ETV Bharat / state

BJP-তে যোগ গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রর

24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রসহ জেলা পরিষদের 10 জন সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । সেই সময় দিল্লিতে BJP-র সদর দপ্তরে হাজির থেকেও তিনি BJP-তে যোগ দেননি ৷ এদিকে দাদা বিপ্লব মিত্র BJP-তে যোগ দেওয়ার পর প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিষ্কার করে জেলা তৃণমূল ।

BJP-তে যোগ দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র
author img

By

Published : Oct 1, 2019, 11:48 PM IST

গঙ্গারামপুর, 1 অক্টোবর : সব জল্পনার অবসান । আজ কলকাতায় অমিত শাহর উপস্থিতিতে BJP-তে যোগ দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । কলকাতায় পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি । উদ্বোধন শেষে রাজ্য নেতৃত্ব ও জেলা BJP-র সভাপতিদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন অমিত শাহ । সেই অনুষ্ঠানেই নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র BJP-তে যোগ দেন ।

24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রসহ জেলা পরিষদের 10 সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । সেই সময় দিল্লিতে BJP-র সদর দপ্তরে হাজির থেকেও তিনি BJP-তে যোগ দেননি ৷ এদিকে দাদা বিপ্লব মিত্র BJP-তে যোগ দেওয়ার পর প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিষ্কার করে জেলা তৃণমূল । এদিকে তৎকালীন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন 11 জন কাউন্সিলর । মাস দেড়েক আগে প্রশান্ত মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা সভায় তৃণমূল পৌরসভার দখল নেয় । চেয়ারম্যান হন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার । চেয়ারম্যান পদ হাতছাড়া হতেই BJP-তে যোগদানের ঈঙ্গিত দেন । সূত্রের খবর, অবশেষে আজ BJP-তে যোগ দিলেন প্রশান্ত মিত্র । আজ সকালে কলকাতায় পৌঁছান প্রশান্ত মিত্র । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দান তিনি।

এবিষয়ে BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, গতকালই বিষয়টি তিনি শুনেছেন । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BJP-তে যোগ দেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ।

এবিষয়ে প্রশান্ত মিত্র জানান, এই জেলায় বহিরাগত একজনকে তৃণমূলের সভাপতি করেছে তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । কিন্তু এই সভাপতির আচরণ মেনে নিতে পারেনি এই জেলায় সংগঠকরা । তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদির ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি BJP-তে যোগ দিলেন । গঙ্গারামপুর থেকে একা BJP-তে যোগ দিলেও তাঁর সঙ্গে রয়েছেন পৌরসভার ছয় কাউন্সিলর এবং তাঁর অনুগামী তৃণমূলের সদস্যরা । তাদের সঙ্গে আলোচনা করেই তিনি আজ BJP-তে আসলেন। বাকিরা খুব দ্রুত BJP-তে আসছেন বলেই দাবি প্রশান্তর । এরপরেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ শুরু করবেন বলে জানান ।

গঙ্গারামপুর, 1 অক্টোবর : সব জল্পনার অবসান । আজ কলকাতায় অমিত শাহর উপস্থিতিতে BJP-তে যোগ দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র । কলকাতায় পুজো মণ্ডপ উদ্বোধন করতে এসেছেন BJP-র সর্বভারতীয় সভাপতি । উদ্বোধন শেষে রাজ্য নেতৃত্ব ও জেলা BJP-র সভাপতিদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন অমিত শাহ । সেই অনুষ্ঠানেই নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র BJP-তে যোগ দেন ।

24 জুন দিল্লিতে বিপ্লব মিত্রসহ জেলা পরিষদের 10 সদস্য তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । সেই সময় দিল্লিতে BJP-র সদর দপ্তরে হাজির থেকেও তিনি BJP-তে যোগ দেননি ৷ এদিকে দাদা বিপ্লব মিত্র BJP-তে যোগ দেওয়ার পর প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিষ্কার করে জেলা তৃণমূল । এদিকে তৎকালীন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন 11 জন কাউন্সিলর । মাস দেড়েক আগে প্রশান্ত মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা সভায় তৃণমূল পৌরসভার দখল নেয় । চেয়ারম্যান হন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার । চেয়ারম্যান পদ হাতছাড়া হতেই BJP-তে যোগদানের ঈঙ্গিত দেন । সূত্রের খবর, অবশেষে আজ BJP-তে যোগ দিলেন প্রশান্ত মিত্র । আজ সকালে কলকাতায় পৌঁছান প্রশান্ত মিত্র । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দান তিনি।

