ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত 120, মোট 1609

একদিনে নতুন করে আক্রান্ত 120 । মোট আক্রান্ত 1609 । কোরোনায় মোট মৃত্যু হয়েছে 11 জনের ।

120 new covid positive cases are found in south dinajpur
দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত 120
author img

By

Published : Aug 6, 2020, 4:06 PM IST

বালুরঘাট, 6 অগাস্ট : ফের একদিনে রেকর্ড সংক্রমণ দক্ষিণ দিনাজপুর জেলায় । বৃহস্পতিবার নতুন করে 120 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1609 । মোট মৃতের সংখ্যা 11 ।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 120 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের জেলার 8 টি সেফ হোম, হোম আইসোলেশন ও 1 টি কোভিড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

জানা গেছে, বালুরঘাটে 10 জন, কুমারগঞ্জে 20 জন, বংশীহারীতে 8 জন, তপনে 19 জন, গঙ্গারামপুরে 29 জন, হরিরামপুরে 1 জন এবং কুশমণ্ডিতে ৩৩ জন আক্রান্ত হয়েছে । সব থেকে বেশি আক্রান্ত হয়েছে কুমারগঞ্জ ও বালুরঘাট এলাকায় ।

বুধবার বিকেল পর্যন্ত বালুরঘাট পৌরসভা ও গ্রামীণ এলাকা মিলিয়ে আক্রান্ত হয়েছে 493 জন । কুমারগঞ্জ ব্লকে 234 জন আক্রান্ত হয়েছে । গতকাল বিকেল পর্যন্ত 1024 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।

জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তি জারি করবেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ।

বালুরঘাট, 6 অগাস্ট : ফের একদিনে রেকর্ড সংক্রমণ দক্ষিণ দিনাজপুর জেলায় । বৃহস্পতিবার নতুন করে 120 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1609 । মোট মৃতের সংখ্যা 11 ।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে 120 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । আক্রান্তদের জেলার 8 টি সেফ হোম, হোম আইসোলেশন ও 1 টি কোভিড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।

জানা গেছে, বালুরঘাটে 10 জন, কুমারগঞ্জে 20 জন, বংশীহারীতে 8 জন, তপনে 19 জন, গঙ্গারামপুরে 29 জন, হরিরামপুরে 1 জন এবং কুশমণ্ডিতে ৩৩ জন আক্রান্ত হয়েছে । সব থেকে বেশি আক্রান্ত হয়েছে কুমারগঞ্জ ও বালুরঘাট এলাকায় ।

বুধবার বিকেল পর্যন্ত বালুরঘাট পৌরসভা ও গ্রামীণ এলাকা মিলিয়ে আক্রান্ত হয়েছে 493 জন । কুমারগঞ্জ ব্লকে 234 জন আক্রান্ত হয়েছে । গতকাল বিকেল পর্যন্ত 1024 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ।

জেলার সামগ্রিক কোরোনা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে প্রেস বিজ্ঞপ্তি জারি করবেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.