বালুরঘাট, 28 নভেম্বর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না শিশুদের । পরিমাণ মত খিচুড়ি, ডিম, কলা দেওয়া হয় না । এমনটাই অভিযোগ মায়েদের । এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । ঘেরাও করা হয় অঙ্গনওয়াড়ির কর্মীদের ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5205100_wb_i.jpg)
বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 20 জন শিশু ও কয়েকজন গর্ভবতী মহিলাকে খাবার দেওয়া হয় । প্রত্যেকদিন সকালে শিশুদের খিচুড়ির পাশাপাশি ডিম ও কলা দেওয়ার নিয়ম । অভিযোগ, কয়েক মাস ধরে এই কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । তাদের ঠিক মতো পড়াশুনাও করানো হয় না । আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । সরকারি নির্ধারিত খাবার দেওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা যাতে হয় তার দাবি তোলে তারা ।
বিক্ষোভকারী পায়েল দাস সরকার বলেন, "সরকার যেখানে এত টাকা খরচ করছে বাচ্চা এবং প্রসূতির সঠিক পুষ্টির জন্য, সেখানে এই কেন্দ্র থেকে বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । তা কুকুরের খাওয়ারও যোগ্য নয় । শুধু খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বাচ্চাদের । অথচ প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের গোটা ডিম, কলা ও শাকসবজি দেওয়া খিচুড়ি দেওয়া হয় ।"
অভিযোগ অস্বীকার করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা বাণী মুন্সি । তিনি বলেন," নির্দিষ্ট সময়ে বাচ্চাদের কেউ নিয়ে আসে না । শুধু যখন খাবার দেওয়া হয় তখনই আসে । অনেকে এক সপ্তাহে বরাদ্দ সব ডিম একসঙ্গে নিতে চায় । এসব দাবি না মানায় আমাকে ঘিরে বিক্ষোভ দেখায় কয়েকজন । আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আগামীকাল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ।"