এবিষয়ে BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, গতকালই বিষয়টি তিনি শুনেছেন । আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BJP-তে যোগ দেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র ।

এবিষয়ে প্রশান্ত মিত্র জানান, এই জেলায় বহিরাগত একজনকে তৃণমূলের সভাপতি করেছে তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । কিন্তু এই সভাপতির আচরণ মেনে নিতে পারেনি এই জেলায় সংগঠকরা । তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদির ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি BJP-তে যোগ দিলেন । গঙ্গারামপুর থেকে একা BJP-তে যোগ দিলেও তাঁর সঙ্গে রয়েছেন পৌরসভার ছয় কাউন্সিলর এবং তাঁর অনুগামী তৃণমূলের সদস্যরা । তাদের সঙ্গে আলোচনা করেই তিনি আজ BJP-তে আসলেন। বাকিরা খুব দ্রুত BJP-তে আসছেন বলেই দাবি প্রশান্তর । এরপরেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ শুরু করবেন বলে জানান ।

Intro:জল্পনার অবসান, বিজেপিতে যোগদান দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র।।

গঙ্গারামপুর, ১ অক্টোবর: সব জল্পনার অবসান হল মঙ্গলবার। আজ কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ-র উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এদিন কলকাতায় পুজো মণ্ডপ উদ্ধোধন করতে আসেন রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। উদ্ধোধন শেষে রাজ্য নেতৃত্ব ও জেলা বিজেপির সভাপতিদের সঙ্গে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন অমিত শাহ। সেই অনুষ্ঠানেই নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত, বিপ্লব মিত্রের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র বিজেপিতে যোগ দেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন দিল্লীতে বিপ্লব মিত্র সহ জেলা পরিষদের ১০ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয়। সেই সময় দিল্লীতে বিজেপির সদর দফতরে হাজির থেকেও তিনি বিজেপিতে যোগ দেন নি৷ এদিকে দাদা বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেওয়ায় প্রশান্ত মিত্র ও চিরঞ্জীব মিত্রকে দল থেকে বহিস্কার করে জেলা তৃণমূল। এদিকে তৎকালীন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনে ১১ জন কাউন্সিলর। মাস দেড়েক আগে প্রশান্ত মিত্রের বিরুদ্ধে আনা অনাস্থা সভায় তৃণমূল পৌরসভার দখল নেয়। চেয়ারম্যান হন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকার। চেয়ারম্যান হাতছাড়া হতেই বিজেপিতে যোগদানের ঈঙ্গিত দেন। সূত্রের খবর, অবশেষে আজ বিজেপিতে যোগ দিলেন প্রশান্ত মিত্র। আজ সকালে কলকাতায় পৌঁছান প্রশান্ত মিত্র। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র উপস্থিতিতে বিজেপিতে যোগ দান তিনি।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, গতকালই বিষয়টি তিনি শুনেছেন। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বিজেপিতে যোগ দেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র।

এবিষয়ে প্রশান্ত মিত্র জানান, এই জেলায় বহিরাগত একজনকে তৃণমূলের সভাপতি করেছেন তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু এই সভাপতির আচরণ মেনে নিতে পারেনি এই জেলায় সংগঠকরা। তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীর ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে যোগ দিলেন। এদিন গঙ্গারামপুর থেকে একা বিজেপিতে যোগ দিলেও তার সাথে রয়েছেন পুরসভার ছয় কাউন্সিলর এবং তার অনুগামী তৃণমূলীরা। তাদের সাথে আলোচনা করেই তিনি এদিন বিজেপিতে আসলেন। বাকিরা খুব দ্রুত বিজেপিতে আসছেন বলেই দাবি প্রশান্তর। এরপরেই তিনি সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ শুরু করবেন বলে জানান।Body:Gangarampur Conclusion:Gangarampur
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.