বালুরঘাট, 31 মে : মহারাষ্ট্র থেকে ফিরেছেন পরিযায়ী শ্রমিকেরা । তাঁদের কোয়ারানটিনে থাকার জন্য বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকার চকরাম হাইস্কুলের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন । গতকাল মহারাষ্ট্র থেকে প্রায় 60 জন পরিযায়ী শ্রমিক চকরামে আসেন । তাঁদের প্রত্যেকের বাড়ি ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ।
গতকাল খাসপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে গ্রামে আসেন পরিযায়ী শ্রমিকেরা । তারপর সন্ধ্যার দিকে পরিযায়ীরা ওই স্কুলে প্রবেশ করতে যান । সেই সময় গ্রামের কিছু মহিলা তাঁদের চকরাম স্কুলে ঢুকতে বাধা দেয় ।
খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ আসে । পরিযায়ী শ্রমিকদের স্কুলে রাখতে গেলে স্থানীয় মহিলাদের রোষের মুখে পড়েন । মহিলারা স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে ।
বিক্ষোভকারীদের সাফ দাবি, চকরাম এলাকা ঘনবসতিপূর্ণ । এখানে পরিযায়ী শ্রমিকদের থাকতে দেওয়া হবে না । অন্য কোথাও পরিযায়ী শ্রমিকদের রাখার ব্যবস্থা করা হোক । যদিও পঞ্চায়েত সমিতির সদস্যার ছেলে বিপ্লব দেবনাথ পরিযায়ী শ্রমিকদের রাখার জন্য চেষ্টা করেন । কিন্তু ব্যর্থ হন । অবশেষে স্থানীয় একটি ক্লাবে রাখার ব্যবস্থা করেছেন ।
এ বিষয়ে বিক্ষোভকারী কণিকা বর্মণ জানান, "জনবসতিপূর্ণ এলাকায় স্কুলটি রয়েছে । বাড়িতে ছোটো বাচ্চাও রয়েছে । তারা স্কুলের পাঁচিল টপকে ভেতরে ঢুকে যায় । এমতাবস্থায় এখানে পরিযায়ী শ্রমিক রাখা হলে যে কোনও সময়ে বিপদ হতে পারে ।" তাঁদের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় নয়, ফাঁকা কোথাও তাঁদের থাকার ব্যবস্থা করা হোক ।
অন্যদিকে দিল্লি ফেরত এক পরিযায়ী শ্রমিক সাগর বর্মণ বলেন, "ভিন রাজ্য থেকে ফেরায় গ্রামে ঢুকতে দেয়নি । তাই খবর পেয়ে এই স্কুলে থাকার জন্য এসেছি । কিন্তু এসে দেখি গ্রামের মহিলারা এ নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন । তাই ব্যাগপত্র নিয়ে নিজের বাড়ির হোম কোয়ারানটিনে থাকতে বাধ্য হয়েছি ।" পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন ।