ETV Bharat / state

তৃণমূল-ABVP বচসা, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ ABVP-র

পার্থেনিয়াম পরিষ্কার নিয়ে তৃণমূলের সঙ্গে ABVP-র বচসা । প্রতিবাদে রাস্তা অবরোধ ABVP ।

পথ অবরোধ
author img

By

Published : Jul 10, 2019, 1:32 PM IST

বংশীহারি, 10 জুলাই : বিষাক্ত পার্থেনিয়াম সাফাই নিয়ে তৃণমূল ও ABVP-র সদস্যদের মধ্যে বচসা । অভিযোগ, বচসা চলাকালীন ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে তৃণমূল সদস্যরা । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজের ঘটনা । প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র ছাত্র সংগঠন ABVP ।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের ABVP-র সদস্যরা বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকরা মিছিল করে । তারপর কলেজের রাস্তায় গজিয়ে ওঠা পার্থেনিয়াম উপড়ে ফেলার কাজ শুরু করে তারা । অভিযোগ, সেইসময় তাদের বাধা দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । ABVP-র অভিযোগ, বচসা চলাকালীন মহিলা সদস্যদের শারীরিক নিগ্রহ করে তৃণমূলের সদস্যরা । শুধু তাই নয়, ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন ।

এই ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ABVP ছাত্র সংগঠন । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে বংশীহারি থানার IC-র আশ্বাসে অবরোধ তোলেন অবরোধকারীরা ।

বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন, "আমরা কলেজে পার্থেনিয়াম সাফাই করার তারিখ ঠিক করেছি । সেখানে রাজনীতি করার দরকার কি ? বুনিয়াদপুরের অন্যান্য জায়গায় যা পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক । কলেজের পার্থেনিয়াম নির্ধারিত দিনে কলেজের পড়ুয়ারা পরিষ্কার করবে ।"

ABVP ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাত বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা পুলিশের সামনে হামলা চালায় । এর প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি । তৃণমূল ও কলেজ ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করব ? কলেজে নগর রাজনীতি আমরা মানব না । আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছি ।"

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, "ABVP আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম পরিষ্কার করতে এসেছিল । আমরা কথা বলতে গিয়েছিলাম । তখন তারা আমাদের গালিগালাজ করে। আমরা কারও উপর হামলা করিনি । ''

বংশীহারি, 10 জুলাই : বিষাক্ত পার্থেনিয়াম সাফাই নিয়ে তৃণমূল ও ABVP-র সদস্যদের মধ্যে বচসা । অভিযোগ, বচসা চলাকালীন ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে তৃণমূল সদস্যরা । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর কলেজের ঘটনা । প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র ছাত্র সংগঠন ABVP ।

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের ABVP-র সদস্যরা বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকরা মিছিল করে । তারপর কলেজের রাস্তায় গজিয়ে ওঠা পার্থেনিয়াম উপড়ে ফেলার কাজ শুরু করে তারা । অভিযোগ, সেইসময় তাদের বাধা দেয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । ABVP-র অভিযোগ, বচসা চলাকালীন মহিলা সদস্যদের শারীরিক নিগ্রহ করে তৃণমূলের সদস্যরা । শুধু তাই নয়, ABVP-র মহিলা সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন ।

এই ঘটনার প্রতিবাদে এক ঘণ্টা বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ABVP ছাত্র সংগঠন । অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে বংশীহারি থানার IC-র আশ্বাসে অবরোধ তোলেন অবরোধকারীরা ।

বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন, "আমরা কলেজে পার্থেনিয়াম সাফাই করার তারিখ ঠিক করেছি । সেখানে রাজনীতি করার দরকার কি ? বুনিয়াদপুরের অন্যান্য জায়গায় যা পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক । কলেজের পার্থেনিয়াম নির্ধারিত দিনে কলেজের পড়ুয়ারা পরিষ্কার করবে ।"

ABVP ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাত বলেন, "তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা পুলিশের সামনে হামলা চালায় । এর প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি । তৃণমূল ও কলেজ ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করব ? কলেজে নগর রাজনীতি আমরা মানব না । আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছি ।"

