ETV Bharat / state

রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি, বংশীহারীতে পথ অবরোধ গ্রামবাসীদের

জামার এলাকার ব্রিজটি প্রায় 25 বছর ধরে খারাপ । 6 কিমি রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে । অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজনদের ।

বংশীহারী
author img

By

Published : Aug 20, 2019, 9:06 PM IST

Updated : Aug 20, 2019, 9:13 PM IST

বংশীহারী ( দক্ষিণ দিনাজপুর), 20 অগাস্ট : রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ঘটনা । আজ সকাল 9টা থেকে এলাকার সাধারণ মানুষ বংশীহারী থেকে মহিপাল যাওয়ার রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন । এর জেরে বন্ধ থাকে জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ । কিন্তু পুলিশের উপস্থিতিতেও অবরোধ চালিয়ে যায় সাধারণ মানুষ । বিকেল 5টা পর্যন্ত অবরোধ চলতে থাকে । অবশেষে বংশীহারী ব্লকের BDO সুদিস্না পালের ব্রিজ সংস্কারের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা ।

লোহার বিজ্রের ভগ্নদশা হয়ে রয়েছে ইংরেজের আমল থেকে । প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলেই । অভিযোগ, সরকারি দপ্তরে গিয়েও কোনও কাজ হয়নি । BDO দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য জানানো হলেও কোনও ফল হয়নি । মিলেছে শুধুই প্রতিশ্রুতি । পথ অবরোধ করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ । রোগীকে প্রথমে ঘাড়ে করে জামার স্ট্যান্ডে নিয়ে যেতে হয় বলে দাবি গ্রামবাসীদের । এই লোহার ব্রিজের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো । যার ফলে প্রায় প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জামার এলাকার ব্রিজটি প্রায় 25 বছর ধরে খারাপ । 6 কিমি রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে । অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজনদের । ব্লকের BDO-কে রাস্তা অবরোধের কথা জানান বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারীক । এরপরই যুগ্ম BDO সোনম আলজো লামা-সহ বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ।

গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন, "বংশীহারী ব্লকের জামার এলাকার রাস্তা ও ব্রিজ বেহাল হয়ে রয়েছে । প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি । রাস্তা সংস্কারের জন্য আমরা ইতিমধ্যেই তিন বার অবরোধ করেছি । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । আমরা দ্রুত রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি জানাচ্ছি ।" অন্য এক গ্রামবাসী
রেজাউল করিম বলেন, "রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য অবরোধ করেও কোনও কাজ হয়নি । এলাকার সব রাস্তা পাকা হয়ে গেলেও আমাদের রাস্তা এখনও পাকা হয়নি ।"

বংশীহারী ব্লকের BDO সুদিস্না পাল জানান, জেলার DM-র সঙ্গে কথা বলে অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করা হবে ।

বংশীহারী ( দক্ষিণ দিনাজপুর), 20 অগাস্ট : রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীরা । দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর ঘটনা । আজ সকাল 9টা থেকে এলাকার সাধারণ মানুষ বংশীহারী থেকে মহিপাল যাওয়ার রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন । এর জেরে বন্ধ থাকে জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ । কিন্তু পুলিশের উপস্থিতিতেও অবরোধ চালিয়ে যায় সাধারণ মানুষ । বিকেল 5টা পর্যন্ত অবরোধ চলতে থাকে । অবশেষে বংশীহারী ব্লকের BDO সুদিস্না পালের ব্রিজ সংস্কারের আশ্বাসে অবরোধ তোলেন গ্রামবাসীরা ।

লোহার বিজ্রের ভগ্নদশা হয়ে রয়েছে ইংরেজের আমল থেকে । প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া সকলেই । অভিযোগ, সরকারি দপ্তরে গিয়েও কোনও কাজ হয়নি । BDO দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য জানানো হলেও কোনও ফল হয়নি । মিলেছে শুধুই প্রতিশ্রুতি । পথ অবরোধ করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের । কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ । রোগীকে প্রথমে ঘাড়ে করে জামার স্ট্যান্ডে নিয়ে যেতে হয় বলে দাবি গ্রামবাসীদের । এই লোহার ব্রিজের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো । যার ফলে প্রায় প্রায়ই দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জামার এলাকার ব্রিজটি প্রায় 25 বছর ধরে খারাপ । 6 কিমি রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে । অ্যাম্বুলেন্স গ্রামে না ঢোকায় চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর পরিজনদের । ব্লকের BDO-কে রাস্তা অবরোধের কথা জানান বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারীক । এরপরই যুগ্ম BDO সোনম আলজো লামা-সহ বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গণেশ প্রসাদ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ।

গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন, "বংশীহারী ব্লকের জামার এলাকার রাস্তা ও ব্রিজ বেহাল হয়ে রয়েছে । প্রশাসনকে বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি । রাস্তা সংস্কারের জন্য আমরা ইতিমধ্যেই তিন বার অবরোধ করেছি । কিন্তু তাতেও কোনও লাভ হয়নি । আমরা দ্রুত রাস্তা ও ব্রিজ সংস্কারের দাবি জানাচ্ছি ।" অন্য এক গ্রামবাসী
রেজাউল করিম বলেন, "রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য অবরোধ করেও কোনও কাজ হয়নি । এলাকার সব রাস্তা পাকা হয়ে গেলেও আমাদের রাস্তা এখনও পাকা হয়নি ।"

বংশীহারী ব্লকের BDO সুদিস্না পাল জানান, জেলার DM-র সঙ্গে কথা বলে অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করা হবে ।

Intro:ব্রিজ এবং রাস্তার দাবীতে খুদেরাও সামিল পথ অবরোধে বংশীহারিতে ।।
বংশী হারি ; ২০ আগস্ট ;-মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশী হারি ব্লকের বংশী হারি থেকে মহিপাল যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন সকাল ৯ টা থেকেএলাকার সাধারণ মানুষ রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবিতে অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা প্রায় ৬ ঘন্টা ধরে রাজ্য সড়ক বন্ধ করে রাখায় আটকে পরে পণ্যবাহী ও যাত্রীবাহী বাস চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের ।অবরোধ তুলতে বংশী হারি থানার পুলিশ আসলে পুলিশ ফিরে চলে যায়।
ইংরেজদের আমলের লোহার ব্রিজের ভগ্ন দশা হয়ে রয়েছে।প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।সরকারের দপ্ততে ঘুরেও কোনো কাজ হয়নি।বিগত দিনে বহুবার বিডিও দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য যাওয়া হলেও তিনি শুধুই প্রতিশ্রুতি দিয়েছে।পর পর অনেকবার পথ অবরোধ হয়েছে ব্রিজ সংস্কারের জন্য।গ্রামে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে ঘাড়ে করে জামার স্ট্যান্ড এ নিয়ে তারপর হাসপাতালে নিয়ে যেতে হয়।বর্তমানে প্রতিদিন লোহার ব্রিজের উপর বাঁশের সাঁকো দিয়ে যেতে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। চরম দুর্ভোগে স্থানীয়রা
স্থানীয় সূত্রে জানাগিয়েছে জামার এলাকার ব্রিজটি প্রায় ২৫ বছর ধরে খারাপ ,স্থানীও লোকজন বিডিও সহ মহকুমা শাসক কে বহুবার বলা সত্তেও ৬ কিমি রাস্তা সংস্কারের কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গর্ত হয়েছে বলে অভিযোগ। বর্ষা চলে আশায় গ্রামে ঢুকছেনা কোনো অ্যাম্বুলেন্স গ্রামে রুগী অসুস্থ হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ছাত্র ছাত্রী রাস্তা খারাপ থাকার কারণে স্কুল কলেজে যেতে পারছেনা বলে অভিযোগ করছেন গ্রামবাসী। গ্রামবাসী স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় পথ অবরোধ করেন ।খবর যায় বংশী হারি থানায় । বংশী হারি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসলে পুলিশ ফিরে চলে যায় । অবস্থা বেগতিক বুঝলে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্লকের বিডিও কে বিষয়টি জানান । জয়েন বিডিও সোনম আলজো লামা সহ বংশী হারি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গনেশ প্রসাদ এলাকার লোকজনের সাথে কথা বলে রাস্তার সংস্কারের বিষয় নিয়ে ।
এই বিষয়ে গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন আমাদের বংশী হারি ব্লকের জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি ।আমাদের এই রাস্তা জুড়ে গর্ত খুঁড়ে রেখেছে রাত্রির অন্ধকারে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও ছাত্র ছাত্রী থেকে গ্রামের সাধারণ মানুষ বর্ষায় চলাচল করতে পারছেনা। আমরা দ্রুত রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবি জানায়।
