ETV Bharat / state

পুলিশের বিরুদ্ধেই অভিযোগ এনে SP-র দ্বারস্থ ব্যক্তি - police south dinajpur

পারিবারিক বিবাদ নিয়ে সমস্যা হওয়ায় পুলিশের কাছে গেলে টাকা চান তাঁরা । এমনই অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক ব্যক্তি ।

বলাই দাস
author img

By

Published : Oct 28, 2019, 1:54 PM IST

বালুরঘাট, 28 অক্টোবর : অভিযোগ জানাতে গেলে পুলিশকে দিতে হবে টাকা । টাকা না দিলে কোনওরকম অভিযোগই নেওয়া হবে না । কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক ব্যক্তি । ছেলের বিচার পেতে তিনি পুলিশ সুপারের কাছে আর্জি জানালেন । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ ।

কুমারগঞ্জ থানার জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের উচইট গ্রামের বলাই দাস ও তার ভাই মাধাইয়ের জমি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের । বৃহস্পতিবার ঝামেলা হয় দুই পরিবারে । যার জেরে মাধাই দাস বলাইবাবুর ছেলে বাপি দাসের উপর হামলা চালায় । ঘটনায় বাপি দাসের মাথা ফেটে যায় । জখম অবস্থায় বাপিকে প্রথমে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় এবং সেখান থেকে পরে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । ওই রাতেই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে যান বলাই দাস । তাঁর অভিযোগ, প্রথমে ওই বিষয়ে কোনওরকম অভিযোগ নিতেই অস্বীকার করে পুলিশ । উলটে মামলা নেওয়ার জন্য কুমারগঞ্জ থানার পুলিশ বলাইবাবুর কাছ থেকে টাকা চায় । এসব মামলা করতে গেলে খরচ করতে হয়, এই কথাও না কি বলা হয় । অবশেষে পুরো বিষয়টি পুলিশকে জানানোর জন্য ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন বলাই দাস ।

এবিষয়ে অভিযোগকারী জানান, পারিবারিক বিবাদের জেরে তাঁর ছেলেকে শিকল দিয়ে মারধর করে বলাই বাবুর ভাই । ছেলের মাথায় 6টি সেলাই পড়েছে । ওই দিনই ছেলেকে হাসপাতালে ভরতি করিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাঁকে বলা হয় মামলা করতে গেলে টাকা দিতে হবে । টাকা না দিলে মামলা হবে না । তাই বিচার পেতে জেলা পুলিশ সুপারের কাছে ডাকযোগে অভিযোগ দায়ের করেন তিনি ।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন কুমারগঞ্জ থানার OC সঞ্জয় মুখার্জি । অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি । এবিষয়ে জেলা পুলিশ আধিকারিক জানান, এখনও অভিযোগ পাননি । অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে ।

বালুরঘাট, 28 অক্টোবর : অভিযোগ জানাতে গেলে পুলিশকে দিতে হবে টাকা । টাকা না দিলে কোনওরকম অভিযোগই নেওয়া হবে না । কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক ব্যক্তি । ছেলের বিচার পেতে তিনি পুলিশ সুপারের কাছে আর্জি জানালেন । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ ।

কুমারগঞ্জ থানার জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের উচইট গ্রামের বলাই দাস ও তার ভাই মাধাইয়ের জমি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের । বৃহস্পতিবার ঝামেলা হয় দুই পরিবারে । যার জেরে মাধাই দাস বলাইবাবুর ছেলে বাপি দাসের উপর হামলা চালায় । ঘটনায় বাপি দাসের মাথা ফেটে যায় । জখম অবস্থায় বাপিকে প্রথমে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় এবং সেখান থেকে পরে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় । ওই রাতেই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে যান বলাই দাস । তাঁর অভিযোগ, প্রথমে ওই বিষয়ে কোনওরকম অভিযোগ নিতেই অস্বীকার করে পুলিশ । উলটে মামলা নেওয়ার জন্য কুমারগঞ্জ থানার পুলিশ বলাইবাবুর কাছ থেকে টাকা চায় । এসব মামলা করতে গেলে খরচ করতে হয়, এই কথাও না কি বলা হয় । অবশেষে পুরো বিষয়টি পুলিশকে জানানোর জন্য ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন বলাই দাস ।

