বালুরঘাট, 10 মে : দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল চেয়ারম্যান তথা হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৷ সেই কারণেই উচ্ছ্বাসে মেতে উঠল বালুরঘাটের তৃণমূল কর্মীরা ৷ সোমবার বালুরঘাটের সাহেব কাছারিতে সবুজ আবির মেখে, বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে তৃণমূলকর্মীরা ।
দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা বিপ্লব মিত্র পূর্ণমন্ত্রী হয়েছেন ৷ এই খবর প্রচার হতেই খুশিতে মাতলো তৃণমূলের কর্মী-সমর্থকরা । তৃণমূলের এই বর্ষীয়ান নেতা জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন । পরবর্তী সময়ে তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে বিজেপিতে যোগদান করেন তিনি । কিন্তু মাস কয়েকের মধ্যে বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরে আসেন তিনি ৷ তারপর হরিরামপুর থেকে বিধায়ক পদে লড়ে বিধায়ক হয়েছেন তিনি । তৃণমূলের দীর্ঘদিনের কর্মী ও জেলায় তৃণমূলের অভিভাবক বলে পরিচিত বিপ্লব মিত্র মন্ত্রিত্ব পাচ্ছেন এই খবর প্রচার হতেই জেলা তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় ৷
আরও পড়ুন : বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ, উপ মুখ্যসচেতক তাপস রায়
এদিন বালুরঘাটের সাহেব কাছারিতে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে বিপ্লব মিত্রের শপথগ্রহণ অনুষ্ঠান দেখানো হয় । পাশাপাশি বাজি ফাটিয়ে আবির মেখে মিষ্টিমুখ করে তৃণমূলের কর্মীরা ৷ তৃণমূল কর্মী শাশ্বতী দাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন । পাশাপাশি জেলার নেতা বিপ্লব মিত্র মন্ত্রী হাওয়ায় তাঁরা খুশি । সেই কারণেই সবাই মিলে আনন্দ ভাগ করে নিচ্ছেন । তবে, এই আনন্দ ভাগ করে নিতে কোভিড বিধিকে শিকেয় তুলল তৃণমূলের কর্মী সমর্থকরা ৷