ETV Bharat / state

আমফান : ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ দিনাজপুরে, কৃষকদের সতর্ক করতে চলছে মাইকিং - micing starts in SouthDinajpur to aware farmers

যে ধান ইতিমধ্যেই পেকে গেছে এবং যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গেছে জেলার কৃষকদের তা অবিলম্বে কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে মাইকিংয়ের মাধ্যমে ।

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 10:46 AM IST

বালুরঘাট, 20 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান । এর জেরে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিশেষ করে দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোনওভাবেই যাতে ফসল নষ্ট না হয়, তার জন্য দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাইকিং । সর্তক করা হচ্ছে কৃষকদের । যাতে বৃষ্টি শুরু হওয়ার আগেই তাঁরা ফসল তুলে নিতে পারেন । পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বৃষ্টির সময় চাষের জমিতে যাতে কেউ না থাকেন সে বিষয়েও সতর্ক করা হচ্ছে ।

বর্তমানে আমফান ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্বে 125 কিলোমিটার দূরে অবস্থান করছে, দিঘা থেকে দক্ষিণে 250 কিলোমিটার দূরে ও বাংলাদেশেরে খেপুপাড়া থেকে দক্ষিণ-পশ্চিমে 395 কিলোমিটার দূরে অবস্থান করছে । সামান্য দুর্বল হলেও আপাতত ওড়িশায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে । দক্ষিণ দিনাজপুরেও ঘণ্টায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে । তাই গতকাল থেকেই বালুরঘাটসহ জেলার বিভিন্ন ব্লকে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন ও কৃষি বিভাগ । প্রচারে জেলার কৃষকদের কাছে আসন্ন ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি জমিতে থাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । মাইকিংয়ে জানানো হচ্ছে, যে ধান ইতিমধ্যেই পেকে গেছে এবং যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গেছে তা অবিলম্বে কেটে নিতে হবে জেলার কৃষকদের ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি উপ- অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস জানান, জেলায় 78 হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে । আসন্ন ঝড়ের কারণে যাতে সেই ধানের ক্ষতি না হয় সে কারণে যে ধান পেকে গেছে বা 80 শতাংশ পেকে গেছে, তা কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । গত কয়েকদিন ধরে সেই নিয়েই মাইকে প্রচার করা হচ্ছে ।

বালুরঘাট, 20 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান । এর জেরে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিশেষ করে দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোনওভাবেই যাতে ফসল নষ্ট না হয়, তার জন্য দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাইকিং । সর্তক করা হচ্ছে কৃষকদের । যাতে বৃষ্টি শুরু হওয়ার আগেই তাঁরা ফসল তুলে নিতে পারেন । পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বৃষ্টির সময় চাষের জমিতে যাতে কেউ না থাকেন সে বিষয়েও সতর্ক করা হচ্ছে ।

বর্তমানে আমফান ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্বে 125 কিলোমিটার দূরে অবস্থান করছে, দিঘা থেকে দক্ষিণে 250 কিলোমিটার দূরে ও বাংলাদেশেরে খেপুপাড়া থেকে দক্ষিণ-পশ্চিমে 395 কিলোমিটার দূরে অবস্থান করছে । সামান্য দুর্বল হলেও আপাতত ওড়িশায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে । দক্ষিণ দিনাজপুরেও ঘণ্টায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে । তাই গতকাল থেকেই বালুরঘাটসহ জেলার বিভিন্ন ব্লকে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন ও কৃষি বিভাগ । প্রচারে জেলার কৃষকদের কাছে আসন্ন ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি জমিতে থাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । মাইকিংয়ে জানানো হচ্ছে, যে ধান ইতিমধ্যেই পেকে গেছে এবং যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গেছে তা অবিলম্বে কেটে নিতে হবে জেলার কৃষকদের ।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি উপ- অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস জানান, জেলায় 78 হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে । আসন্ন ঝড়ের কারণে যাতে সেই ধানের ক্ষতি না হয় সে কারণে যে ধান পেকে গেছে বা 80 শতাংশ পেকে গেছে, তা কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । গত কয়েকদিন ধরে সেই নিয়েই মাইকে প্রচার করা হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.