ETV Bharat / state

পথে গাড়ি কম থাকায় পরীক্ষাকেন্দ্রে আসতে দেরি, পরীক্ষা দেওয়া হল না 7 টেট পরীক্ষার্থীর

দীর্ঘ অপেক্ষার পর রাজ্যজুড়ে রবিবার হল টেট পরীক্ষা । কিন্তু রাস্তায় গাড়ি কম থাকায় বালুরঘাট থেকে 70 কিমি দূরের হরিরামপুরের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে দেরি হওয়ায় পরীক্ষা দেওয়া হল না ৷

10-minutes-late-to-come-to-tate-test-center-test-was-not-given-to-7-candidates
10-minutes-late-to-come-to-tate-test-center-test-was-not-given-to-7-candidates
author img

By

Published : Jan 31, 2021, 7:10 PM IST

বালুরঘাট, 31 জানুয়ারি: জেলার দূরবর্তী স্থান থেকে পরীক্ষা দিতে এসে টেট পরীক্ষায় বসতে পারলেন না 7 জন পরীক্ষার্থী । রবিবার রাস্তায় গাড়ি ছিল কম । পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন কম গাড়ি থাকায় আসতে দেরি হয়েছে । এই কারণেই দীর্ঘদিন টেট পরীক্ষা বন্ধ থাকার পর আজ সেই পরীক্ষা হলেও পরীক্ষা দিতে পারলেন না তাঁরা । আরও অভিযোগ, পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি পুলিশ ।

পরীক্ষা দিতে না পেরে হতাশ টেট পরীক্ষার্থী ৷

দীর্ঘ অপেক্ষার পর রাজ্যজুড়ে রবিবার হল টেট পরীক্ষা । দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় আট হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছেন জেলার চব্বিশটি সেন্টারে । এদিন বালুরঘাটের ললিতমোহন আদর্শ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছিল জেলার একেবারে প্রান্তের হরিরামপুরের বেশ কিছু পরীক্ষার্থীর । এদিকে পরীক্ষা শুরুর সময় দুপুর একটা থেকে হলেও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টা আগে ঢোকার নিয়ম রয়েছে । কিন্তু রাস্তায় গাড়িঘোড়া কম থাকায় বালুরঘাট থেকে 70 কিমি দূরের হরিরামপুরের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় ৷ এরপরেও পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পুলিশ তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি বলে অভিযোগ ৷ এর ফলেই পরীক্ষা দেওয়া হল না তাঁদের ।

আরও পড়ুন: 31 জানুয়ারি টেট, জেনে নিন কী করবেন আর কী করবেন না

বালুরঘাটের ললিত মোহন আদর্শ বিদ্যালয়ে সিট পড়া, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারা এক পরীক্ষার্থী মাতাহার আলি বলেন, "সময় মতো গাড়ি না পাওয়ায় পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয়েছে ৷ তাই আমাদের ঢুকতে দেওয়া হল না । এত বছর পর পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে পারলাম না !"

ফোনে জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এক ঘণ্টা আগে রিপোর্টিং টাইম । এর ফলেই ওই পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি ।

বালুরঘাট, 31 জানুয়ারি: জেলার দূরবর্তী স্থান থেকে পরীক্ষা দিতে এসে টেট পরীক্ষায় বসতে পারলেন না 7 জন পরীক্ষার্থী । রবিবার রাস্তায় গাড়ি ছিল কম । পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন কম গাড়ি থাকায় আসতে দেরি হয়েছে । এই কারণেই দীর্ঘদিন টেট পরীক্ষা বন্ধ থাকার পর আজ সেই পরীক্ষা হলেও পরীক্ষা দিতে পারলেন না তাঁরা । আরও অভিযোগ, পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি পুলিশ ।

পরীক্ষা দিতে না পেরে হতাশ টেট পরীক্ষার্থী ৷

দীর্ঘ অপেক্ষার পর রাজ্যজুড়ে রবিবার হল টেট পরীক্ষা । দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় আট হাজার পরীক্ষার্থী টেট পরীক্ষা দিচ্ছেন জেলার চব্বিশটি সেন্টারে । এদিন বালুরঘাটের ললিতমোহন আদর্শ বিদ্যালয়ে পরীক্ষার সিট পড়েছিল জেলার একেবারে প্রান্তের হরিরামপুরের বেশ কিছু পরীক্ষার্থীর । এদিকে পরীক্ষা শুরুর সময় দুপুর একটা থেকে হলেও পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে এক ঘণ্টা আগে ঢোকার নিয়ম রয়েছে । কিন্তু রাস্তায় গাড়িঘোড়া কম থাকায় বালুরঘাট থেকে 70 কিমি দূরের হরিরামপুরের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেরি হয় ৷ এরপরেও পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে পৌঁছালেও পুলিশ তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি বলে অভিযোগ ৷ এর ফলেই পরীক্ষা দেওয়া হল না তাঁদের ।

আরও পড়ুন: 31 জানুয়ারি টেট, জেনে নিন কী করবেন আর কী করবেন না

বালুরঘাটের ললিত মোহন আদর্শ বিদ্যালয়ে সিট পড়া, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারা এক পরীক্ষার্থী মাতাহার আলি বলেন, "সময় মতো গাড়ি না পাওয়ায় পরীক্ষা কেন্দ্রে আসতে দেরি হয়েছে ৷ তাই আমাদের ঢুকতে দেওয়া হল না । এত বছর পর পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষা দিতে পারলাম না !"

ফোনে জেলা বিদ্যালয় পরিদর্শক নারায়ণ চন্দ্র পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এক ঘণ্টা আগে রিপোর্টিং টাইম । এর ফলেই ওই পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.