ETV Bharat / state

"জেলাশাসকের নিরাপত্তার প্রয়োজন হলে আমাদেরও আছে" - loksabha election

প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দাবিতে ফের দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি কর্মচারীরা সরব হলেন। কেন্দ্রয়ীয় বাহিনী না থাকলে ভোট কেন্দ্রে যাবেন না বলে সব সরকারি কর্মচারী জানিয়ে দিলেন।

author img

By

Published : Apr 7, 2019, 11:43 PM IST

বালুরঘাট, ৭ এপ্রিল: "জেলাশাসক নিজেও নিরাপত্তার জন্য রক্ষী নিয়ে ঘোরেন। তাঁর যদি সুরক্ষার প্রয়োজন হয় তাহলে আমাদেরও আছে। আত্মরক্ষার অধিকার ও দাবি সংবিধান সম্মত।" প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ ফের দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীরা সরব হলেন। কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলে তাঁরা জানিয়েছেন। এই নিয়ে আজ বিকেলে জেলার স্কুল শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মীরা বালুরঘাট টাউন ক্লাবে বৈঠক করেন এবং তাঁদের দাবি নির্বাচনী আধিকারিককে লিখিতভাবে জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত রবিবার বালুরঘাট গার্লস কলেজে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মী। কিছু দিন আগে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে ABTA-র পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

আজ ফের সরকারি কর্মীরা এনিয়ে সরব হন এবং সিদ্ধান্ত নেন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা বুথে যাবেন না। এই বিষয়ে সরকারি কর্মী সুব্রত কুমার দে বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা সকলেরই জানা। উত্তর দিনাজপুরের রাজকুমারের মত এবারে আমাদের অবস্থা হবে না সেই গ্যারান্টি কে দেবে?"

বালুরঘাট, ৭ এপ্রিল: "জেলাশাসক নিজেও নিরাপত্তার জন্য রক্ষী নিয়ে ঘোরেন। তাঁর যদি সুরক্ষার প্রয়োজন হয় তাহলে আমাদেরও আছে। আত্মরক্ষার অধিকার ও দাবি সংবিধান সম্মত।" প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ ফের দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীরা সরব হলেন। কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলে তাঁরা জানিয়েছেন। এই নিয়ে আজ বিকেলে জেলার স্কুল শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মীরা বালুরঘাট টাউন ক্লাবে বৈঠক করেন এবং তাঁদের দাবি নির্বাচনী আধিকারিককে লিখিতভাবে জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গত রবিবার বালুরঘাট গার্লস কলেজে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মী। কিছু দিন আগে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে ABTA-র পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

আজ ফের সরকারি কর্মীরা এনিয়ে সরব হন এবং সিদ্ধান্ত নেন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা বুথে যাবেন না। এই বিষয়ে সরকারি কর্মী সুব্রত কুমার দে বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা সকলেরই জানা। উত্তর দিনাজপুরের রাজকুমারের মত এবারে আমাদের অবস্থা হবে না সেই গ্যারান্টি কে দেবে?"

Intro:জেলা শাসকের নিরাপত্তার প্রয়োজন হলে আমাদেরও আছে, প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ফের সরব সরকারি কর্মচারিরা।।

বালুরঘাট, ৭ এপ্রিল: জেলা শাসক নিজেও নিরাপত্তার জন্য রক্ষী নিয়ে ঘোরেন। তার যদি সুরক্ষার প্রয়োজন হয় তাহলে আমাদেরও আছে। সংবিধানে পরিস্কার উল্লেখ আছে আত্মরক্ষার অধিকার ও দাবি সংবিধান সম্মত। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দাবিতে ফের দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি কর্মচারীও সরব হলেন। কেন্দ্রয়ীয় বাহিনী না থাকলে ভোট কেন্দ্রে যাবেন না বলে সব সরকারি কর্মচারী সরব হলেন। এনিয়ে রবিবার বিকেলে জেলার স্কুল শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মীরা বালুরঘাট টাউন ক্লাবে বৈঠক করেন। এবং তাদের দাবি দাওয়া জেলা নির্বাচনী আধিকারিককে লিখিত ভাবে জানাবেন বলে জানিয়েছেন তারা।

ভোট ও গণনার কথা শুনলেই গত পঞ্চায়েত নির্বাচনে তিক্ত অভিজ্ঞতার কথা মনে ভেসে ওঠে ভোট কর্মীদের। কি রকম ভাবে জীবন সংশয়ের মধ্যেই ভোট কর্মীরা কাজ করেছেন। এবং জীবন নিয়ে বাড়ি ফিরে এসে সকলের মন্তব্য ছিল চাকরি গেলে যাক তবে আর ভোটের ডিউটি করবেন না। এবার লোকসভা নির্বাচন। আগামী ২৩ এপ্রিল ভোট ও ২৩ মে গণনা। এবারের নির্বাচনেও কি সেই একই অভিজ্ঞতার স্বীকার হতে হবে? এবারও কি জীবনের ঝুঁকি নিয়ে ভোটের ডিউটি করাতে হবে? এই প্রশ্ন এখন ভোট কর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে গত রবিবার বালুরঘাট গার্লস কলেজে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল শতাধিক ভোট কর্মী। কিছু দিন আগে ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে এবিটিএ-র পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন ফের সরকারি কর্মচারিরা একত্রি হয়। এবং সিদ্ধান্ত গ্রহণ করেন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা বুথে যাবেন না। বুথে যাবেন না এমনটাও নয়। তবে নির্বাচন কমিশনের দেওয়া পুস্তিকায় উল্লেখ রয়েছে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট গ্রহণ পর্বও শুরু হবে না। সেই জায়গা থেকে সরকারি কর্মীরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়েই এদিন আলোচন করেন তারা।  

এবিষয়ে সরকারি কর্মী সুব্রত কুমার দে জানান, গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা সকলেরই জানান। উত্তর দিনাজপুরের রাজকুমারের মত এবারে তাদের অবস্থা হবে না কারও সেই গ্যারেন্টি কে দেবে। কেন্দ্রীয় বাহিনী না থাকা অবস্থায় বুথে গেলে তারা ও পরিবার পরিজন আতঙ্কে থাকবে। এছাড়াও কমিশনের দেওয়া পুস্তিকায় পরিস্কার উল্লেখ আছে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট শুরুই হবে না। এছাড়া নিজেদের আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। সেই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা যাবেন না। এনিয়ে তারা লিখিত ভাবে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসককে জানাবেন।  


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.