বালুরঘাট, 20 মে : আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান । এর জেরে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিশেষ করে দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোনওভাবেই যাতে ফসল নষ্ট না হয়, তার জন্য দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাইকিং । সর্তক করা হচ্ছে কৃষকদের । যাতে বৃষ্টি শুরু হওয়ার আগেই তাঁরা ফসল তুলে নিতে পারেন । পাশাপাশি দুর্ঘটনা এড়াতে বৃষ্টির সময় চাষের জমিতে যাতে কেউ না থাকেন সে বিষয়েও সতর্ক করা হচ্ছে ।
বর্তমানে আমফান ওড়িশার পারাদ্বীপ থেকে দক্ষিণ, দক্ষিণ-পূর্বে 125 কিলোমিটার দূরে অবস্থান করছে, দিঘা থেকে দক্ষিণে 250 কিলোমিটার দূরে ও বাংলাদেশেরে খেপুপাড়া থেকে দক্ষিণ-পশ্চিমে 395 কিলোমিটার দূরে অবস্থান করছে । সামান্য দুর্বল হলেও আপাতত ওড়িশায় সর্বোচ্চ 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে । দক্ষিণ দিনাজপুরেও ঘণ্টায় প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে । তাই গতকাল থেকেই বালুরঘাটসহ জেলার বিভিন্ন ব্লকে মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন ও কৃষি বিভাগ । প্রচারে জেলার কৃষকদের কাছে আসন্ন ঝড়ের সতর্কবার্তার পাশাপাশি জমিতে থাকা ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । মাইকিংয়ে জানানো হচ্ছে, যে ধান ইতিমধ্যেই পেকে গেছে এবং যে সমস্ত জমির ধান 80 শতাংশ পেকে গেছে তা অবিলম্বে কেটে নিতে হবে জেলার কৃষকদের ।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি উপ- অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস জানান, জেলায় 78 হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে । আসন্ন ঝড়ের কারণে যাতে সেই ধানের ক্ষতি না হয় সে কারণে যে ধান পেকে গেছে বা 80 শতাংশ পেকে গেছে, তা কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে । গত কয়েকদিন ধরে সেই নিয়েই মাইকে প্রচার করা হচ্ছে ।