বালুরঘাট, ৭ এপ্রিল: "জেলাশাসক নিজেও নিরাপত্তার জন্য রক্ষী নিয়ে ঘোরেন। তাঁর যদি সুরক্ষার প্রয়োজন হয় তাহলে আমাদেরও আছে। আত্মরক্ষার অধিকার ও দাবি সংবিধান সম্মত।" প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আজ ফের দক্ষিণ দিনাজপুর জেলার ভোটকর্মীরা সরব হলেন। কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথে যাবেন না বলে তাঁরা জানিয়েছেন। এই নিয়ে আজ বিকেলে জেলার স্কুল শিক্ষক ও অন্যান্য সরকারি কর্মীরা বালুরঘাট টাউন ক্লাবে বৈঠক করেন এবং তাঁদের দাবি নির্বাচনী আধিকারিককে লিখিতভাবে জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
গত রবিবার বালুরঘাট গার্লস কলেজে প্রশিক্ষণ নেওয়ার সময় প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান শতাধিক ভোটকর্মী। কিছু দিন আগে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে ABTA-র পক্ষ থেকে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।
আজ ফের সরকারি কর্মীরা এনিয়ে সরব হন এবং সিদ্ধান্ত নেন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে তারা বুথে যাবেন না। এই বিষয়ে সরকারি কর্মী সুব্রত কুমার দে বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার কথা সকলেরই জানা। উত্তর দিনাজপুরের রাজকুমারের মত এবারে আমাদের অবস্থা হবে না সেই গ্যারান্টি কে দেবে?"