ETV Bharat / state

পাচারের আগে উদ্ধার ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট

১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। ট্যাবলেটগুলির বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 17, 2019, 10:34 PM IST

হিলি, ১৭ মার্চ : ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল BSF। গতকাল ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁড়িপুকুর এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অফুজ্জা বিবি (৩০)। তাঁর বাড়ি হিলির হাঁড়িপুকুর এলাকায়। ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দিয়েছে BSF।

গতকাল বিকেলে BSF-র ১৯৯ ব্যাটেলিয়নের গোয়েন্দারা হিলির হাঁড়িপুকুর এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি করা হয়। ওই মহিলার গোপনাঙ্গ থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৫ লাখ টাকা। এরপরই BSF-র পক্ষ থেকে কলকাতা NCB-র দপ্তরে খবর দেওয়া হয়। আজ বিকেলে কলকাতা থেকে NCB-র আধিকারিকরা হিলিতে পৌঁছায়। তদন্ত শুরু করেছে NCB।

হিলিতে দু'মাসের মধ্যে পরপর দু'বার যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। এর ফলে BSF এবং প্রশাসন চিন্তিত।

হিলি, ১৭ মার্চ : ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল BSF। গতকাল ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁড়িপুকুর এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অফুজ্জা বিবি (৩০)। তাঁর বাড়ি হিলির হাঁড়িপুকুর এলাকায়। ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দিয়েছে BSF।

গতকাল বিকেলে BSF-র ১৯৯ ব্যাটেলিয়নের গোয়েন্দারা হিলির হাঁড়িপুকুর এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি করা হয়। ওই মহিলার গোপনাঙ্গ থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৫ লাখ টাকা। এরপরই BSF-র পক্ষ থেকে কলকাতা NCB-র দপ্তরে খবর দেওয়া হয়। আজ বিকেলে কলকাতা থেকে NCB-র আধিকারিকরা হিলিতে পৌঁছায়। তদন্ত শুরু করেছে NCB।

হিলিতে দু'মাসের মধ্যে পরপর দু'বার যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। এর ফলে BSF এবং প্রশাসন চিন্তিত।

Intro:দলের কোন্দল মেটাতে কর্মীদের জেলা সভাপতি বার্তা দেবেন, নাম ঘোষণার পর মন্তব্য অর্পিতার।।

বালুরঘাট, ১২ মার্চ: বালুঘাট আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। অবশেষে মঙ্গলবার কলকাতা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বালুরঘাট আসনে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী হিসেবে টিকিট পাচ্ছেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। নিজের নাম ঘোষণার পরই এদিন বিকেলে বালুরঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল পাড়া এলাকায় দেয়াল লেখার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন অর্পিতা ঘোষ। সঙ্গে ছিলেন জেলার অন্যান্য নেতৃত্ব। প্রার্থীর নাম ঘোষণার পরই একের পর এক শুভেচ্ছা বার্তা ফোনে আসছিল। কেউ কেউ দেখা করার জন্য বাড়িতেও চলে আসছিলেন শুভেচ্ছা জানানোর জন্য।

এদিকে বালুঘাট আসনে কে হবেন তৃণমূলের প্রার্থী তা নিয়ে দলের অন্দরেই চলছিল কোন্দল। সে কোন্দল যাতে আসন্ন নির্বাচনে না পড়ে তাই গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতির উপরই দায়িত্ব চাপালেন অর্পিতা। কলকাতা থেকে জেলায় ফেরার পরই জেলা সভাপতি সঙ্গে এ নিয়ে কথা বলবেন এবং তিনি এনিয়ে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেবেন। এবারের নির্বাচনে রেলকেও হাতিয়ার করার ইঙ্গিত দেন তিনি।

এবারও প্রার্থী হচ্ছেন এ মনটা অনেক আগেই টের পেয়েছিলেন অর্পিতা ঘোষ। তাই প্রায় দিন ১৫ আগে থেকেই বালুরঘাটের কলেজপাড়া এলাকায় বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন তিনি। নির্বাচনের আগে জেলার সংগঠনকে মজবুত করার জন্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট বৈঠক করেন তিনি। নাম ঘোষণার পরই দলীয় কর্মী সমর্থকদের মাঠে নামার নির্দেশ দেন অর্পিতা।

অন্য দিকে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষের নাম ঘোষণা করার পর জেলা সভাপতি বিপ্লব মিত্রের অনুগামীরা ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কারো বক্তব্য অর্পিতাকে প্রার্থী করায় বিজেপির হাত শক্ত করা হল। আবার কারও মন্তব্য বালুঘাট আসন কনফার্ম করল বিজেপি। যদি এবিষয়ে জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

অন্যদিকে এবিষয়ে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ জানান, গত পাঁচ বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট প্রচার করবেন। পাশাপাশি বিজেপির জনবিরোধী সব সিদ্ধান্তকেও মানুষের সামনে আনবেন। পাশাপাশি দলের গোষ্ঠী কোন্দল মেটাতে জেলা সভাপতি বিপ্লব মিত্রই বার্তা দেবেন। তৃণমূল কর্মী সমর্থক রা সকলে একসঙ্গে কাজ করেন বলে তিনি বিশ্বাস করেন।


Body:Balurghat


Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.