বংশীহারি, 1 জুন : করোনাতে মৃতের আত্মার শান্তি কামনায় ঘাটকাজ, শ্রাদ্ধানুষ্ঠান ছোট করে করলেও ব্রাহ্মণ ভোজন ও অতিথি আপ্যায়ন থেকে বিরত থাকল গঙ্গারামপুরের সাহা পরিবার । তার পরিবর্তে মঙ্গলবার বুনিয়াদপুরে বড়াইলের এক অনাথ আশ্রমে 50 জন আবাসিককে খাবার, জামা কাপড়, বইখাতা বিতরণ করল মৃতের পরিবার । গত 19 মে করোনায় মৃত্যু হয়েছে গঙ্গারামপুরের ভারতী সাহার ৷ স্ত্রী’র আত্মার শান্তি কামনায় এদিন বড়াইল আশ্রমে বিশ্বনাথ সাহা মেয়ে মৌসুমী সাহা, জামাই অভিষেক সাহা ও নাতি রাকেশকে নিয়ে এই দান করলেন ৷
গঙ্গারামপুরের সুকান্তনগরের বাসিন্দা ভারতী সাহা । গত 8 মে তিনি করোনা আক্রান্ত হন । প্রথমে তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় ৷ পরে ওই দিন বালুরঘাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয় । পরদিন সেখান থেকে থেকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় । সেখানে 10 দিন ভর্তি থাকার পর 19 মে মারা যান ভারতী সাহা ৷ নিয়ম মেনে মালদার কালিয়াচকের শেষকৃত্য সম্পন্ন হয় ।
আরও পড়ুন : দুর্গাপুরের দুই বিধায়কের খাদ্যসামগ্রী বিতরণ
আজ বুনিয়াদপুর 2 নং ওয়ার্ডে বড়াইল উপজাতি কল্যাণ সংঘের অনাথ আশ্রমে 50 জন দুঃস্থ ও অনাথ শিশুদের 44 রকম সামগ্রী বিতরণ করেন মৃতের স্বামী বিশ্বনাথ সাহা ৷