ETV Bharat / state

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে আক্রান্ত যুবক, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী - crpf

ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা BJP-কে ভোট দেওয়ার জন্য বোঝাতে থাকে । ঘটনার প্রতিবাদ করলে অলোক সাউ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে লাঠিচার্জের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর ।

আক্রান্ত যুবক
author img

By

Published : May 19, 2019, 8:38 PM IST

Updated : May 19, 2019, 10:59 PM IST

মথুরাপুর,19 মে : পরিবারের আর পাঁচজনের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন মধ্য তিরিশের অলোক সাউ । তখনই তিনি দেখেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পদ্ম চিহ্নে বোতাম টেপার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে । ঘটনার প্রতিবাদ করেন অলোকবাবু । বারাসতের মতো এখানেও কাঠগড়ায় সেই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । যদিও নিরাপত্তা বাহিনীর তরফে কেউই এই অভিযোগে নিয়ে মুখ খুলতে চাননি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের হিন্দোলকেঁটকির । সেখানকার একটি বুথে আজ ভোট দিতে গেছিলেন অলোকবাবু । অভিযোগ, ভোট দেওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের পদ্মফুলে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন । অলোকবাবুর দাবি, এটা দেখেই তিনি প্রতিবাদ করেন । তাঁর কথায়, "মুখ খোলায় কারণে আমাকে মারধর করা হয় । " গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে রুদ্রনগর হাসপাতালে ভরতি করা হয় ।

অলোক সাউকে মারধরের ঘটনায় মুখ খুলেছেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । অলোককে নিজেদের কর্মী দাবি করে তিনি বলেন, "ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে অলোক সাউ নামে এক জন আহত হন। BJP-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিল কেন্দ্রীয় বাহিনী । এই ঘটনার প্রতিবাদ করাতেই মারধর করা হয় অলোককে ।"

আজকের ঘটনায় প্রায় দু ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে । বঙ্কিমবাবু বিষয়টি নির্বাচন কমিশনে জানান । পাশাপাশি, সাগর থানাতেও অভিযোগ দায়ের করা হয় ।

মথুরাপুর,19 মে : পরিবারের আর পাঁচজনের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন মধ্য তিরিশের অলোক সাউ । তখনই তিনি দেখেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পদ্ম চিহ্নে বোতাম টেপার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে । ঘটনার প্রতিবাদ করেন অলোকবাবু । বারাসতের মতো এখানেও কাঠগড়ায় সেই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । যদিও নিরাপত্তা বাহিনীর তরফে কেউই এই অভিযোগে নিয়ে মুখ খুলতে চাননি ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের হিন্দোলকেঁটকির । সেখানকার একটি বুথে আজ ভোট দিতে গেছিলেন অলোকবাবু । অভিযোগ, ভোট দেওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের পদ্মফুলে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন । অলোকবাবুর দাবি, এটা দেখেই তিনি প্রতিবাদ করেন । তাঁর কথায়, "মুখ খোলায় কারণে আমাকে মারধর করা হয় । " গুরুতর আহত অবস্থায় পরে তাঁকে রুদ্রনগর হাসপাতালে ভরতি করা হয় ।

অলোক সাউকে মারধরের ঘটনায় মুখ খুলেছেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা । অলোককে নিজেদের কর্মী দাবি করে তিনি বলেন, "ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে অলোক সাউ নামে এক জন আহত হন। BJP-কে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিল কেন্দ্রীয় বাহিনী । এই ঘটনার প্রতিবাদ করাতেই মারধর করা হয় অলোককে ।"

আজকের ঘটনায় প্রায় দু ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে । বঙ্কিমবাবু বিষয়টি নির্বাচন কমিশনে জানান । পাশাপাশি, সাগর থানাতেও অভিযোগ দায়ের করা হয় ।

Intro:দুজনকে মারধরের ছবিBody:ভাইবারে পাচ্ছিল না বলেConclusion:এখানে দিলাম
Last Updated : May 19, 2019, 10:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.