ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় মানুষের পাশে থাকতে পেরে গর্বিত বালুরঘাটের অ্যাম্বুলেন্স চালকরা - কোরোনা

রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে পেরে গর্বিত তাঁরা । তবে, কোরোনা আক্রান্তদের নিয়ে আসার সময় তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে । তাই তাঁদের সুরক্ষার দিকে যাতে নজর দেওয়া হয় তার জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানালেন বালুরঘাটের অ্যাম্বুলেন্স চালকরা ।

Ambulance
অ্যাম্বুলেন্স
author img

By

Published : Apr 13, 2020, 10:49 AM IST

বালুরঘাট, 13 এপ্রিল : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রত্যেককে বাড়িতে থাকতে বলা হয়েছে সরকারের তরফে । তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে কাজে আসছেন অ্যাম্বুলেন্স চালকরা । আর তাতে কোনও আপত্তি নেই তাঁদের । বরং এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে পেরে গর্ব বোধ করেন তাঁরা । তবে, তাঁদের একটাই আবেদন, তাঁদের সুরক্ষার বিষয়টির দিকে যেন স্বাস্থ্য দপ্তর নজর দেয় ।

দক্ষিণ দিনাজপুরে 102 নম্বরের পরিষেবার আওতায় রয়েছে 14টি অ্যাম্বুলেন্স । যার বেশি সংখ্যক অ্যাম্বুলেন্স থাকে বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে । বর্তমানে দুটি হাসপাতালের একটি করে অ্যাম্বুলেন্স কোরোনা আক্রান্তদের নিয়ে আসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । কোনওরকম আপত্তি না জানিয়েই চালকরা পরিষেবা দিচ্ছেন । কিন্তু একটাই অভিযোগ, অনেক ক্ষেত্রেই তাঁদের সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে না । কোরোনা আক্রান্তদের নিয়ে আসার সময় তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে । তাই তাঁদের সুরক্ষার দিকে যাতে নজর দেওয়া হয় তার জন্য স্বাস্থ্যবিভাগের কাছে আবেদন জানালেন বালুরঘাটের অ্যাম্বুলেন্স চালকরা ।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে মোট 85টি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে । চালক রয়েছেন 85 জন । যার মধ্যে বালুরঘাটে রয়েছেন 30 জন অ্যাম্বুলেন্স চালক ও 30 জন খালাসি । কোরোনার জন্য বেশ কিছুদিন ধরে তাঁদের সেরকম রোজগার হচ্ছে না । ফলে, সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা ।

এবিষয়ে বালুরঘাটের বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রাজু পাহান জানান, দীর্ঘ 10 বছর ধরে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছেন তাঁরা । এখনও পরিষেবা দিচ্ছেন । তবে, আগের মতো এখন ভাড়া পাচ্ছেন না । পাশাপাশি তাঁদের কোরোনা রোগীদের পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে । যদিও এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা দিতে পারলে গর্ববোধ করবেন বলে জানান তিনি ।

জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোরোনা রোগীদের নিয়ে যাওয়া আসার জন্য দুটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে । সংক্রমণ যাতে কোনওভাবে না ছড়ায় তাই অন্য অ্যাম্বুলেন্স চালকদের কোরোনা রোগী নিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও প্রত্যেক অ্যাম্বুলেন্স কর্মীর সুরক্ষার বিষয়টি নজরে রাখা হয়েছে । দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার-সহ অন্যান্য সামগ্রী ।

বালুরঘাট, 13 এপ্রিল : কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রত্যেককে বাড়িতে থাকতে বলা হয়েছে সরকারের তরফে । তবে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে কাজে আসছেন অ্যাম্বুলেন্স চালকরা । আর তাতে কোনও আপত্তি নেই তাঁদের । বরং এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে পেরে গর্ব বোধ করেন তাঁরা । তবে, তাঁদের একটাই আবেদন, তাঁদের সুরক্ষার বিষয়টির দিকে যেন স্বাস্থ্য দপ্তর নজর দেয় ।

দক্ষিণ দিনাজপুরে 102 নম্বরের পরিষেবার আওতায় রয়েছে 14টি অ্যাম্বুলেন্স । যার বেশি সংখ্যক অ্যাম্বুলেন্স থাকে বালুরঘাট ও গঙ্গারামপুর হাসপাতালে । বর্তমানে দুটি হাসপাতালের একটি করে অ্যাম্বুলেন্স কোরোনা আক্রান্তদের নিয়ে আসার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । কোনওরকম আপত্তি না জানিয়েই চালকরা পরিষেবা দিচ্ছেন । কিন্তু একটাই অভিযোগ, অনেক ক্ষেত্রেই তাঁদের সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে না । কোরোনা আক্রান্তদের নিয়ে আসার সময় তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে । তাই তাঁদের সুরক্ষার দিকে যাতে নজর দেওয়া হয় তার জন্য স্বাস্থ্যবিভাগের কাছে আবেদন জানালেন বালুরঘাটের অ্যাম্বুলেন্স চালকরা ।

অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে মোট 85টি বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে । চালক রয়েছেন 85 জন । যার মধ্যে বালুরঘাটে রয়েছেন 30 জন অ্যাম্বুলেন্স চালক ও 30 জন খালাসি । কোরোনার জন্য বেশ কিছুদিন ধরে তাঁদের সেরকম রোজগার হচ্ছে না । ফলে, সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা ।

এবিষয়ে বালুরঘাটের বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রাজু পাহান জানান, দীর্ঘ 10 বছর ধরে অ্যাম্বুলেন্স চালিয়ে আসছেন তাঁরা । এখনও পরিষেবা দিচ্ছেন । তবে, আগের মতো এখন ভাড়া পাচ্ছেন না । পাশাপাশি তাঁদের কোরোনা রোগীদের পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে । যদিও এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা দিতে পারলে গর্ববোধ করবেন বলে জানান তিনি ।

জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত কোরোনা রোগীদের নিয়ে যাওয়া আসার জন্য দুটি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে । সংক্রমণ যাতে কোনওভাবে না ছড়ায় তাই অন্য অ্যাম্বুলেন্স চালকদের কোরোনা রোগী নিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । এছাড়াও প্রত্যেক অ্যাম্বুলেন্স কর্মীর সুরক্ষার বিষয়টি নজরে রাখা হয়েছে । দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজ়ার-সহ অন্যান্য সামগ্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.