বালুরঘাট, 22 মে : অপরিচ্ছন্ন হাসপাতাল চত্বর । চারপাশে ছড়িয়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, গজ ও তুলো ৷ ঘটনাটি বালুরঘাট হাসপাতালের সামনের রাস্তার ৷ হাসপাতালের ডায়গনাস্টিক সেন্টারগুলির সামনে মাঝে মধ্যেই দেখা যায় এই চিত্র । অভিযোগ জমা পড়েছে জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের কাছে । স্থানীয়রা সরব হয়েছেন সোশাল মিডিয়ায় । বিষয়টি নজরে আসতেই আজ বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় ।
অভিযোগ, বালুরঘাট জেলা হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাব থেকে এই বর্জ্য রাস্তায় ফেলা হয় । সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয়দের । এভাবে রাস্তায় বর্জ্য ফেলায় কুকুর সেগুলি আরও ছড়িয়ে দেয় । ফলে হতে পারে কোনও বড়সড় দুর্ঘটনা । ব্যবহৃত সিরিঞ্জ কারও পায়ে ঢুকলে সংক্রমণ ছড়াতে পারে । নোংরা হয়ে থাকা রাস্তার ছবি তুলে অনেকেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন ।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা অরিন্দম সরকার বলেন, "এই চিত্র মাঝে মাঝেই দেখা যায় । অস্বাস্থ্যকর পরিবেশ । জেলা প্রশাসনের নজরে আনতে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকে ।" বালুরঘাট হাসপাতাল সুপার তপন বিশ্বাস বলেন, "হাসপাতালের বর্জ্য সামগ্রী নিয়ে যায় একটি সংস্থা । তাদের নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে । তাই কোনওভাবেই জাতীয় সড়কে পড়ে থাকা ওই বর্জ্যগুলি হাসপাতালের নয় ।" অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, "এভাবে বর্জ্য রাস্তায় ফেলা যায় না । কারা কেন ফেলেছে খোঁজ নিয়ে দেখা হবে । জেলা পুলিশকেও লিখিতভাবে জানানো হবে ।"