্য BJP-তে যোগ দেওয়ায় হাতছাড়া হয়েছে সেটিও । বাদ যায়নি দক্ষিণ দিনাজপুরও । কয়েকদিন আগে বালুরঘাট ব্লকের একজন তৃণমূল প্রধান ও CPI(M)-র একজন প্রাক্তন প্রধান BJP-তে যোগ দেন । আর এবার বুনিয়াদপুর শহরের 100 জন টোটো চালক যোগ দিলেন BJP-তে । মূলত তৃণমূলের জুলুমের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে সুপ্রিয়বাবু বলেন, "তৃণমূলের দ্বারা অত্যাচারিত ও চাঁদার জুলুম থেকে মুক্তি পেতে আজ বুনিয়াদপুর শহর এলাকার প্রায় 100 জন টোটো চালক তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । এরা আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল । এতদিন বিকল্প কিছু না পাওয়ায় শাসকদলে ছিল । জোর করে যাত্রীদের নামিয়ে তাদের মিটিং-মিছিলে নিয়ে যাওয়া হত । তবে এখন BJP রাজ্যে ভালো ফল করেছে, তাই তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন । সুকান্ত মজুমদার এখান থেকে জয়ী হয়েছেন । বুনিয়াদপুরের সবাই BJP-কে সমর্থন করছে ।"

Intro:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুনিয়াদপুরের নারায়নপুর মাঠে আসবে বলে নারায়নপুর মাঠ পরিদর্শনে এলেন জেলা সভাপতি সহ আরও অনেকে ।।
শুক্রবার ; ১২ মার্চ ;-বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে 20 এপ্রিল জেলার বুনিয়াদপুর নারায়নপুর মাঠে নির্বাচনী সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিবার্চনের প্রচার এর শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার শেষ করতে চাইছে জেলা বিজেপি।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠাবেন । বিজেপি সূত্রে জানা গিয়েছে শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার সেরে নিজেদের ঝুলিতে সাধারণ মানুষের সমর্থন ঝোলাবেন । নারায়নপুর মাঠ পরিদর্শনে আশেন জেলা সভাপতি শুভেন্দু সরকার ,জেলা অবজারভার অমিত সাহা সহ আরও অনেকে । জেলায় বিজেপি প্রার্থীর প্রচারে তেমন হেভিওয়েট নেতা নেত্রীরা কেউ না আসলেও প্রার্থী নিজে নিজে গ্রামে গিয়ে সাধারণ মানুষের জনসমর্থন করাচ্ছেন শেষ মুহূর্তে বিজেপি নরেন্দ্র মোদি কে দিয়ে প্রচার সেরে নিজেদের দিকে হাওয়া টানবেন যার ফলস্বরূপ এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে দুই হাত তুলে সমর্থন করবেন জেলাবাসী এমনটাই মনে করছেন জেলা বিজেপি নেতৃত্ব।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠান ।
বিজেপির জেলা অবজারভার অমিত সাহা জানান আগামি ২০ তারিখ নারায়নপুর মাঠে বিজেপির পক্ষ থেকে জায়গা এবং কোথায় বসবে হেলিপ্যাড সে সমস্ত জায়গা পরিদরশন করলাম ।নরেন্দ্র মোদী আসার জন্য বিজেপির পক্ষ থেকে এই জনসভায় প্রচুর লোকের সমাগম হবে বলে আশা । এই লোক সভায় আমাদের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আগামি ২০তারিখ হতে যেহেতু আর বেশি দিন নাই সেই কারনে আজ থেকেই প্যান্ডেল শুরু করবেন । এই জনসভায় প্রায় ২-৩ লাখ লোকের জনসমাগম হবে ।
Body:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুনিয়াদপুরের নারায়নপুর মাঠে আসবে বলে নারায়নপুর মাঠ পরিদর্শনে এলেন জেলা সভাপতি সহ আরও অনেকে ।।
