ETV Bharat / state

বালুরঘাটে রেকর্ড সংক্রমণ , একদিনে আক্রান্ত 121

বালুরঘাটে নতুন করে কোরোনা আক্রান্ত 121 । এখনও পর্যন্ত মোট সংক্রমিত 673 । সুস্থ হয়েছেন 309জন ।

balurghat
balurghat
author img

By

Published : Jul 18, 2020, 9:54 AM IST

বালুরঘাট, 18জুলাই : বালুরঘাটে নতুন করে কোরোনা আক্রান্ত 121 । যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট সংক্রমিত 673 । সু্স্থ হয়েছেন 309জন ।

নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার পাঁচটি সেফ হোমে নিয়ে আসা হচ্ছে । তাঁদের বিষয়ে এখনই কোনওরকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা ।

গত রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সোয়াব টেস্টের রিপোর্ট আসে । 118জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এছাড়াও ট্রুন্যাটে আরও তিনজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এর ফলে একদিনে কোরোনা আক্রান্ত বেড়ে হল 121জন । এর আগে সর্বোচ্চ একদিনে 89জন আক্রান্ত হয়েছিলেন । গতকাল সেই সংখ্যা টপকে যায় । রেকর্ড সংক্রমণ হয় জেলায় ।

121জনের মধ্যে বালুরঘাটে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । বালুরঘাটে 65 জন, কুমারগঞ্জে 24 এবং হরিরামপুরে পাঁচজন আক্রান্ত হয়েছেন । বংশীহারী পাঁচ, গঙ্গারামপুর চার, কুশমণ্ডিতে পাঁচ এবং তপনের 10জন আক্রান্ত হয়েছেন । এছাড়াও ট্রুন্যাট পরীক্ষার পর জানা যায়, তিনজন কোরোনা আক্রান্ত । নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট জেলা আদালতের ৩৪জন কর্মী আক্রান্ত হয়েছেন । এছাড়াও গঙ্গারামপুর ব্লক উন্নয়ন দপ্তর, কুমারগঞ্জ ব্লক উন্নয়ন দপ্তর এবং হাসপাতাল, বংশীহারীর রশিদপুর হাসপাতালের কর্মীরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে দিন দিন যেইভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই জায়গা থেকে চিহ্নিত জেলা প্রশাসন থেকে স্বাস্থ্যদপ্তর ।

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্যদপ্তর । অন্যদিকে গতকাল বালুরঘাট কোরোনা হাসপাতালে একজনের মৃত্যু হয় । তিনি কোরোনায় মারা যাননি বলে স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে । তবে তিনি কোরোনা আক্রান্ত হয়ে 11জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । গতরাতেই প্রশাসনের তরফে গঙ্গারামপুর মহকুমা এলাকায় মৃতদেহ সৎকার করা হয় । জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারির পরিকল্পনা রয়েছে ।

বালুরঘাট, 18জুলাই : বালুরঘাটে নতুন করে কোরোনা আক্রান্ত 121 । যা এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক । জেলা স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট সংক্রমিত 673 । সু্স্থ হয়েছেন 309জন ।

নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার পাঁচটি সেফ হোমে নিয়ে আসা হচ্ছে । তাঁদের বিষয়ে এখনই কোনওরকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা ।

গত রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সোয়াব টেস্টের রিপোর্ট আসে । 118জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এছাড়াও ট্রুন্যাটে আরও তিনজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এর ফলে একদিনে কোরোনা আক্রান্ত বেড়ে হল 121জন । এর আগে সর্বোচ্চ একদিনে 89জন আক্রান্ত হয়েছিলেন । গতকাল সেই সংখ্যা টপকে যায় । রেকর্ড সংক্রমণ হয় জেলায় ।

121জনের মধ্যে বালুরঘাটে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । বালুরঘাটে 65 জন, কুমারগঞ্জে 24 এবং হরিরামপুরে পাঁচজন আক্রান্ত হয়েছেন । বংশীহারী পাঁচ, গঙ্গারামপুর চার, কুশমণ্ডিতে পাঁচ এবং তপনের 10জন আক্রান্ত হয়েছেন । এছাড়াও ট্রুন্যাট পরীক্ষার পর জানা যায়, তিনজন কোরোনা আক্রান্ত । নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট জেলা আদালতের ৩৪জন কর্মী আক্রান্ত হয়েছেন । এছাড়াও গঙ্গারামপুর ব্লক উন্নয়ন দপ্তর, কুমারগঞ্জ ব্লক উন্নয়ন দপ্তর এবং হাসপাতাল, বংশীহারীর রশিদপুর হাসপাতালের কর্মীরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । এদিকে দিন দিন যেইভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই জায়গা থেকে চিহ্নিত জেলা প্রশাসন থেকে স্বাস্থ্যদপ্তর ।

আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্যদপ্তর । অন্যদিকে গতকাল বালুরঘাট কোরোনা হাসপাতালে একজনের মৃত্যু হয় । তিনি কোরোনায় মারা যাননি বলে স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে । তবে তিনি কোরোনা আক্রান্ত হয়ে 11জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । গতরাতেই প্রশাসনের তরফে গঙ্গারামপুর মহকুমা এলাকায় মৃতদেহ সৎকার করা হয় । জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারির পরিকল্পনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.