ETV Bharat / state

বাসস্ট্যান্ডে সন্দেহজনক গতিবিধি দেখে আটক, ব্যাগ থেকে উদ্ধার জাল নোট

author img

By

Published : Jan 7, 2020, 4:45 AM IST

Updated : Jan 7, 2020, 7:38 AM IST

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে বালুরঘাট বাস্ট স্ট্যান্ডে অভিযান চালায় BSF-র 122 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ সেখানে গৌরবকে মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে BSF । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় জাল নোট ।

arrested with fake currency
জালনোটসহ গ্রেপ্তার

বালুরঘাট, 7 জানুয়ারি : বালুরঘাটের বাস স্ট্যান্ডে সোমবার অভিযান চালিয়ে জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করে BSF ৷ তার নাম গৌরব সরকার । ধৃতের কাছ থেকে 6 লাখ 4 হাজার 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে । গৌরবকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে বালুরঘাট বাস্ট স্ট্যান্ডে অভিযান চালায় BSF-র 122 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ সেখানে গৌরবকে মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে BSF । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় জাল নোট । গৌরবের ব্যাগ থেকে জাল নোটের 13টি বান্ডিল পাওয়া যায় । তার মধ্যে আটটি বান্ডিলে ছিল 500 টাকার ও পাঁচটি বান্ডিলে ছিল 200 টাকার জাল নোট ৷ এছাড়া গৌরবের কাছ থেকে নেপালের টাকা উদ্ধার করেছে BSF ৷

গৌরবের বাড়ি নারায়ণপুরে । তাকে BSF বালুরঘাট পুলিশের হাতে তুলে দেয় । গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গৌরব জাল নোটগুলি কোথায় পেয়েছিল, কাকে সেগুলি দেওয়ার কথা ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।

বালুরঘাট, 7 জানুয়ারি : বালুরঘাটের বাস স্ট্যান্ডে সোমবার অভিযান চালিয়ে জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করে BSF ৷ তার নাম গৌরব সরকার । ধৃতের কাছ থেকে 6 লাখ 4 হাজার 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে । গৌরবকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে বালুরঘাট বাস্ট স্ট্যান্ডে অভিযান চালায় BSF-র 122 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ সেখানে গৌরবকে মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে BSF । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় জাল নোট । গৌরবের ব্যাগ থেকে জাল নোটের 13টি বান্ডিল পাওয়া যায় । তার মধ্যে আটটি বান্ডিলে ছিল 500 টাকার ও পাঁচটি বান্ডিলে ছিল 200 টাকার জাল নোট ৷ এছাড়া গৌরবের কাছ থেকে নেপালের টাকা উদ্ধার করেছে BSF ৷

গৌরবের বাড়ি নারায়ণপুরে । তাকে BSF বালুরঘাট পুলিশের হাতে তুলে দেয় । গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গৌরব জাল নোটগুলি কোথায় পেয়েছিল, কাকে সেগুলি দেওয়ার কথা ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।

Intro:বালুরঘাটে ৬ লাখ টাকার ভারতীয় ও নেপালীস জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ।।

বালুরঘাট, ৭ জানুয়ারী: গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট শহরের সরকারী বাস স্ট্যান্ড এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে জালনোট সহ গ্রেফতার করল বিএসএফের ১২২ ব্যাটেলিয়নের জওয়ানরা। ধৃত ব্যক্তির নাম গৌরব সরকার(৫০)। বাড়ি শহরের নারায়ণপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ১৩ বাণ্ডিল জাল টাকা করে বিএসএফ। যার বাজার মূল্য ৬ লাখ ৪ হাজার ৫০০ টাকা। উদ্ধার করার নোট গুলির মধ্যেই ৫০০ টাকার নোট। পাশাপাশি বেশ কিছু নেপালী টাকাও উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া জাল টাকা ও ধৃতকে বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

প্রসঙ্গত, রাজ্যের মালদা বেশ কয়েকটি জেলায় সব থেকে বেশি জাল টাকা উদ্ধারের ঘটনা নজরে আসে। এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার ডাঙ্গি বিওপি-র বিএসএফের ১২২ জওয়ানরা বালুরঘাট শহরের স্টেট বাস স্ট্যান্ড এলাকায় হানা দেয়। সন্দেহজনক ভাবে একটি মোটরবাইক ঘোরাঘুরি করতে দেখে। ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৩ টি টাকার বাণ্ডিল। যার মধ্যে ৮ টি ৫০০ টাকার ও ৫ টি ২০০ টাকার বাণ্ডিল রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এছাড়াও ধৃতের কাছ থেকে নেপালীস(নেপাল) ১ হাজার টাকা উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে ডাঙ্গি বিওপিতে নিয়ে যায়। কোথা থেকে কোথায় জাল টাকা গুলো নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে বিএসএফ।

এবিষয়ে বিএসএফের ১২২ ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে হানা দেয়। ঘটনায় এক ব্যক্তিকে জাল ৬ লাখ টাকা সহ গ্রেফতার করা হয়। পরে উদ্ধার হওয়া টাকা ও ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছেন।Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jan 7, 2020, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.