এবিষয়ে অভিযোগকারী জানান, পারিবারিক বিবাদের জেরে তাঁর ছেলেকে শিকল দিয়ে মারধর করে বলাই বাবুর ভাই । ছেলের মাথায় 6টি সেলাই পড়েছে । ওই দিনই ছেলেকে হাসপাতালে ভরতি করিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাঁকে বলা হয় মামলা করতে গেলে টাকা দিতে হবে । টাকা না দিলে মামলা হবে না । তাই বিচার পেতে জেলা পুলিশ সুপারের কাছে ডাকযোগে অভিযোগ দায়ের করেন তিনি ।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন কুমারগঞ্জ থানার OC সঞ্জয় মুখার্জি । অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি । এবিষয়ে জেলা পুলিশ আধিকারিক জানান, এখনও অভিযোগ পাননি । অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে ।

Intro:অভিযোগ জানাতে পুলিশকে দিতে হবে টাকা, অবশেষে বিচার পেতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় ব্যক্তি।।

বালুরঘাট, ২৬ অক্টোবর: অভিযোগ জানাতে গেলে এখন পুলিশকে দিতে হবে টাকা। টাকা না দিলে কোনরকম অভিযোগেই নেওয়া হবে না। কুমারগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন কুমারগঞ্জের এক ব্যক্তি। ছেলের বিচার পেতে তিনি পুলিশ সুপারের কাছে আর্জি জানান। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার অর্থাৎ ২৪ অক্টোবর পারিবারিক বিবাদ হয় কুমারগঞ্জ থানার জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের উচইট গ্রামের দুই পরিবারের। স্থানীয় বাসিন্দা বলাই দাস ও তার ভাই মাধাইয়ের জমি নিয়ে পারিবারিক বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদের জেরে গত বৃহস্পতিবার মাধাই দাস বলাইবাবুর ছেলে বাপি দাসের উপর লোহা দিয়ে হামলা চালায়। ঘটনায় বাপি দেশের মাথা ফেটে যায়। জখম অবস্থায় বাপিকে প্রথমে স্থানীয় বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে পরে বালুরঘাট জেলা হাসপাতালের রেফার করা হয়। ওই রাতেই কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে যান বলাই দাস। অভিযোগ, প্রথমে ওই বিষয়ে কোন রকম অভিযোগ নিতেই অস্বীকার করে পুলিশ। মামলা নেওয়ার জন্য কুমারগঞ্জ থানা পুলিশ বলাইবাবুর কাছ থেকে টাকা চায়। এসব মামলা করতে গেলে খরচ করতে হয় বলে অভিযোগ। অবশেষে বিচার পেতে এবং পুরো ঘটনার পুলিশকে জানাতে শনিবার বিকেলে ডাকযোগে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন কুমারগঞ্জের অভিব্যক্তি বলাই দাস। 

এবিষয়ে অভিযোগকারী বলাই দাস জানান, পারিবারিক বিবাদের জেরে তার ছেলেকে শেকল দিয়ে মারধর করে তারই ভাই। ছেলের মাথায় ৬ সেলাই পড়েছে। ওই দিনই ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে তাকে বলা হয় মামলা করতে গেলে টাকা দিতে হবে। টাকা না দিলে এই সব মামলা হবে না। এদিকে তাদের অভিযোগ পত্র থানায় নিয়ে নেওয়া হয়। তাই বিচার পেতে এদিন জেলা পুলিশ সুপারের কাছে ডাকযোগে অভিযোগ দায়ের করেন তিনি। 

অভিযোগ পেলে বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। 

যদিও এবিষয়ে কুমারগঞ্জ থানার ওসি সঞ্জয় মুখার্জি জানান, তার কাছে এমন কোন অভিযোগ আসে নি। এমন কেউ বলে থাকলে সেটা ভিত্তিহীন।Body:Kumarganj Conclusion:Kumarganj
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.