কলকাতা, 18 নভেম্বর: 2014 সালের পর 2024 ৷ কুণাল ঘোষকে আদালতে পেশের স্মৃতি ফিরল শিয়ালদা কোর্টে ৷ সোমবার আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হয় ৷ সে সময় তাঁর কন্ঠরোধ করার জন্য টেবিল ঠুকে ও গাড়ির ছাদ বাজিয়ে জোরে জোরে শব্দ করতে দেখা গেল কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশকর্মীকে ।
আরজি কর মামলার নিয়মিত ট্রায়াল চলছে শিয়ালদা আদালতে ৷ এর আগে আদালত চত্বরে সঞ্জয় রায় একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন । তিনি চেঁচিয়ে অভিযোগ করেন, পুলিশ ডিপার্টমেন্টের লোকেরাই তাঁকে ফাঁসাচ্ছেন । তিনি আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে যুক্ত নন । এমনকি আদালত থেকে বেরোনোর সময় সঞ্জয় রায় সাংবাদিকদের ক্যামেরার সামনে এসে বলতে শোনা যায়, কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল এবং প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল তাঁকে ফাঁসিয়েছেন ।
বিনীত গোয়েলের নাম সঞ্জয় রায়ের মুখে আসার পরেই অতি তৎপর হয় কলকাতা পুলিশ । এর আগের দিন আদালতে পেশের জন্য তাঁকে কলকাতা পুলিশের একটি এসি কালো কাঁচের গাড়িতে আনা হয় । এরপর সোমবার ফের শিয়ালদা আদালতে পেশ করার সময় গাড়ির হর্ন বাজিয়ে, তার উপর হাত ঠুকে ও টেবিল বাজিয়ে সঞ্জয় রায়ের কথা চাপা দেওয়ার চেষ্টা করল কলকাতা পুলিশের পাঁচ থেকে ছ'জন সশস্ত্র বাহিনী ৷ যদিও এই বিষয়ে পুলিশ আধিকারিকরা কোনও রকমের মন্তব্য করতে নারাজ ।
এ দিনের শিয়ালদা আদালতের ঘটনা আরও একবার 10 বছর পিছনে ফিরিয়ে নিয়ে গেল শহরবাসীকে ৷ 2013 সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা তথা অভিযুক্ত কুণাল ঘোষ ৷ 2014 সালে এই ঘটনায় তাঁকে আদালতে তোলার সময় পুলিশকে এমনই কাজ করতে দেখা গিয়েছিল । সেক্ষেত্রে গাড়ির হর্ন বাজানো থেকে শুরু করে মুখে আওয়াজ করে কুণালের কণ্ঠরোধ করতে দেখা যায় পুলিশকে । কয়েক বছর পর সেই ঘটনার পুনরাবৃত্তি হল সোমবার শিয়ালদা আদালত চত্বরে ।
সঞ্জয় রায়ের কন্ঠ যাতে সাংবাদিকদের ক্যামেরায় বন্দি না হয়, এছাড়াও সঞ্জয় রায়ের যাতে নাগাল না পাওয়া যায়, তার জন্য কালো কাঁচে ঢাকা এসি গাড়িতে তাঁকে এ দিন কড়া নিরাপত্তায় শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় । এমনকি তারা জানলার কাঁচ ঘিরে রাখেন পুলিশ আধিকারিকরা ৷