বালুরঘাট, 15 জুন : হাসপাতাল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বালুরঘাটে । আজ বালুরঘাট হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউজ়ের সামনে 512 নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা ঘটে । গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে এক হাসপাতাল কর্মী কী ঘটেছে জানতে চান । এই 'অপরাধে' তাঁকে বেধড়ক মারধর করা হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।
বুবাই দাস (22) নামে এক যুবক বাইক চালিয়ে বন্ধুর সঙ্গে যাচ্ছিল । জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে । তাকে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ঘটনায় বুবাইয়ের মাথায় চোট লেগেছে বলে CT Scan করতে বলেন চিকিৎসকরা । হাসপাতালের CT Scan বিভাগে তাকে নিয়ে যায় ছ-সাতজন বন্ধু । সেখানে হাসপাতালের কর্মী তাদের জিজ্ঞাসা করেন, কী করে তার মাথায় লেগেছে ? দুর্ঘটনা না মার খেয়েছে ? শুনেই ওই কর্মীকে চড় মারতে শুরু করে বুবাইয়ের বন্ধুরা । সিকিউরিটির লোকজন ছুটে এলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে । ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভরতি বুবাইয়ের বন্ধু সুব্রত মাহাত (22) । ওই 6-7 জন মদ খেয়েছিল বলে জানা গেছে ।
খবর পেয়ে ঘটনাস্থানে যান বালুরঘাট থানার IC জয়ন্ত দত্ত ও DSP (হেড কোয়ার্টার) ধীমান মিত্র । ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে পুলিশও । চিকিৎসকদের তরফে জ্ঞানপ্রকাশ ব্যানার্জি বলেন, "NRS-র ঘটনায় ডাক্তারদের পাশে থাকতে আজই আমরা আলোচনা করছিলাম । সেসময়ই খবর পেলাম আমাদের হাসপাতালের একজন কর্মী রোগীর পরিবারের হাতে আক্রান্ত । বালুরঘাট হাসপাতাল সুন্দর পরিষেবা দিয়ে আসছে । তারপরও এমন ঘটলে আমরা আর চুপ করে থাকব না । রাজ্যের সমস্ত জায়গায় যেভাবে আন্দোলন চলছে, আমরাও একই রাস্তায় হাঁটতে বাধ্য হব । কর্মবিরতির পথে যেতেও পিছপা হব না । আগামী সোমবার একটা কর্মসূচি নেওয়া হবে ।"
ধীমান মিত্র বলেন, "খবর পেয়ে ঘটনাস্থানে যাই । CCTV খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । কোনও অভিযোগ পাইনি । কাউকে গ্রেপ্তার করা হয়নি ।"