বালুরঘাট , 6 জুন : ঋণের টাকা দেওয়ার নামে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া পর জয়প্রকাশ সরকারের নামে এবার ধর্ষণের মামলা দায়ের হল কলকাতায় । শুক্রবার কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেটে ধর্ষণের অভিযোগ দায়ের হয় । এবার এই ঘটনার তদন্তে জেলায় আসতে চলেছে কলকাতা পুলিশ । পাশাপাশি , জয়প্রকাশ ঘনিষ্ঠদের খোঁজ খবর নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ ।
প্রসঙ্গত , পতিরাম এলাকায় বসবাসকারী জয়প্রকাশ সরকার বিহারের এক মদ ব্যবসায়ীকে 125 কোটি টাকা লোন দেবেন বলে গত রবিবার তাঁদের ডেকে এনেছিলেন । ওই দিন রাতে বিহার থেকে মদ কম্পানির মালিক-সহ চারজন এবং দিল্লি ও কলকাতা থেকে আসা দু'জন মধ্যস্থতাকারী (দালাল) পতিরামে আসেন । স্থানীয় একটি আবাসনে তাঁদের রাখা হয় । বিহারের মদ ব্যবসায়ীকে 125 কোটি টাকা ঋণ দেওয়ার কথা ছিল জয়প্রকাশ সরকারের । ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণ বাদেই মদ ব্যবসায়ী আবাসনের বাইরে যান । তখনই বাকি তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে জয়প্রকাশ সরকার-সহ তাঁর তিনসঙ্গীর বিরুদ্ধে । এদিকে , বিষয়টি জানতে পেরে ওই মদ ব্যবসায়ী বালুরঘাট থানার পুলিশকে খবর দেয় । গত সোমবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এরপর ওইদিন রাতে মূল অভিযুক্ত জয়প্রকাশ সরকার-সহ বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । অপহরণের অভিযোগে মূল অভিযুক্ত জয়প্রকাশ সরকার , কলকাতা নিবাসী মনিশ পাণ্ডে , দিল্লির রবীন্দ্র সিং বেদি ও স্থানীয় হাতুড়ে চিকিৎসক বিকাশ সরকারকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মূল পান্ডা জয়প্রকাশ সরকার । যে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে লোকের কাছ থেকে টাকা তোলে বলেও অভিযোগ । মঙ্গলবার ধৃতদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় বিচারক । এরপর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের পর , গত বুধবার জয়প্রকাশের ডেরায় হানা দিয়ে গোপন জায়গা থেকে এক কেজির বেশি সোনা উদ্ধার করে পুলিশ । এছাড়াও ব্যাঙ্কের বিভিন্ন নথিপত্র উদ্ধার করে পুলিশ । এদিকে, মূল অভিযুক্ত জয়প্রকাশ সরকারের নামে অফিসের এক মহিলা কর্মী ধর্ষণের অভিযোগ দায়ের করেন । পাশাপাশি ঝাড়খণ্ডের আরও এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগ দায়ের করেন । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ । গতকাল নতুন করে বিধাননগর পুলিশ কমিশনারেটে ধর্ষণের মামলা দায়ের হয় জয়প্রকাশের বিরুদ্ধে ।
অন্যদিকে , ধৃত জয়প্রকাশ সরকার গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েছিল । তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পরে পুনরায় বালুরঘাট থানায় নিয়ে আসা হয়েছে ।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন , "ধৃত জয়প্রকাশ সরকারের বিরুদ্ধে কলকাতার বিধানগর পুলিশ কমিশনারেটে আরও একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে । সেখান থেকে তদন্তকারী দল খুব শীঘ্রই এখানে আসবেন । গতকাল তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল । সে সুস্থ রয়েছে । তার পুরো বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত হয়ে গেলে সব জানাব । "