ETV Bharat / state

কম খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ, দক্ষিণ দিনাজপুরে সাসপেন্ড 4 রেশন ডিলার

author img

By

Published : Apr 4, 2020, 8:51 AM IST

Updated : Apr 4, 2020, 4:17 PM IST

সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই এমন সময় নির্দিষ্ট পরিমাণের কম রেশনের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠছিল দক্ষিণ দিনাজপুরে । তদন্তে নামে খাদ্য বিভাগ । অভিযোগ প্রমাণিত হলে 4 রেশন ডিলারকে সাসপেন্ড করে তারা ।

South Dinajpur
দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট, 4 এপ্রিল : সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের কম সামগ্রী দেওয়ায় চার রেশন ডিলারকে সাসপেন্ড করল দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য বিভাগ । গতকাল একথা জানান খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় । ওই চার রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । আপাতত সংশ্লিষ্ট ওই এলাকার উপভোক্তাদের খাদ্যসামগ্রী পার্শ্ববর্তী রেশন দোকান থেকে সংগ্রহ করতে হবে ।

লকডাউনের ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ । কেউ যাতে অভুক্ত না থাকে তাই রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী । চলতি মাস থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দোকান থেকে চাল, গম দেওয়া হবে । এমনই নির্দেশিকা জারি রয়েছে ।

তবে, সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই এমন সময়ে নির্দিষ্ট পরিমাণের কম রেশনের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠছিল দক্ষিণ দিনাজপুরে । কুশমণ্ডি ব্লকের রাজমোহন বর্মণ, তপন ব্লকের সুভাষচন্দ্র কর ও নারায়ণচন্দ্র দাস এবং হরিরামপুর ব্লকের বিপদভঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ পেতেই তদন্তে নামে খাদ্য বিভাগ । অভিযোগ প্রমাণিত হলে তাদের সাসপেন্ড করা হয় ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় জানান, লকডাউনের সময়ে জেলাবাসীর কষ্ট কম করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কাজ করে চলছে । প্রশাসনের পক্ষ থেকে রেশন ডিলারগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে । নজরদারির সময়ই এই চারজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে । তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে চারজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয় । আগামীদিনও এমন অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

অন্যদিকে, এবিষয়ে রাজ্য ফেয়ার প্রাইস ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিহির দাস বলেন, "বর্তমানে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে । এই অবস্থায় যদি কেউ কারচুপি করে এবং সরকারি নির্দেশ লঙ্ঘন করে থাকে, তাহলে একদম ঠিক হয়নি । এই ব্যাপারে প্রশাসন যেমন পদক্ষেপ গ্রহণ করবেন, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করব ।"

বালুরঘাট, 4 এপ্রিল : সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকদের কম সামগ্রী দেওয়ায় চার রেশন ডিলারকে সাসপেন্ড করল দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য বিভাগ । গতকাল একথা জানান খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় । ওই চার রেশন ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি । আপাতত সংশ্লিষ্ট ওই এলাকার উপভোক্তাদের খাদ্যসামগ্রী পার্শ্ববর্তী রেশন দোকান থেকে সংগ্রহ করতে হবে ।

লকডাউনের ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ । কেউ যাতে অভুক্ত না থাকে তাই রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী । চলতি মাস থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দোকান থেকে চাল, গম দেওয়া হবে । এমনই নির্দেশিকা জারি রয়েছে ।

তবে, সরকারি নির্দেশকে তোয়াক্কা না করেই এমন সময়ে নির্দিষ্ট পরিমাণের কম রেশনের সামগ্রী দেওয়ার অভিযোগ উঠছিল দক্ষিণ দিনাজপুরে । কুশমণ্ডি ব্লকের রাজমোহন বর্মণ, তপন ব্লকের সুভাষচন্দ্র কর ও নারায়ণচন্দ্র দাস এবং হরিরামপুর ব্লকের বিপদভঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ পেতেই তদন্তে নামে খাদ্য বিভাগ । অভিযোগ প্রমাণিত হলে তাদের সাসপেন্ড করা হয় ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য নিয়ামক জয়ন্তকুমার রায় জানান, লকডাউনের সময়ে জেলাবাসীর কষ্ট কম করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কাজ করে চলছে । প্রশাসনের পক্ষ থেকে রেশন ডিলারগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে । নজরদারির সময়ই এই চারজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে । তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে চারজন রেশন ডিলারকে সাসপেন্ড করা হয় । আগামীদিনও এমন অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

অন্যদিকে, এবিষয়ে রাজ্য ফেয়ার প্রাইস ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিহির দাস বলেন, "বর্তমানে কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি রেশন ডিলারের কাছ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে । এই অবস্থায় যদি কেউ কারচুপি করে এবং সরকারি নির্দেশ লঙ্ঘন করে থাকে, তাহলে একদম ঠিক হয়নি । এই ব্যাপারে প্রশাসন যেমন পদক্ষেপ গ্রহণ করবেন, সেই পদক্ষেপকে আমরা সমর্থন করব ।"

Last Updated : Apr 4, 2020, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.