রেজাউল করিম নামে আরও এক গ্রামবাসী বলেন জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি রাস্তা দিয়ে লোকজন চলার সময় বহু দুর্ঘটনার সম্মুখিন হতে হয়েছে ,বর্ষার সময় খুব কাঁদা হয় ,চলাচলের জন্য অযোগ্য হয়ে পরে ,এলাকার সব রাস্তা পাকা হয়েছে কিন্তু আমাদের এই রাস্তা কি কারনে হয় নি ,রাতের বেলা রুগী আনতে অনেক অসুবিধা হয় ,আমরা রাস্তা এবং ব্রিজ চাই ।
বংশী হারি বলকের বিডিও সুদিস্না পাল জানান তিনি জেলা সমাহর্তার সাথে কথা বলে অতি সত্তর যেন এই এলাকার সমস্যার সমাধান হয় তার চেষ্টা করবে ।
Body:ব্রিজ এবং রাস্তার দাবীতে খুদেরাও সামিল পথ অবরোধে বংশীহারিতে ।।
বংশী হারি ; ২০ আগস্ট ;-মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশী হারি ব্লকের বংশী হারি থেকে মহিপাল যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন সকাল ৯ টা থেকেএলাকার সাধারণ মানুষ রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবিতে অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা প্রায় ৬ ঘন্টা ধরে রাজ্য সড়ক বন্ধ করে রাখায় আটকে পরে পণ্যবাহী ও যাত্রীবাহী বাস চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের ।অবরোধ তুলতে বংশী হারি থানার পুলিশ আসলে পুলিশ ফিরে চলে যায়।
ইংরেজদের আমলের লোহার ব্রিজের ভগ্ন দশা হয়ে রয়েছে।প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।সরকারের দপ্ততে ঘুরেও কোনো কাজ হয়নি।বিগত দিনে বহুবার বিডিও দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য যাওয়া হলেও তিনি শুধুই প্রতিশ্রুতি দিয়েছে।পর পর অনেকবার পথ অবরোধ হয়েছে ব্রিজ সংস্কারের জন্য।গ্রামে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে ঘাড়ে করে জামার স্ট্যান্ড এ নিয়ে তারপর হাসপাতালে নিয়ে যেতে হয়।বর্তমানে প্রতিদিন লোহার ব্রিজের উপর বাঁশের সাঁকো দিয়ে যেতে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। চরম দুর্ভোগে স্থানীয়রা
স্থানীয় সূত্রে জানাগিয়েছে জামার এলাকার ব্রিজটি প্রায় ২৫ বছর ধরে খারাপ ,স্থানীও লোকজন বিডিও সহ মহকুমা শাসক কে বহুবার বলা সত্তেও ৬ কিমি রাস্তা সংস্কারের কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গর্ত হয়েছে বলে অভিযোগ। বর্ষা চলে আশায় গ্রামে ঢুকছেনা কোনো অ্যাম্বুলেন্স গ্রামে রুগী অসুস্থ হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ছাত্র ছাত্রী রাস্তা খারাপ থাকার কারণে স্কুল কলেজে যেতে পারছেনা বলে অভিযোগ করছেন গ্রামবাসী। গ্রামবাসী স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় পথ অবরোধ করেন ।খবর যায় বংশী হারি থানায় । বংশী হারি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসলে পুলিশ ফিরে চলে যায় । অবস্থা বেগতিক বুঝলে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্লকের বিডিও কে বিষয়টি জানান । জয়েন বিডিও সোনম আলজো লামা সহ বংশী হারি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গনেশ প্রসাদ এলাকার লোকজনের সাথে কথা বলে রাস্তার সংস্কারের বিষয় নিয়ে ।
এই বিষয়ে গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন আমাদের বংশী হারি ব্লকের জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি ।আমাদের এই রাস্তা জুড়ে গর্ত খুঁড়ে রেখেছে রাত্রির অন্ধকারে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও ছাত্র ছাত্রী থেকে গ্রামের সাধারণ মানুষ বর্ষায় চলাচল করতে পারছেনা। আমরা দ্রুত রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবি জানায়।
রেজাউল করিম নামে আরও এক গ্রামবাসী বলেন জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি রাস্তা দিয়ে লোকজন চলার সময় বহু দুর্ঘটনার সম্মুখিন হতে হয়েছে ,বর্ষার সময় খুব কাঁদা হয় ,চলাচলের জন্য অযোগ্য হয়ে পরে ,এলাকার সব রাস্তা পাকা হয়েছে কিন্তু আমাদের এই রাস্তা কি কারনে হয় নি ,রাতের বেলা রুগী আনতে অনেক অসুবিধা হয় ,আমরা রাস্তা এবং ব্রিজ চাই ।
বংশী হারি বলকের বিডিও সুদিস্না পাল জানান তিনি জেলা সমাহর্তার সাথে কথা বলে অতি সত্তর যেন এই এলাকার সমস্যার সমাধান হয় তার চেষ্টা করবে ।
