ETV Bharat / state

বালুরঘাটে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার 1 - young girl

বালুরঘাটে এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে POCSO ও 354 নম্বর ধারায় মামলা রুজু করেছে বালুরঘাট থানার পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 30, 2019, 9:50 AM IST

বালুরঘাট, 30 এপ্রিল: এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে POCSO ও 354 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ । গতকাল বালুরঘাট আদালতে তোলা হলে ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে ধৃতের পরিবারের দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে ।

ধৃতের নাম মিলন কর্মকার (50) । বাড়ি বালুরঘাটের চকভবানি এলাকায় । অভিযোগ, দোকানে জিনিস কিনতে গেলে ওই কিশোরীকে যৌন হেনস্থার শিকার হতে হত । বিষয়টি যাতে ওই কিশোরী কাউকে না জানায় সেইজন্য তাকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ । তবে রবিবার কিশোরীকে দোকানে যেতে বলা হলে সে যেতে অস্বীকার করে । তার কাছে দোকানে না যাওয়ার কারণ জানতে চান অভিভাবকরা । তখনই বিষয়টি পরিবারের সবাইকে জানায় সে ।

এরপরই পরিবারের তরফে মিলন কর্মকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

বালুরঘাট, 30 এপ্রিল: এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে POCSO ও 354 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ । গতকাল বালুরঘাট আদালতে তোলা হলে ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে ধৃতের পরিবারের দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে ।

ধৃতের নাম মিলন কর্মকার (50) । বাড়ি বালুরঘাটের চকভবানি এলাকায় । অভিযোগ, দোকানে জিনিস কিনতে গেলে ওই কিশোরীকে যৌন হেনস্থার শিকার হতে হত । বিষয়টি যাতে ওই কিশোরী কাউকে না জানায় সেইজন্য তাকে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ । তবে রবিবার কিশোরীকে দোকানে যেতে বলা হলে সে যেতে অস্বীকার করে । তার কাছে দোকানে না যাওয়ার কারণ জানতে চান অভিভাবকরা । তখনই বিষয়টি পরিবারের সবাইকে জানায় সে ।

এরপরই পরিবারের তরফে মিলন কর্মকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

Intro:ক্লাস সেভেনের কিশোরীকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত।।
 
বালুরঘাট, ২৯ এপ্রিল: ক্লাস সেভেনের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মিলন কর্মকার(৫০)। বাড়ি শহরের চকভবানি এলাকায়। ধৃতের বিরুদ্ধে পসকো ও ৩৫৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে আজ ধৃতকে বালুরঘাট আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অন্য দিকে অভিযুক্তের বাড়ি তরফ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। মিথ্যে মামলায় মিলন কর্মকারকে ফাসানো হয়েছে পাল্টা অভিযোগ করেছেন পরিবার।
 
জানা গেছে, ধৃত মিলন কর্মকারের দোকান রয়েছে চকভবানী এলাকায়। অভিযোগ, মিলন কর্মকারের দোকানে গতকাল জিনিস কিনতে গেলে ওই স্থানীয় একটি স্কুলে ক্লাস সেভেন পরা ওই কিশোরীকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। চকোলেট বা অন্য সামগ্রি দিয়ে ভুলিয়ে ওই কিশোরীর শরীরের বিভিন্ন অংশে হাত দিতেন ওই দোকানদার বলে অভিযোগ। বিষয়টি কাউকে না বলার জন্যে হুমকিও দেওয়া হত। তবে গতকাল রবিবার ওই দোকানে সামগ্রী আনতে যেতে অস্বীকার করে ওই কিশোরী। এবং তখনই তার মুখে সমস্ত কথা জানতে পারে তার পরিবার। এরপরই পরিবারের তরফে ওই দোকানদার মিলন কর্মকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেফতার করে। আজ আদালতে তোলা হয়।
 
এবিষয়ে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছেন, অভিযোগ পেয়ে গতকাল রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.