বংশীহারী, 2 জুন : BJP-তে যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত 100 জন টোটো চালক । আজ দুপুরে বুনিয়াদপুর পার্টি অফিসে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র বুনিয়াদপুর টাউন মণ্ডল সভাপতি সুপ্রিয় দত্ত । এছাড়াও গতরাতে গঙ্গারামপুর থানা এলাকার নন্দনপুরের 10টি পরিবারের প্রায় 50 জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন ।
লোকসভা নির্বাচনের পরই চার পৌরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের । গতকাল কাউগাছি পঞ্চায়েতের 23 জন সদস্য BJP-তে যোগ দেওয়ায় হাতছাড়া হয়েছে সেটিও । বাদ যায়নি দক্ষিণ দিনাজপুরও । কয়েকদিন আগে বালুরঘাট ব্লকের একজন তৃণমূল প্রধান ও CPI(M)-র একজন প্রাক্তন প্রধান BJP-তে যোগ দেন । আর এবার বুনিয়াদপুর শহরের 100 জন টোটো চালক যোগ দিলেন BJP-তে । মূলত তৃণমূলের জুলুমের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তাঁরা ।
এবিষয়ে সুপ্রিয়বাবু বলেন, "তৃণমূলের দ্বারা অত্যাচারিত ও চাঁদার জুলুম থেকে মুক্তি পেতে আজ বুনিয়াদপুর শহর এলাকার প্রায় 100 জন টোটো চালক তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । এরা আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল । এতদিন বিকল্প কিছু না পাওয়ায় শাসকদলে ছিল । জোর করে যাত্রীদের নামিয়ে তাদের মিটিং-মিছিলে নিয়ে যাওয়া হত । তবে এখন BJP রাজ্যে ভালো ফল করেছে, তাই তারা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিলেন । সুকান্ত মজুমদার এখান থেকে জয়ী হয়েছেন । বুনিয়াদপুরের সবাই BJP-কে সমর্থন করছে ।"