শুক্রবার ; ১২ মার্চ ;-বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে 20 এপ্রিল জেলার বুনিয়াদপুর নারায়নপুর মাঠে নির্বাচনী সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিবার্চনের প্রচার এর শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার শেষ করতে চাইছে জেলা বিজেপি।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠাবেন । বিজেপি সূত্রে জানা গিয়েছে শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার সেরে নিজেদের ঝুলিতে সাধারণ মানুষের সমর্থন ঝোলাবেন । নারায়নপুর মাঠ পরিদর্শনে আশেন জেলা সভাপতি শুভেন্দু সরকার ,জেলা অবজারভার অমিত সাহা সহ আরও অনেকে । জেলায় বিজেপি প্রার্থীর প্রচারে তেমন হেভিওয়েট নেতা নেত্রীরা কেউ না আসলেও প্রার্থী নিজে নিজে গ্রামে গিয়ে সাধারণ মানুষের জনসমর্থন করাচ্ছেন শেষ মুহূর্তে বিজেপি নরেন্দ্র মোদি কে দিয়ে প্রচার সেরে নিজেদের দিকে হাওয়া টানবেন যার ফলস্বরূপ এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে দুই হাত তুলে সমর্থন করবেন জেলাবাসী এমনটাই মনে করছেন জেলা বিজেপি নেতৃত্ব।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠান ।
বিজেপির জেলা অবজারভার অমিত সাহা জানান আগামি ২০ তারিখ নারায়নপুর মাঠে বিজেপির পক্ষ থেকে জায়গা এবং কোথায় বসবে হেলিপ্যাড সে সমস্ত জায়গা পরিদরশন করলাম ।নরেন্দ্র মোদী আসার জন্য বিজেপির পক্ষ থেকে এই জনসভায় প্রচুর লোকের সমাগম হবে বলে আশা । এই লোক সভায় আমাদের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আগামি ২০তারিখ হতে যেহেতু আর বেশি দিন নাই সেই কারনে আজ থেকেই প্যান্ডেল শুরু করবেন । এই জনসভায় প্রায় ২-৩ লাখ লোকের জনসমাগম হবে ।
Conclusion:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুনিয়াদপুরের নারায়নপুর মাঠে আসবে বলে নারায়নপুর মাঠ পরিদর্শনে এলেন জেলা সভাপতি সহ আরও অনেকে ।।
শুক্রবার ; ১২ মার্চ ;-বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে 20 এপ্রিল জেলার বুনিয়াদপুর নারায়নপুর মাঠে নির্বাচনী সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিবার্চনের প্রচার এর শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার শেষ করতে চাইছে জেলা বিজেপি।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠাবেন । বিজেপি সূত্রে জানা গিয়েছে শেষ মুহূর্তে নরেন্দ্র মোদিকে দিয়ে প্রচার সেরে নিজেদের ঝুলিতে সাধারণ মানুষের সমর্থন ঝোলাবেন । নারায়নপুর মাঠ পরিদর্শনে আশেন জেলা সভাপতি শুভেন্দু সরকার ,জেলা অবজারভার অমিত সাহা সহ আরও অনেকে । জেলায় বিজেপি প্রার্থীর প্রচারে তেমন হেভিওয়েট নেতা নেত্রীরা কেউ না আসলেও প্রার্থী নিজে নিজে গ্রামে গিয়ে সাধারণ মানুষের জনসমর্থন করাচ্ছেন শেষ মুহূর্তে বিজেপি নরেন্দ্র মোদি কে দিয়ে প্রচার সেরে নিজেদের দিকে হাওয়া টানবেন যার ফলস্বরূপ এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে দুই হাত তুলে সমর্থন করবেন জেলাবাসী এমনটাই মনে করছেন জেলা বিজেপি নেতৃত্ব।
শুক্রবার দুপুরে জেলা বিজেপি প্রতিনিধি দল বুনিয়াদপুর নারানপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল মঞ্চ কোথায় হবে সাধারণ মানুষ কোথায় বসবেন হেলিপ্যাড কোথায় করা হবে সে সমস্ত বিষয় পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রের রিপোর্ট পাঠান ।
বিজেপির জেলা অবজারভার অমিত সাহা জানান আগামি ২০ তারিখ নারায়নপুর মাঠে বিজেপির পক্ষ থেকে জায়গা এবং কোথায় বসবে হেলিপ্যাড সে সমস্ত জায়গা পরিদরশন করলাম ।নরেন্দ্র মোদী আসার জন্য বিজেপির পক্ষ থেকে এই জনসভায় প্রচুর লোকের সমাগম হবে বলে আশা । এই লোক সভায় আমাদের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে আগামি ২০তারিখ হতে যেহেতু আর বেশি দিন নাই সেই কারনে আজ থেকেই প্যান্ডেল শুরু করবেন । এই জনসভায় প্রায় ২-৩ লাখ লোকের জনসমাগম হবে ।
Last Updated : Jun 2, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.