বালুরঘাট, 4 এপ্রিল : বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর এই চার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা গতকাল মনোনয়ন জমা দিলেন ৷ মনোনয়ন জমা দেওয়ার পর মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ মঙ্গলপুর থেকে বালুরঘাট হাইস্কুল মাঠ পর্যন্ত মিছিল হয় ৷ মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো ৷
আরও পড়ুন : এবার টুনিকে নিয়ে দিন বদলের ডাক বামেদের
গতকালের ওই মিছিলের প্রথম সারিতে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন ৷ এছাড়া ছিলেন 4 প্রার্থী ৷ বালুরঘাটের অশোক লাহিড়ি, তপনের বুধরাই টুডু, কুমারগঞ্জের মানস সরকার ও গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায় ৷ মিছিলের আগে বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের নির্বাচন দফতরে মনোনয়ন জমা দেন তাঁরা ৷
দক্ষিণ দিনাজপুরের 6টি আসন ৷ এই আসন সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত আসনই বিজেপির দখলে আসতে চলেছে বলে জানালেন দেবশ্রী চৌধুরী ৷ জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী সুকান্ত মজুমদার বলেন, "বালুরঘাট, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের 4 প্রার্থী মনোনয়ন দাখিল করেন ৷ মূলত বেকারের কর্মসংস্থানের বিষয় নিয়ে প্রচারে নামা হবে ৷ জেলার সমস্ত আসনেই বিজেপি জিতবে ৷"