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, "ABVP আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম পরিষ্কার করতে এসেছিল । আমরা কথা বলতে গিয়েছিলাম । তখন তারা আমাদের গালিগালাজ করে। আমরা কারও উপর হামলা করিনি । ''

Intro:বিষাক্ত পার্থেনিয়াম পরিস্কার কে করবে তা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা, মহিলা সদস্যের গায়ে হাত দেওয়ায় বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ ABVP।।

বংশীহারী, ৯ জুলাই: বিষাক্ত পার্থেনিয়াম গাছ পরিস্কার করা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা। বুনিয়াদপুর কলেজে ABVP মেয়েদের গায়ে হাত দেওয়া ও অশালীন আচরণ করার অভিযোগ উঠলো বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে বুনিয়াদপুর কলেজ প্রাঙ্গনে। ঘটনার প্রতিবাদে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির ছাত্র সংগঠন ABVP। বংশীহারী থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় ঘণ্টা খানেক পর পথ অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল।

জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধন কে আগে করবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি এদিন এবিভিপি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকেরা মিছিল করে বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধনের কাজ শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা স্থলে দুই পক্ষই বাক বিতণ্ডায় জড়ায়। এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ তাদের মহিলা সমর্থকদের গায়ে হাত দেয় এবং অশালীন আচরণ করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগতদের নিয়ে হামলা ও কলেজে বহিরাগত প্রবেশের দাবিতে এক ঘন্টা বুনিয়াদপুর - কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবিভিপি ছাত্র সংগঠন। অবরোধের জেরে আটকে পরে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। বংশীহারী থানার আইসির আশ্বাসে অবরোধ তুলেনেন অবরোধকারীরা।


এবিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধন করার তারিখ ঠিক করেছি সেখানে রাজনীতি করার দরকার কি বুনিয়াদপুরে আরো জায়গায়তে পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক। পার্থেনিয়াম পরিষ্কার করা খুবই ভালো উদ্যোগ। কলেজের নির্ধারিত দিনে কলেজের ছাত্র ছাত্রী পার্থেনিয়াম পরিষ্কার করবে।

বংশীহারী এবিভিপি ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাতো বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধনে নামলে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত হামলা চালায় পুলিশের সামনে। তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি তৃণমূল ও কলেজ আমাদের ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করবো। কলেজে নগর রাজনীতি আমরা মানবনা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামতে চলেছি।

বংশীহারী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, এবিভিপি আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম গাছ নিধন করতে আসলে আমাদের ছাত্ররা তাদের সাথে কথা বলে উল্টে আমাদের ছাত্র ছাত্রীর উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা কারোর উপর হামলা করিনি।Body:বিষাক্ত পার্থেনিয়াম পরিস্কার কে করবে তা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা, মহিলা সদস্যের গায়ে হাত দেওয়ায় বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ ABVP।।

বংশীহারী, ৯ জুলাই: বিষাক্ত পার্থেনিয়াম গাছ পরিস্কার করা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা। বুনিয়াদপুর কলেজে ABVP মেয়েদের গায়ে হাত দেওয়া ও অশালীন আচরণ করার অভিযোগ উঠলো বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে বুনিয়াদপুর কলেজ প্রাঙ্গনে। ঘটনার প্রতিবাদে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির ছাত্র সংগঠন ABVP। বংশীহারী থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় ঘণ্টা খানেক পর পথ অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল।

জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধন কে আগে করবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি এদিন এবিভিপি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকেরা মিছিল করে বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধনের কাজ শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা স্থলে দুই পক্ষই বাক বিতণ্ডায় জড়ায়। এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ তাদের মহিলা সমর্থকদের গায়ে হাত দেয় এবং অশালীন আচরণ করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগতদের নিয়ে হামলা ও কলেজে বহিরাগত প্রবেশের দাবিতে এক ঘন্টা বুনিয়াদপুর - কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবিভিপি ছাত্র সংগঠন। অবরোধের জেরে আটকে পরে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। বংশীহারী থানার আইসির আশ্বাসে অবরোধ তুলেনেন অবরোধকারীরা।


এবিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধন করার তারিখ ঠিক করেছি সেখানে রাজনীতি করার দরকার কি বুনিয়াদপুরে আরো জায়গায়তে পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক। পার্থেনিয়াম পরিষ্কার করা খুবই ভালো উদ্যোগ। কলেজের নির্ধারিত দিনে কলেজের ছাত্র ছাত্রী পার্থেনিয়াম পরিষ্কার করবে।

বংশীহারী এবিভিপি ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাতো বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধনে নামলে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত হামলা চালায় পুলিশের সামনে। তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি তৃণমূল ও কলেজ আমাদের ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করবো। কলেজে নগর রাজনীতি আমরা মানবনা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামতে চলেছি।

বংশীহারী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, এবিভিপি আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম গাছ নিধন করতে আসলে আমাদের ছাত্ররা তাদের সাথে কথা বলে উল্টে আমাদের ছাত্র ছাত্রীর উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা কারোর উপর হামলা করিনি।Conclusion:বিষাক্ত পার্থেনিয়াম পরিস্কার কে করবে তা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা, মহিলা সদস্যের গায়ে হাত দেওয়ায় বুনিয়াদপুরে রাজ্য সড়ক অবরোধ ABVP।।

বংশীহারী, ৯ জুলাই: বিষাক্ত পার্থেনিয়াম গাছ পরিস্কার করা নিয়ে TMCP ও ABVP মধ্যে বচসা। বুনিয়াদপুর কলেজে ABVP মেয়েদের গায়ে হাত দেওয়া ও অশালীন আচরণ করার অভিযোগ উঠলো বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে বুনিয়াদপুর কলেজ প্রাঙ্গনে। ঘটনার প্রতিবাদে বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির ছাত্র সংগঠন ABVP। বংশীহারী থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগতরা এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় ঘণ্টা খানেক পর পথ অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল।

জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধন কে আগে করবে তা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি এদিন এবিভিপি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুনিয়াদপুর চৌপথী থেকে সমর্থকেরা মিছিল করে বুনিয়াদপুর কলেজের রাস্তায় পার্থেনিয়াম নিধনের কাজ শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা স্থলে দুই পক্ষই বাক বিতণ্ডায় জড়ায়। এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ তাদের মহিলা সমর্থকদের গায়ে হাত দেয় এবং অশালীন আচরণ করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন। তৃণমূল ছাত্র পরিষদ বহিরাগতদের নিয়ে হামলা ও কলেজে বহিরাগত প্রবেশের দাবিতে এক ঘন্টা বুনিয়াদপুর - কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবিভিপি ছাত্র সংগঠন। অবরোধের জেরে আটকে পরে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। বংশীহারী থানার আইসির আশ্বাসে অবরোধ তুলেনেন অবরোধকারীরা।


এবিষয়ে বুনিয়াদপুর কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনিমা দত্ত বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধন করার তারিখ ঠিক করেছি সেখানে রাজনীতি করার দরকার কি বুনিয়াদপুরে আরো জায়গায়তে পার্থেনিয়াম আছে তা পরিষ্কার করুক। পার্থেনিয়াম পরিষ্কার করা খুবই ভালো উদ্যোগ। কলেজের নির্ধারিত দিনে কলেজের ছাত্র ছাত্রী পার্থেনিয়াম পরিষ্কার করবে।

বংশীহারী এবিভিপি ছাত্র সংগঠনের সভাপতি হিমাংশু মাহাতো বলেন আমরা কলেজে পার্থেনিয়াম নিধনে নামলে তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত হামলা চালায় পুলিশের সামনে। তার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করি তৃণমূল ও কলেজ আমাদের ঠিক করে দেবে আমরা কোথাকার পার্থেনিয়াম পরিষ্কার করবো। কলেজে নগর রাজনীতি আমরা মানবনা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামতে চলেছি।

বংশীহারী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সায়ন্তন মণ্ডল বলেন, এবিভিপি আমাদের কলেজের নিয়ম না মেনে কলেজের সামনে পার্থেনিয়াম গাছ নিধন করতে আসলে আমাদের ছাত্ররা তাদের সাথে কথা বলে উল্টে আমাদের ছাত্র ছাত্রীর উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা কারোর উপর হামলা করিনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.