গঙ্গারামপুর, 13 মে : জেলার হাসপাতাল গুলিতে রক্তসংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করলো গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল গঙ্গারামপুর দেবীকোট ভবনে।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি মিঠু জোয়াদ্দার,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার,ভাইস চেয়ারম্যান রাকেশ পণ্ডিত ,গঙ্গারামপুর টাউন মহিলা কংগ্রেসের সভাপতি শম্পা সরকার,সহ আরও অনেকে। প্রায় 40 জন রক্ত দেন । রক্ত সংকট দূর করতেই গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ নেয় ।
কোরোনা ভাইরাস রুখতে গোটা দেশে চলছে লকডাউন। আর লকডাউনের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তসংকট। রক্তসংকট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এর আগে স্বেচ্ছায় রক্তদান করেছে পুলিশ। পরবর্তীতে রক্তদান শিবিরের আয়োজন করেছে জেলার বিভিন্ন ক্লাবগুলি। এর সঙ্গে এবার রক্তের আকাল দূর করতে এগিয়ে এল গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। আজ গঙ্গারামপুরের দেবীকোট ভবনে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন 40 জন মহিলা।
এই বিষয়ে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মিঠু জোয়াদ্দার জানান ,লকডাউনে চলছে রক্ত সংকট । রক্তের আকাল দূর করতে সেই জন্যও মহিলারা উদ্যোগ নিয়েছে ।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার জানান আজকে গঙ্গারামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেবিকোট ভবনে রক্তদান শিবিরের ব্যাবস্থা করা হয় । এখানে মোট 40 জন রক্তদাতা রক্ত দেয় । কোরোনা ভাইরাস রুখতে গোটা দেশের সঙ্গে রাজ্য জুড়ে চলছে লকডাউন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে রক্তসংকট। সেই রক্তসংকট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহিলা তৃণমূল কংগ্রেস এই রক্ত দানের উদ্যোগ নেয় ।