বংশীহারি, 20 মার্চ : বিক্ষুব্ধ দলীয় কর্মীদের মান ভাঙাতে শনিবার শহর ও পঞ্চায়েত স্তরে মিটিং করলেন হরিরামপুরের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় । তাঁর প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই বহিরাগত প্রার্থীকে মেনে নেওয়া হবে না বলে হরিরামপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । হরিরামপুর বাজারে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগিয়ে দেন বিজেপির কর্মী-সমর্থকেরা । এমনকি বিজেপির বুনিয়াদপুর পার্টি অফিসও ভাঙচুর করেন তাঁরা ।
এই ঘটনার দু'দিনের মধ্যেই হরিরামপুর বিধানসভার বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ কর্মী -সমর্থকদের নিয়ে প্রার্থী নিজেই মিটিং করা শুরু করেন । দলের কর্মীদের সঙ্গে পরিচিত হতে বুনিয়াদপুর পুরসভা সহ গোটা বংশীহারি ব্লক ছুটে বেড়াচ্ছেন নীলাঞ্জনবাবু। হরিরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মণ্ডল কমিটির মিটিং মঙ্গলবার শেষ করার পর নির্বাচনী প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী ।
আরও পড়ুন : বিজেপিকে রুখতে এবার অসম কংগ্রেসের ইস্তাহারে গো-শালা তৈরির প্রতিশ্রুতি
দলীয় সভায় নীলাঞ্জন রায় বলেন , ‘‘এবারের বিধানসভা নির্বাচনে হরিরামপুর আসন থেকে তৃতীয় স্থানে যাবে তৃণমূল । 294 টা কেন্দ্রে বিজেপির একজনই প্রার্থী তিনি হলেন নরেন্দ্র মোদী "। দলীয় কর্মীদের একাংশ বিক্ষিপ্ত ভাবে দুই এক জায়গায় ক্ষোভ দেখালেও নিশ্চিত জয় বিজেপিরই হবে বলে দাবি করেন তিনি । প্রসঙ্গত, বৃহস্পতিবার দলীয় প্রার্থী ঘোষণা হওয়ার পরেই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কেন্দ্রের কয়েকটি জায়গায় বিজেপি কর্মীদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করেন ৷ তবে নীলাঞ্জনবাবু নিজের উদ্যোগে এদিনের মিটিংয়ের পর কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো ।
গাঙ্গুরিয়া ও বুনিয়াদপুর সহ শনিবার আলাদা আালদা ভাবে সমস্ত মণ্ডলে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন নীলাঞ্জনবাবু । সন্ধ্যায় বুনিয়াদপুরের একটি লজে প্রথম সভায় তিনি বলেন, "শুধু হরিরামপুর নয়, দক্ষিণ দিনাজপুরের 6টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন । সব আসনেই বিজেপি প্রচুর ভোটের ব্যবধানে তৃণমূলকে পরাস্ত করবে । 2021 সালে বিজেপি রাজ্যে ক্ষমতার আসছে ৷"
এদিন মান অভিমান ভুলে দলীয় কর্মীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি ।