ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে ছররা গুলি চালানোর অভিযোগ বিএসএফ-এর বিরুদ্ধে, জখম 1 - ছররা গুলি

দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামে আজ সকালে সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের তর্কাতর্কি ও বচসা বাধে । সেই বচসার জেরে উত্তেজনা তৈরি হয় গ্রামে ।

Allegations of firing pelet by BSF in South Dinajpur one injured
দক্ষিণ দিনাজপুরে ছররা গুলি চালানোর অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে, জখম 1
author img

By

Published : May 12, 2021, 10:16 PM IST

হিলি (দক্ষিণ দিনাজপুর), 12 মে : ছররা গুলি চালানোর অভিযোগ উঠল বিএসএফ-এর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুরে ৷ ছররা গুলি লেগে আহত হয়েছেন গ্রামের এক যুবক । আহত যুবক আশরাফুল মোল্লা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামে আজ সকালে সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের তর্কাতর্কি ও বচসা বাধে । সেই বচসার জেরে উত্তেজনা তৈরি হয় গ্রামে । এরপরেই একত্রিত হওয়া গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে বিএসএফ ছররা গুলি চালায় বলে অভিযোগ । ছররা গুলিতে আহত হন গ্রামবাসী এক যুবক আশরাফুল মোল্লা, বয়স 27 । জানা গিয়েছে আজ সকালে আশরাফুল মোল্লা কয়েকটি প্যাকেট নিয়ে বর্ডারের দিকে যেতে গেলে তখনই বিএসএফ তাঁকে বাধা দেয় ৷ বাধা পেয়ে বাহিনীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর ।

আরও পড়ুন : বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

এই ঘটনার কিছুক্ষণ পরেই গ্রামে রুটিন ভিজিটে যায় বিএসএফ । তখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিএসএফ-কে ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে । গ্রামবাসীদের সরে যেতে বললেও, তারা কথা শোনে না ৷ এর পরেই গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে এক বিএসএফ জওয়ান ছররা গুলি চালায় বলে অভিযোগ । ছররা গুলি গিয়ে আশরাফুল মোল্লার শরীরে লাগে ৷ এর পর তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

হিলি (দক্ষিণ দিনাজপুর), 12 মে : ছররা গুলি চালানোর অভিযোগ উঠল বিএসএফ-এর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুরে ৷ ছররা গুলি লেগে আহত হয়েছেন গ্রামের এক যুবক । আহত যুবক আশরাফুল মোল্লা বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের নিচা গোবিন্দপুর গ্রামে আজ সকালে সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের তর্কাতর্কি ও বচসা বাধে । সেই বচসার জেরে উত্তেজনা তৈরি হয় গ্রামে । এরপরেই একত্রিত হওয়া গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে বিএসএফ ছররা গুলি চালায় বলে অভিযোগ । ছররা গুলিতে আহত হন গ্রামবাসী এক যুবক আশরাফুল মোল্লা, বয়স 27 । জানা গিয়েছে আজ সকালে আশরাফুল মোল্লা কয়েকটি প্যাকেট নিয়ে বর্ডারের দিকে যেতে গেলে তখনই বিএসএফ তাঁকে বাধা দেয় ৷ বাধা পেয়ে বাহিনীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর ।

আরও পড়ুন : বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

এই ঘটনার কিছুক্ষণ পরেই গ্রামে রুটিন ভিজিটে যায় বিএসএফ । তখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে বিএসএফ-কে ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে । গ্রামবাসীদের সরে যেতে বললেও, তারা কথা শোনে না ৷ এর পরেই গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে এক বিএসএফ জওয়ান ছররা গুলি চালায় বলে অভিযোগ । ছররা গুলি গিয়ে আশরাফুল মোল্লার শরীরে লাগে ৷ এর পর তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.