ETV Bharat / state

স্কুলে পড়ে নষ্ট হচ্ছে সবুজসাথির সাইকেল - south dinajpur

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

সাইকেল
author img

By

Published : Jun 23, 2019, 11:54 PM IST

Updated : Jun 25, 2019, 9:06 AM IST

কুশমণ্ডি, 23 জুন : সাইকেল আছে, কিন্তু পড়ুয়া নেই । স্কুলের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজসাথি প্রকল্পের সাইকেল । হুঁশ নেই ব্লক প্রশাসনের ।

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । ব্লক প্রশাসনের তরফে মানিকোর উচ্চ বিদ্যালয়কে সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছিল । দেখা যায়, প্রায় 50 টি সাইকেল স্কুলের ঘরে এখনও পড়ে রয়েছে । এজন্য স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকেই দায়ি করেছে ।

আরও পড়ুন : বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP : ভিক্টর

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক চরণ সাহা জানান, সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । ব্লক প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কাজ হয়নি । যদিও BDO সোহম চৌধুরি বলেন, "এরকম কোনও অভিযোগ জানানো হয়নি । আমরা চারটি ফেজ়ে সাইকেল পাঠিয়েছি । বেশিরভাগ ছাত্র স্কুল থেকে সাইকেল নিয়ে যায় । যেসব ছাত্র সাইকেল নেয়নি, সেই সাইকেলগুলো স্কুলে পড়ে রয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

দেখুন ভিডিয়ো

কুশমণ্ডি, 23 জুন : সাইকেল আছে, কিন্তু পড়ুয়া নেই । স্কুলের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজসাথি প্রকল্পের সাইকেল । হুঁশ নেই ব্লক প্রশাসনের ।

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ে সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । এই বিষয়ে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । ব্লক প্রশাসনের তরফে মানিকোর উচ্চ বিদ্যালয়কে সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছিল । দেখা যায়, প্রায় 50 টি সাইকেল স্কুলের ঘরে এখনও পড়ে রয়েছে । এজন্য স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসনকেই দায়ি করেছে ।

আরও পড়ুন : বাংলায় মমতার আঁচল ধরে টানছে BJP : ভিক্টর

এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক চরণ সাহা জানান, সবুজসাথি প্রকল্পের সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে । ব্লক প্রশাসনকে বহুবার জানানো সত্ত্বেও কাজ হয়নি । যদিও BDO সোহম চৌধুরি বলেন, "এরকম কোনও অভিযোগ জানানো হয়নি । আমরা চারটি ফেজ়ে সাইকেল পাঠিয়েছি । বেশিরভাগ ছাত্র স্কুল থেকে সাইকেল নিয়ে যায় । যেসব ছাত্র সাইকেল নেয়নি, সেই সাইকেলগুলো স্কুলে পড়ে রয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:কুশমন্ডি ব্লকের যুগ্ম বিডিও র বক্তব্য। Body:কুশমন্ডি ব্লকের যুগ্ম বিডিও র বক্তব্য। Conclusion:কুশমন্ডি ব্লকের যুগ্ম বিডিও র বক্তব্য।
Last Updated : Jun 25, 2019, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.