ETV Bharat / state

বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বালুরঘাটে উদ্ধার মাদক - Balurghat

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রচুর মাদকদ্রব্য ৷ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে ৷

drug-injections-and-marijuana-recovered-from-balurghat
বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বালুরঘাটে উদ্ধার মাদক
author img

By

Published : Jul 6, 2021, 7:51 PM IST

বালুরঘাট, 6 জুলাই : বিএসএফের নারকোটিক বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার করল অবৈধভাবে মজুত রাখা প্রচুর নেশার ইঞ্জেকশন সিরিঞ্জ ও গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর হালদারপাড়ার বাঁশতলা এলাকায় । সেখান থেকে উদ্ধার হয় ওই ইঞ্জেকশন সিরিঞ্জ ও গাঁজা । যার বাজারদর লক্ষাধিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পরে বালুরঘাট শহরের মোক্তারপাড়া এলাকায় একটি অ্যাপার্টমেন্টের দু’টি ঘরে অভিযান চালাতে যায় পুলিশ ও বিএসএফের ওই দল । তবে সেই অ্যাপার্টমেন্টের ঘর তালা বন্ধ ছিল ও মালিকপক্ষের কেউ না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তদন্তকারীরা ফিরে যেতে বাধ্য হন । তবে বালুরঘাট শহরে মধ্যে এত পরিমাণ নেশার ইঞ্জেকশন সিরিঞ্জ উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন : বিধানসভায় পাস বিধান পরিষদ বিল

তবে যৌথ অভিযান চলার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে উদ্ধার হওয়া বস্তাবন্দি প্রচুর পরিমাণ নেশাজাতীয় ইঞ্জেকশন ও সিরিঞ্জ । পাশাপাশি একটি কাফ সিরাফের জাল লেবেল ও গাঁজা পাওয়ার ছবি ক্যামেরাবন্দি হয়েছে । সূত্র মারফত জানা গিয়েছে এই বিশাল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য কে বা কারা কী উদ্দেশ্যে শহরের মধ্যে মজুত করে রেখেছিল, সে নিয়ে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ । কিন্তু এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ বা পুলিশের কেউ ৷

তবে তল্লাশি যেহেতু বিএসএফ ছিল, তাই অনুমান করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্র জড়িয়ে থাকতে পারে ৷ এই বেআইনি সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করা হত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

আরও পড়ুন : বিধানসভাতে বিরোধীদের কণ্ঠস্বর আক্রান্ত হওয়ার অভিযোগে ওয়াকআউট বিজেপির

বালুরঘাট, 6 জুলাই : বিএসএফের নারকোটিক বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে উদ্ধার করল অবৈধভাবে মজুত রাখা প্রচুর নেশার ইঞ্জেকশন সিরিঞ্জ ও গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর হালদারপাড়ার বাঁশতলা এলাকায় । সেখান থেকে উদ্ধার হয় ওই ইঞ্জেকশন সিরিঞ্জ ও গাঁজা । যার বাজারদর লক্ষাধিক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

পরে বালুরঘাট শহরের মোক্তারপাড়া এলাকায় একটি অ্যাপার্টমেন্টের দু’টি ঘরে অভিযান চালাতে যায় পুলিশ ও বিএসএফের ওই দল । তবে সেই অ্যাপার্টমেন্টের ঘর তালা বন্ধ ছিল ও মালিকপক্ষের কেউ না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তদন্তকারীরা ফিরে যেতে বাধ্য হন । তবে বালুরঘাট শহরে মধ্যে এত পরিমাণ নেশার ইঞ্জেকশন সিরিঞ্জ উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে ৷

আরও পড়ুন : বিধানসভায় পাস বিধান পরিষদ বিল

তবে যৌথ অভিযান চলার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে উদ্ধার হওয়া বস্তাবন্দি প্রচুর পরিমাণ নেশাজাতীয় ইঞ্জেকশন ও সিরিঞ্জ । পাশাপাশি একটি কাফ সিরাফের জাল লেবেল ও গাঁজা পাওয়ার ছবি ক্যামেরাবন্দি হয়েছে । সূত্র মারফত জানা গিয়েছে এই বিশাল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য কে বা কারা কী উদ্দেশ্যে শহরের মধ্যে মজুত করে রেখেছিল, সে নিয়ে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ । কিন্তু এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ বা পুলিশের কেউ ৷

তবে তল্লাশি যেহেতু বিএসএফ ছিল, তাই অনুমান করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্র জড়িয়ে থাকতে পারে ৷ এই বেআইনি সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করা হত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

আরও পড়ুন : বিধানসভাতে বিরোধীদের কণ্ঠস্বর আক্রান্ত হওয়ার অভিযোগে ওয়াকআউট বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.