ETV Bharat / state

তৃণমূল নেতার চা বাগান তছনছ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

চোপড়ায় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যের চা বাগানে হামলা চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রাতের অন্ধকারে তৃণমূল নেতার সাড়ে চার বিঘা চা বাগানে ঢুকে গাছ উপড়ে ফেলা হয় বলে অভিযোগ ৷

author img

By

Published : May 26, 2021, 5:14 PM IST

bjp workers accused to uprooting trees in tea garden of Trinamool leader in south dinajpur
তৃণমূল নেতার চা বাগানে গাছ উপড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রায়গঞ্জ, 26 মে : তৃণমূল নেতার চা বাগানে তছনছ করার় অভিযোগ বিজেপি বিরুদ্ধে । বুধবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে । স্থানীয় সূত্রে খবর, ঝাড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানার সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে ৷ এমনকি রাতের অন্ধকারে কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে কেউ বা কারা ৷ ঘটনায় স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হাসান কামাল রানা ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির তরফে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ করা হয়েছে ৷

তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে । তাঁর অভিযোগ, 2021 বিধানসভা ভোটে হারের পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ তৈরি করেছে বিজেপি ৷ সেই সঙ্গে পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের চা বাগান ও দোকানপাটে হামলা চালাচ্ছে তারা ।

আরও পড়ুন : কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় । এদিকে তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করেছেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন । তিনি বলেন, ‘‘ভোট গণনার পর থেকে চোপড়া বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে । তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকি তৃণমূলের অত্যাচারে বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছেন না ।’’ তাই বিজেপি কর্মীরা কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

রায়গঞ্জ, 26 মে : তৃণমূল নেতার চা বাগানে তছনছ করার় অভিযোগ বিজেপি বিরুদ্ধে । বুধবার সকালে ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে । স্থানীয় সূত্রে খবর, ঝাড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানার সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে ৷ এমনকি রাতের অন্ধকারে কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে কেউ বা কারা ৷ ঘটনায় স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হাসান কামাল রানা ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ বিজেপির তরফে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগ করা হয়েছে ৷

তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে । তাঁর অভিযোগ, 2021 বিধানসভা ভোটে হারের পর থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি পরিবেশ তৈরি করেছে বিজেপি ৷ সেই সঙ্গে পরিকল্পিতভাবে তৃণমূল নেতাদের চা বাগান ও দোকানপাটে হামলা চালাচ্ছে তারা ।

আরও পড়ুন : কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায় । এদিকে তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করেছেন উত্তর দিনাজপুর বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন । তিনি বলেন, ‘‘ভোট গণনার পর থেকে চোপড়া বিধানসভার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে । তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ এমনকি তৃণমূলের অত্যাচারে বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছেন না ।’’ তাই বিজেপি কর্মীরা কীভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.