ETV Bharat / state

কোরোনার থাবা বালুরঘাট জেলা শাসকের অফিসে - জেলা শাসক নিখিল নির্মল

শুক্রবার জেলা শাসকের অফিসের ওই কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । তারপরই বন্ধ করে দেওয়া হয় জেলা শাসকের কার্যালয়। জেলা শাসকের পাশাপশি অফিসে কর্মরত অন্যান্য কর্মীদেরও পাঠানো হয়েছে হোম আইসোলেশনে।

বালুরঘাট
বালুরঘাট
author img

By

Published : Jul 22, 2020, 4:28 AM IST

বালুরঘাট, 22 জুলাই : এবার কোরোনার থাবা জেলা শাসকের অফিসে। জেলা শাসকের অফিসেকর্মরত কর্মীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর বন্ধ করে দেওয়া হল জেলা শাসকেরকার্যালয়। বর্তমানে হোম আইসোলেশনে বালুরঘাটের জেলা শাসক নিখিল নির্মল।

শুক্রবার জেলা শাসকের অফিসের ওই কর্মীর শরীরে কোরোনা ভাইরাসেরসংক্রমণ ধরা পড়ে । তারপরই বন্ধ করে দেওয়া হয় জেলা শাসকের কার্যালয়। জেলাশাসকের পাশাপশি অফিসে কর্মরত অন্যান্য কর্মীদেরও পাঠানো হয়েছে হোম আইসোলেশনে।আপাতত হোম আইসোলেশনে থাকা কর্মীরা ওয়ার্ক ফর্ম হোম করছেন। বাকিরা বালুরঘাট সার্কিটহাউজ় থেকে কাজ করছেন। গতকাল স্যানিটাইজ় করা হয় অফিস।

শুধুমাত্র জেলা শাসকের কার্যালয়ে নয়, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগেরও একই অবস্থা। বর্তমানে খুবঅল্প সংখ্যক কর্মী স্বাস্থ্য বিভাগে কাজ করছেন। বেশিরভাগ কর্মী ওয়ার্ক ফর্ম হোমকরছেন। গতকাল নতুন করে বালুরঘাট হাসপাতালের শিশু বিভাগের এক নার্সের শরীরে কোরোনারহদিস মিলেছে।

জেলা শাসক নিখিল নির্মল বলেন, "অফিসের এক কর্মীর শরীরে কোরোনার হদিস মিলেছে। অফিস বন্ধ রাখা হয়েছে।স্যানিটাইজ়ের কাজ চলছে । আপাতত কর্মীরা বালুরঘাট সার্কিট হাউজ় থেকেই কাজ করছেন। "

বালুরঘাট, 22 জুলাই : এবার কোরোনার থাবা জেলা শাসকের অফিসে। জেলা শাসকের অফিসেকর্মরত কর্মীর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ার পর বন্ধ করে দেওয়া হল জেলা শাসকেরকার্যালয়। বর্তমানে হোম আইসোলেশনে বালুরঘাটের জেলা শাসক নিখিল নির্মল।

শুক্রবার জেলা শাসকের অফিসের ওই কর্মীর শরীরে কোরোনা ভাইরাসেরসংক্রমণ ধরা পড়ে । তারপরই বন্ধ করে দেওয়া হয় জেলা শাসকের কার্যালয়। জেলাশাসকের পাশাপশি অফিসে কর্মরত অন্যান্য কর্মীদেরও পাঠানো হয়েছে হোম আইসোলেশনে।আপাতত হোম আইসোলেশনে থাকা কর্মীরা ওয়ার্ক ফর্ম হোম করছেন। বাকিরা বালুরঘাট সার্কিটহাউজ় থেকে কাজ করছেন। গতকাল স্যানিটাইজ় করা হয় অফিস।

শুধুমাত্র জেলা শাসকের কার্যালয়ে নয়, দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগেরও একই অবস্থা। বর্তমানে খুবঅল্প সংখ্যক কর্মী স্বাস্থ্য বিভাগে কাজ করছেন। বেশিরভাগ কর্মী ওয়ার্ক ফর্ম হোমকরছেন। গতকাল নতুন করে বালুরঘাট হাসপাতালের শিশু বিভাগের এক নার্সের শরীরে কোরোনারহদিস মিলেছে।

জেলা শাসক নিখিল নির্মল বলেন, "অফিসের এক কর্মীর শরীরে কোরোনার হদিস মিলেছে। অফিস বন্ধ রাখা হয়েছে।স্যানিটাইজ়ের কাজ চলছে । আপাতত কর্মীরা বালুরঘাট সার্কিট হাউজ় থেকেই কাজ করছেন। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.