Conclusion:ব্রিজ এবং রাস্তার দাবীতে খুদেরাও সামিল পথ অবরোধে বংশীহারিতে ।।
বংশী হারি ; ২০ আগস্ট ;-মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশী হারি ব্লকের বংশী হারি থেকে মহিপাল যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিন সকাল ৯ টা থেকেএলাকার সাধারণ মানুষ রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবিতে অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা প্রায় ৬ ঘন্টা ধরে রাজ্য সড়ক বন্ধ করে রাখায় আটকে পরে পণ্যবাহী ও যাত্রীবাহী বাস চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের ।অবরোধ তুলতে বংশী হারি থানার পুলিশ আসলে পুলিশ ফিরে চলে যায়।
ইংরেজদের আমলের লোহার ব্রিজের ভগ্ন দশা হয়ে রয়েছে।প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।সরকারের দপ্ততে ঘুরেও কোনো কাজ হয়নি।বিগত দিনে বহুবার বিডিও দপ্তরে ব্রিজ সংস্কারের জন্য যাওয়া হলেও তিনি শুধুই প্রতিশ্রুতি দিয়েছে।পর পর অনেকবার পথ অবরোধ হয়েছে ব্রিজ সংস্কারের জন্য।গ্রামে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে ঘাড়ে করে জামার স্ট্যান্ড এ নিয়ে তারপর হাসপাতালে নিয়ে যেতে হয়।বর্তমানে প্রতিদিন লোহার ব্রিজের উপর বাঁশের সাঁকো দিয়ে যেতে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। চরম দুর্ভোগে স্থানীয়রা
স্থানীয় সূত্রে জানাগিয়েছে জামার এলাকার ব্রিজটি প্রায় ২৫ বছর ধরে খারাপ ,স্থানীও লোকজন বিডিও সহ মহকুমা শাসক কে বহুবার বলা সত্তেও ৬ কিমি রাস্তা সংস্কারের কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ায় রাস্তার বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গর্ত হয়েছে বলে অভিযোগ। বর্ষা চলে আশায় গ্রামে ঢুকছেনা কোনো অ্যাম্বুলেন্স গ্রামে রুগী অসুস্থ হয়ে পড়লে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ছাত্র ছাত্রী রাস্তা খারাপ থাকার কারণে স্কুল কলেজে যেতে পারছেনা বলে অভিযোগ করছেন গ্রামবাসী। গ্রামবাসী স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় পথ অবরোধ করেন ।খবর যায় বংশী হারি থানায় । বংশী হারি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসলে পুলিশ ফিরে চলে যায় । অবস্থা বেগতিক বুঝলে বংশী হারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্লকের বিডিও কে বিষয়টি জানান । জয়েন বিডিও সোনম আলজো লামা সহ বংশী হারি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গনেশ প্রসাদ এলাকার লোকজনের সাথে কথা বলে রাস্তার সংস্কারের বিষয় নিয়ে ।
এই বিষয়ে গ্রামবাসী মমিনুল ইসলাম বলেন আমাদের বংশী হারি ব্লকের জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি ।আমাদের এই রাস্তা জুড়ে গর্ত খুঁড়ে রেখেছে রাত্রির অন্ধকারে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও ছাত্র ছাত্রী থেকে গ্রামের সাধারণ মানুষ বর্ষায় চলাচল করতে পারছেনা। আমরা দ্রুত রাস্তা এবং ব্রিজ সংস্কারের দাবি জানায়।
রেজাউল করিম নামে আরও এক গ্রামবাসী বলেন জামার এলাকার রাস্তা এবং ব্রিজ গ্রামীণ রাস্তা বেহাল হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে ব্লক প্রশাসন কে বহুবার বলা সত্তেও কোন কাজ না করায় আমরা তিনবার এই রাস্তা অবরোধ করেছি কিন্তু কোন লাভ হয় নি রাস্তা দিয়ে লোকজন চলার সময় বহু দুর্ঘটনার সম্মুখিন হতে হয়েছে ,বর্ষার সময় খুব কাঁদা হয় ,চলাচলের জন্য অযোগ্য হয়ে পরে ,এলাকার সব রাস্তা পাকা হয়েছে কিন্তু আমাদের এই রাস্তা কি কারনে হয় নি ,রাতের বেলা রুগী আনতে অনেক অসুবিধা হয় ,আমরা রাস্তা এবং ব্রিজ চাই ।
বংশী হারি বলকের বিডিও সুদিস্না পাল জানান তিনি জেলা সমাহর্তার সাথে কথা বলে অতি সত্তর যেন এই এলাকার সমস্যার সমাধান হয় তার চেষ্টা করবে ।
Last Updated : Aug 20, 2019, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.